ETV Bharat / international

Year Ender 2022: রাশিয়া-ইউক্রেন থেকে চিন-ব্রিটেন ! বাইশে দুনিয়াদারির সেরা বারো - চার্লস শোভরাজের মুক্তি

আর তিন দিন, শেষ 2022 ৷ দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক ৷ হাতে স্ক্রিন-টাচ ৷ দুনিয়াটা ঘোরে বন বন ৷ উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ৷ কেমন কাটল বছরটা (Year End 2022) ?

2022 World
ETV Bharat
author img

By

Published : Dec 28, 2022, 2:19 PM IST

Updated : Dec 28, 2022, 3:57 PM IST

সময়টা 50 খ্রিস্টপূর্ব । রোম সম্রাট আদিবাসী গলদের পুরো এলাকাটাই প্রায় দখল করে নিয়েছিল । প্রায়, কারণ একটা ছোট্ট গ্রামকে কিছুতেই কবজা করতে পারছে না বিশাল সৈন্যবাহিনী । সেখানে আছে অ্যাসটেরিক্স, ওবেলিক্স, পুরোহিত গেটাফিক্স আরও সব সাহসী, অদ্ভুত আর বর্ণময় মানুষেরা ৷ সবার বিপদে ভরসা খুদে অ্যাসটেরিক্স ৷ সে যেখানে, বিশাল-বপু ওবেলিক্সও সেখানে ৷ দু'জনে বন্ধু যে ! 1959 সালে উদেরজোর আঁকা কার্টুন আর গসিনির গল্পে আত্মপ্রকাশ 'অ্যাসটেরিক্স দ্য গল'-এর ৷ ওই গ্রামের প্রধান ভাইটালস্ট্যাটিসটিক্স ৷ তাঁর একটাই ভয়- আকাশটা যেন মাথায় ভেঙে না পড়ে ! হ্যাঁ, 2022 সালের শেষে এসে এটাই মনে হয়- এবার বোধহয় আকাশটা ভেঙে পড়া বাকি ! কী ঘটেনি ? একবিংশ শতাব্দীর ডিজিটাল দুনিয়ায় অ্যাসটেরিক্স-ওবেলিক্স-গেটাফিক্স বনাম রোম প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷

Volodymyr Zelensky Time Magazine Cover
টাইম ম্যাগাজিনের কভারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukrain War)

24 ফেব্রুয়ারি, 2022 ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করলেন ৷ তারপরেই কৃষ্ণসাগরের গাঁ ঘেঁষে থাকা ছোট্ট ইউক্রেনে আছড়ে পড়ল বোমা ৷ সেই শুরু যুদ্ধের ।

ফেরা যাক নব্বইয়ের দশকের প্রথম দিকে। 1991 সাল, 25 ডিসেম্বর ৷ ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশালিস্ট রিপাবলিক (Union of Soviet Socialist Republics) ভেঙে 15টি টুকরো হল । দেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তথা সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ (Mikhail Gorbachev) পদত্যাগ করলেন ৷ রাশিয়াবাসীকে জানালেন, নেই সোভিয়েত ইউনিয়ন, জন্ম নিয়েছে রাশিয়ান ফেডারেশন (Russian Federation) বা রাশিয়া ৷ সেদিন অর্ধনমিত রাখা হল ইউএসএসআর-এর পতাকা । উড়ল সাদা-নীল-লালে নবজাতক রাশিয়া ৷ সেদিন টুকরো দেশগুলির মধ্য়ে ছিল ইউক্রেন । সে সময় ভ্লাদিমির পুতিন কেজিবি গোয়েন্দা ছিলেন ৷ তাঁকে খাবার জোগাড় করতে ট্যাক্সি চালাতে হয়েছে । কিন্তু লেনিন-স্তালিনের বহু সংগ্রামের সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়াটা বোধহয় মেনে নিতে পারেননি তিনি । 24 ফেব্রুয়ারি তাঁর বৃক্তৃতায় সে কথা ছিল ।

