ETV Bharat / international

Workers Killed in Mexico: চাকরি ছাড়তে চাওয়ায় ড্রাগ মাফিয়াদের হাতে খুন 'কল' সেন্টারের 8 কর্মী - নিখোঁজ কল সেন্টারের 8 জন কর্মী

প্লাস্টিকের মধ্যে মিলল মানবদেহের বিভিন্ন অংশ ৷ এদিকে নিখোঁজ কল সেন্টারের 8 জন কর্মী ৷ ফরেন্সিক বিশেষজ্ঞরা জানালেন, এই দেহাংশ ওই 8 জনের ৷ তারা একটি কল সেন্টারে কাজ করতেন ৷ কিন্তু কেন প্রাণ গেল তাঁদের ?

ETV Bharat
মেক্সিকোয় মৃত্যু
author img

By

Published : Jun 7, 2023, 12:01 PM IST

মেক্সিকো সিটি, 7 জুন: কমপক্ষে 8 কর্মীর মৃত্যু ৷ তাঁরা মেক্সিকোর একটি কল সেন্টারে চাকরি করতেন ৷ এই সংস্থাটি পরিচালনা করত একটি কুখ্যাত মাদক চক্র ৷ পুলিশের প্রাথমিক অনুমান, চাকরি ছাড়তে চেয়েছিলেন বলেই এই 8 জনকে খুন করা হয়েছে। গুয়াডালাজারায় এলাকায় অবস্থিত ওই অফিসের কর্মীরা বাড়ি না-ফেরায় তাঁদের আত্মীয় ও বন্ধুরা পুলিশে অভিযোগ দায়ের করেন ৷

এমনই আবহে গত সপ্তাহে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে মানবদেহের বিভিন্ন অংশ পাওয়া যায় ৷ তা দেখে তদন্তকারীদের সন্দেহ হয় এই 8 জনকে কেউ বা কারা খুন করেছে ৷ ফরেন্সিক তদন্তকারীরা বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তাঁদের দাবি উদ্ধার হওয়া দেহাংশগুলি নিখোঁজ হওয়া কর্মীদেরই। এর আগে 20 মে এবং 22 মের মধ্যে 6 জন পুরুষ এবং 2 জন মহিলার নিরুদ্দেশ হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল ৷

পরিবারের লোকজন জানত, তাদের সন্তানরা একটি সাধারণ কল সেন্টারে কাজ করে ৷ আদতে এই সংস্থাটি পরিচালনা করত জেলিসকো নিই জেনারেশন কার্টেল নামে একটিগ্যাং ৷ পুলিশের মতে তারাই মেক্সিকোর সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং ৷ মাদক পাচার, তোলাবাজি, অপহরণের মতো ব্যবসা ছাড়াও তারা অন্য অপরাধমূলক কাজকর্ম করতে থাকে ৷ সরকারি সূত্র অনুযায়ী এই মাদকপাচার চক্রই কল সেন্টার পরিচালনা করে ৷ তার মাধ্যমে আমেরিকা এবং কানাডার বাসিন্দাদের ঠকিয়ে টাকা আদায় করা হত ৷

মৃতদের মধ্যে দু'জনের বয়স 30 বছরের কম ৷ এই কর্মীদের খুনের পিছনে উদ্দেশ্য কী, তা এখনও জানতে পারেনি তদন্তকারী আধিকারিকরা ৷ তবে এক সরকারি আধিকারিকের মতে, ওই কর্মীরা এই ব্যবসা থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন ৷ অন্যদেরও সতর্ক করেছিলেন ৷ হয়তো সেই কারণেই এই পরিণতি ৷ জেলিসকো কার্টেল সিজেএনজি নামেই বিশেষ পরিচিত ৷ এই চক্রটি বিশ্বাসঘাতকদের প্রতি নির্মম আচরণ করে থাকে ৷ এর জন্য তারা কুখ্যাত ৷ জেনেশুনে হোক বা না জেনে, যাঁরা এদের জন্য কাজ করেছেন, তাঁরা এই সংস্থা ছাড়তে চাইল দুটো পথ- হয় মৃত্যু নয়তো আজীবন কারাবাস ৷

আরও পড়ুন: মাদক পাচার করতে গিয়ে বিএসএফের জালে 12 বছরের কিশোর

মেক্সিকো সিটি, 7 জুন: কমপক্ষে 8 কর্মীর মৃত্যু ৷ তাঁরা মেক্সিকোর একটি কল সেন্টারে চাকরি করতেন ৷ এই সংস্থাটি পরিচালনা করত একটি কুখ্যাত মাদক চক্র ৷ পুলিশের প্রাথমিক অনুমান, চাকরি ছাড়তে চেয়েছিলেন বলেই এই 8 জনকে খুন করা হয়েছে। গুয়াডালাজারায় এলাকায় অবস্থিত ওই অফিসের কর্মীরা বাড়ি না-ফেরায় তাঁদের আত্মীয় ও বন্ধুরা পুলিশে অভিযোগ দায়ের করেন ৷

এমনই আবহে গত সপ্তাহে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে মানবদেহের বিভিন্ন অংশ পাওয়া যায় ৷ তা দেখে তদন্তকারীদের সন্দেহ হয় এই 8 জনকে কেউ বা কারা খুন করেছে ৷ ফরেন্সিক তদন্তকারীরা বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তাঁদের দাবি উদ্ধার হওয়া দেহাংশগুলি নিখোঁজ হওয়া কর্মীদেরই। এর আগে 20 মে এবং 22 মের মধ্যে 6 জন পুরুষ এবং 2 জন মহিলার নিরুদ্দেশ হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল ৷

পরিবারের লোকজন জানত, তাদের সন্তানরা একটি সাধারণ কল সেন্টারে কাজ করে ৷ আদতে এই সংস্থাটি পরিচালনা করত জেলিসকো নিই জেনারেশন কার্টেল নামে একটিগ্যাং ৷ পুলিশের মতে তারাই মেক্সিকোর সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং ৷ মাদক পাচার, তোলাবাজি, অপহরণের মতো ব্যবসা ছাড়াও তারা অন্য অপরাধমূলক কাজকর্ম করতে থাকে ৷ সরকারি সূত্র অনুযায়ী এই মাদকপাচার চক্রই কল সেন্টার পরিচালনা করে ৷ তার মাধ্যমে আমেরিকা এবং কানাডার বাসিন্দাদের ঠকিয়ে টাকা আদায় করা হত ৷

মৃতদের মধ্যে দু'জনের বয়স 30 বছরের কম ৷ এই কর্মীদের খুনের পিছনে উদ্দেশ্য কী, তা এখনও জানতে পারেনি তদন্তকারী আধিকারিকরা ৷ তবে এক সরকারি আধিকারিকের মতে, ওই কর্মীরা এই ব্যবসা থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন ৷ অন্যদেরও সতর্ক করেছিলেন ৷ হয়তো সেই কারণেই এই পরিণতি ৷ জেলিসকো কার্টেল সিজেএনজি নামেই বিশেষ পরিচিত ৷ এই চক্রটি বিশ্বাসঘাতকদের প্রতি নির্মম আচরণ করে থাকে ৷ এর জন্য তারা কুখ্যাত ৷ জেনেশুনে হোক বা না জেনে, যাঁরা এদের জন্য কাজ করেছেন, তাঁরা এই সংস্থা ছাড়তে চাইল দুটো পথ- হয় মৃত্যু নয়তো আজীবন কারাবাস ৷

আরও পড়ুন: মাদক পাচার করতে গিয়ে বিএসএফের জালে 12 বছরের কিশোর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.