আর যুদ্ধটা কিছুটা ইউরোপ, আমেরিকা বনাম রাশিয়া । ইউরোপিয় দেশগুলির রক্ষাকর্তা ন্যাটো গোষ্ঠী তার সৈন্যসামন্ত নিয়ে ক্রমশ পূর্ব দিকে এগিয়ে পোল্যান্ড পর্যন্ত চলে এসেছে । ইউক্রেনও চাইছে রাশিয়ার হাত থেকে রেহাই পেতে । পাশে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । আর এতেই চটেছেন প্রেসিডেন্ট পুতিন ৷ 24 তারিখ ক্রেমলিন থেকে তিনি বার্তা দিলেন, ইউক্রেনকে সামরিক শক্তি এবং নাজি মুক্ত করতে চান তিনি । যুদ্ধ চলছে । ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ইউক্রেন । হাল ছাড়েননি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নায়ক ভোলোদিমির জেলেনস্কি । তবে নাকি, পুতিন এবার ইউক্রেনের সঙ্গে সমঝোতা চান । আজ এই লেখা প্রকাশিত হওয়ার সময় 307তম দিন । এর মধ্যে 30 অগস্ট প্রয়াত হন সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনায়ক মিখাইল গর্বাচেভ (Mikhail Gorbachev Demise) ।

Sri Lanka Economic Crisis
অশান্ত শ্রীলঙ্কা
  • শ্রীলঙ্কা, অর্থনীতি আর রাজনীতি (Sri Lanka Economic Crisis)

দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ৷ সদ্য মে মাসে সিংহাসনে বসেছেন তিনি ৷ কোভিড ও তার পরবর্তী সময় থেকে দেশের অর্থনীতি ধুঁকছিল ৷ 2019 সালে ইস্টারের পরে শ্রীলঙ্কার চার্চ আর হোটেলে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান 290 জন । এতে পর্যটন-নির্ভর শ্রীলঙ্কার অর্থনীতি বেশ খানিকটা ধাক্কা খায় ৷ তারপর কোভিডকাল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ । দেশে বিদেশি মুদ্রার আনাগোনা বন্ধের মুখে । তার উপর চিন-বিশ্বব্যাঙ্কের কাছে বিপুল দেনা । এর সঙ্গে নাকি দুই রাজাপক্ষে ভাইয়ের দুর্নীতি । সব মিলিয়ে দেউলে হয়ে গিয়েছে শ্রীলঙ্কার সরকার ।

দিনের পর দিন জ্বালানি, রেশনের জন্য লম্বা লাইনে অপেক্ষা করছেন জনসাধারণ ৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া ৷ এতে ক্ষেপে উঠল বিরোধীরা । দ্বীপরাষ্ট্রটির রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট (অধুনা প্রাক্তন) গোতাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapaksa) বাড়ির সামনে বিক্ষুব্ধ জনতার আন্দোলন, প্রশাসনের গুলি চালানোর নির্দেশ- সব মিলিয়ে অশান্ত ভারত মহাসাগারের দ্বীপরাষ্ট্র ৷ পরিস্থিতির চাপে দাদা প্রেসিডেন্ট গোতাবায়া ভাই মাহিন্দাকে প্রধানমন্ত্রী পদ থেক সরিয়ে দিলেন । তারপরই প্রধানমন্ত্রী হন বিক্রমাসিংহে । পরে গোতাবায়া রাজাপক্ষেও ইস্তফা দেন, পালিয়ে যান দেশ ছেড়ে ৷ পরে অবশ্য ফিরে এসেছেন ৷

Shinzo Abe Assassination
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে
  • শিনজো আবে (Shinzo Abe Assassination)

8 জুলাই, শুক্রবার, দক্ষিণ জাপানের নারা শহর (Nara, South Japan) । আসন্ন সংসদীয় নির্বাচনী প্রচারে একটি স্টেশনের বাইরে বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে । হঠাৎ মাটিতে পড়ে গেলেন তিনি। রক্তে ভিজে গিয়েছে সাদা শার্ট ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, খুব হালকা একটা শব্দ কানে এসেছিল । তাঁকে পিছন দিক থেকে দু-দুবার গুলি করে প্রাক্তন নৌসেনা কর্মী তেতসুয়া ইয়ামাগামি (Tetsuya Yamagami, 41) । হাসপাতালে নিয়ে গেলে 5 ঘণ্টার লড়াইয়ের পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা । 67 বছর বয়সি শিনজো আবে তাঁর 'আবেইকোনমিক্স'-এর (Abe Economic Policy) জন্য বিখ্যাত । 2006-07 এবং 2012-20 সময়কাল জাপানের প্রধানমন্ত্রী ছিলেন আবে ৷ তেতসুয়ার মা তাঁর সব সঞ্চয় কোনও এক ধর্মসংগঠনের ধর্মগুরুকে দান করে দেউলে হয়ে গিয়েছিলেন । আর সেই ধর্মীয় সংগঠনের সঙ্গে নাকি যোগাযোগ ছিল শিনজো আবের । সেই ক্ষোভে হাতে বানানো বন্দুক দিয়ে আবেকে হত্যা করেন তেতসুয়া ।

Salman Rushdie
সলমন রুশদি
  • সলমন রুশদি ও শয়তান (Salman Rushdie and The Satanic Verses)

34 বছর পরে শোধ নিল ফতোয়া । 12 অগস্ট, নিউ ইয়র্কের শতৌক ইনস্টিটিউশনের (Chautauqua Institution) সাহিত্য আলোচনাসভা মঞ্চে বক্তৃতা দিতে উঠেছেন সলমন রুশদি । এক যুবক মঞ্চে তাঁর দিকে এগিয়ে এসে আচমকা কয়েক মুহূর্তের মধ্যে 10-15 বার তাঁর পেটে আর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকে ৷ গুরুতর জখম অবস্থায় সঙ্গে সঙ্গে হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয় লেখককে । আক্রমণকারী যুবকের নাম হাদি মাতার, বয়স 24 ৷

1988 সালের সেপ্টেম্বরে প্রকাশিত স্যাটানিক ভার্সেস-এর (The Satanic Verses) মাত্র দুটি পৃষ্ঠা নাকি পড়েছিলেন নিউ জার্সির বাসিন্দা মাতার । বিতর্কিত উপন্যাসটি প্রকাশের পরে তা প্রথম নিষিদ্ধ হয় ভারতে । ইরানের মুসলিম ধর্মগুরু আয়াতোল্লাহ খোমেইনি (Ayatollah Ruhollah Khomeini) সলমনকে হত্যার কথা ঘোষণা করেন । ভারতীয় বংশোদ্ভূত সলমন রুশদি দীর্ঘসময় আত্মগোপন করেছিলেন ৷ মিডনাইটস চিলড্রেনের (Midnight's Children) লেখকের মাথার দাম উঠেছিল 3 লক্ষ মিলিয়ন অর্থাৎ তিরিশ লক্ষ মার্কিন ডলার ৷ যাইহোক, আপাতত সুস্থ 75 বছর বয়সি লেখক ৷ তবে বুকারজয়ী রুশদির একটি চোখ নষ্ট হয়েছে, একটি হাত দিয়ে কোনও কাজ করতে পারবেন না । সামাজিক মাধ্যমে ফিরেছেন সলমন। আবারও অনুরাগীদের জন্য ছোট গল্প লিখতে শুরু করেছেন ।

আরও পড়ুন: রাজনীতি থেকে দুর্নীতি, বাইশে রাজ্যের সেরা বারো

  • প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II Demise)

8 সেপ্টেম্বর, 2022 । বালমোরাল প্রাসাদ, স্কটল্যান্ড ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) ৷ 1962 সালের 21 এপ্রিল লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহণ করেন এলিজাবেথ আলেক্সজান্ডার মেরি উইন্ডসর (Elizabeth Alexandra Mary Windsor) । 1952 সালে সিংহাসনে আরোহণ । সেই থেকে 2022- দীর্ঘ 70 বছর ব্রিটিশ মসনদে আসীন রানি । ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথই সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছেন । উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে (St. George Chapel in Windsor Castle) স্বামী ফিলিপের পাশে শায়িত রাখা হয়েছে রানিকে ৷ 2023 সালের 6 মে, ওয়েস্টমিনস্টার অ্যাবে-তে (Westminster Abbey) রাজা তৃতীয় চার্লসের অভিষেক হবে ।

British Prime Minister Rishi Sunak
রাজা তৃতীয় চার্লেসর সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
  • ব্রিটেনের অশ্বেতাঙ্গ-কনিষ্ঠ প্রধানমন্ত্রী (Rishi Sunak, British Prime Minister)

কোভিডকালে দেশে লকডাউন ৷ এদিকে প্রধানমন্ত্রী (অধুনা প্রাক্তন) বরিস জনসন তাঁর বাড়িতে জমিয়ে পার্টি করছেন । সেটাই কাল হল মন্ত্রিমশাইয়ের । এবছরের 5 সেপ্টেম্বর তাঁকে হঠিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস (Liz Truss) । কিন্তু মন্ত্রিত্বের শুরুতেই তাঁর অর্থনৈতিক নীতি নিয়ে বিতর্ক তৈরি হয় । মাত্র 45 দিন পর ইস্তফা দেন ট্রাস । এরপর ?

ব্রিটেনে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে ট্রাসের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছিলেন আরেকজন ৷ প্রথমবার লিজ তাঁকে হারিয়েছিলেন ৷ এবার 25 অক্টোবর কনজারভেটিভ পার্টির নেতা মাত্র 42 বছরের ঋষি সুনাক (Rishi Sunak) প্রধানমন্ত্রী হলেন । 25 অক্টোবর তিনি বাকিংহ্যাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন এবং রাজা তাঁকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন । তিনি দেশের প্রথম অশ্বেতাঙ্গ এবং কনিষ্ঠতম প্রধানমন্ত্রী । প্রসঙ্গত, ইনফোসিসের কর্ণধার এনআর নারায়ণ মূর্তির মেয়ে আক্ষাতাকে (Akshata Murty, daughter founder of Infosys, NR Narayana Murthy) বিয়ে করেছেন ঋষি । ভারতের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক ৷

China President Xi Jinping
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
  • শি জিংপিন (Xi Jinping)

ইতিহাস গড়েছেন তিনি আর তাতেই তাঁকে নিয়ে দুশ্চিন্তায় বিশ্ব ৷ চিনের শাসকদল কমিউনিস্ট পার্টির সাধারণ সভা (Communist Party of China, CPC) শেষ হল 22 অক্টোবর ৷ সভা শেষে 23 অক্টোবর পার্টির প্রধান হিসেবেই রইলেন শি জিংপিন । বয়স বাধা হয়নি, কারণ তিনি নিজেই প্রেসিডেন্টের বয়সের সীমা বাড়িয়েছেন ৷ 23 অক্টোবর তাই তৃতীয়বারের জন্য বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশের লাগাম তাঁর হাতে রইল ৷ আগামী 5 বছর চিন তাঁর । এর আগে নেতা মাও জে দং (First Communist-era leader Mao Zedong) একমাত্র এমন দীর্ঘ সময় চিনের শাসক পদে আসীন ছিলেন। । তিনি 1976 সালে প্রয়াত হন ৷

Elon Musk Twitter Deal
টুইটার কেনার পর ইলন মাস্ক
  • ইলন মাস্ক ও টুইটার-টুইটার খেলা (Elon Musk and Twitter Deal)

শেয়ার পিছু 54.20 ডলার দেবেন বিশ্বের এক নম্বর ধনকুবের । জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থা টুইটার কেনা নিয়ে প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালের সঙ্গে এই কথা হয়েছিল । তারপর থেকে নানা অছিলায় টুইটার কেনা থেকে সরে যাচ্ছিলেন টেসলার মালিক ইলন মাস্ক (Tesla) । আইনি ঝঞ্ঝাট, বচসা, বিতর্ক- এ সবকিছুর পেরিয়ে শেষে 25 অক্টোবর 42 বিলিয়ন অর্থাৎ 4 হাজার 200 কোটি মার্কিন ডলার দিয়ে সোশাল মিডিয়াটি কিনে নিলেন মাস্ক । সানফ্রান্সিসকোর সদর দফতর থেকে সঙ্গে সঙ্গে ছাঁটাই সিইও পরাগ আগরওয়াল, কোম্পানির প্রধান অর্থনৈতিক আধিকারিক, কোম্পানির আইনজীবী । চাকরি গেলেও ইলন মাস্ক পরাগকে 30.4 মিলিয়ন অর্থাৎ 3.04 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়েছেন ৷

টুইটারে শুরু একুশে আইন । বোর্ডের ডিরেক্টর রইলেন শুধু এবং শুধুই মাস্ক ৷ ঘোষণা হল- মাসে প্রায় 8 ডলার দিয়ে ব্লুক টিক (Blue Tick) কিনতে হবে ৷ এবার থেকে যে কেউ এই নীল রাইট চিহ্ন কিনতে পারবে । মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী মাস্কের কর্মকাণ্ডে অনেক সেলিব্রিটি টুইটার ত্যাগ করলেন ৷ দুনিয়ার 20 জনেরও বেশি আন্তর্জাতিক সাংবাদিকের অ্যাকাউন্ট সাসপেন্ড করেন ইলন ৷ রোজই কিছু না কিছু ঘটছে টুইটারের টুইটারে ৷

Anti Hijab Protest in Iran
ইরানে হিজাব বিরোধী আন্দোলন
  • ইরান-আফগানিস্তান (Anti Hijab Protest in Iran and Afghanistan Women Education Right)

মহিলারা হিজাব খুলে আগুনে পুড়িয়ে ফেলছেন । রাস্তায় প্রকাশ্যে লম্বা চুল কেটে ফেলছেন । দাবি একটাই, আর হিজাব পরবেন না তাঁরা । জ্বলছে ইরান (Iran Unrest) । 16 সেপ্টেম্বর বিমানবন্দরে ইরানের নীতি পুলিশেরা মাশা আমিনিকে (Mahsa Amini) আটকায় এবং থানায় নিয়ে যায় । তিনি নাকি ঠিকমতো হিজাব পরেননি । জেলহেফাজতেই মৃত্যু হয় মাত্র 22 বছরের তরুণীর ।

ইরানে যেন এমন একটা সময় আসারই ছিল ৷ আমিনির মৃত্যু ধিকধিক জ্বলতে থাকা আগুনে ঘি ঢালল ৷ দেশজুড়ে প্রতিবাদ, এমনকী বিদেশেও । ইরানে কমপক্ষে 300 জনের মৃত্যু হয়েছে । সকলের চোখের সামনে ইরান প্রশাসন দুই আন্দোলনকারীকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ হিজাব-বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় গ্রেফতার হয়েছেন অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে ৷ (Taraneh Alidoosti) । তাঁর অভিনীত 'দ্য সেলসম্যান' 2016 সালে অস্কার পেয়েছে । প্রতিবাদের এই ছবি দেখা গিয়েছে সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপেও। প্রথম ম্যাচে ইরানের জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাননি ইরানের ফুটবলাররা ।

এদিকে আফগানিস্তানে শিক্ষামন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, কোনও মেয়ে, মহিলা- কেউ বিশ্ববিদ্যালয়ের ধারেকাছে আসতে পারবে না (Afghanistan Women's Education Right) । বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরিয়ে মেয়েদের ভিতরে ঢোকা বারণ ৷ মেয়েরা রাস্তায় বের হল যেন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, হুঁশিয়ারি শরিয়াত মেনে চলা সরকারের । এছাড়া মেয়েরা কোনও স্বেচ্ছাসেবী সংগঠনেও (Nongovernmental Organization, NGO) কাজ করবে না, জানিয়েছে তালিবানি সরকার ৷

Charles Sobhraj
চার্লস শোভরাজ
  • শিকল মুক্ত চার্লস (Charles Sobhraj, French Serial Killer)

মুক্ত সিরিয়াল কিলার চার্লস । আশি-নব্বইয়ের দশকে 20টিরও বেশি খুন আর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ায় দক্ষ অপরাধী নেপালের সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেলেন ৷ হৃদপিণ্ডে একবার অস্ত্রোপচার এবং শারীরিক সমস্যার কারণে নেপালের সুপ্রিম কোর্ট চার্লস শোভরাজের মুক্তির কথা ঘোষণা করে । 2003 সালে নেপালের একটি ক্যাসিনো থেকে গ্রেফতার হন তিনি ৷ 2004 সালে তাঁকে 1975 সালে আমেরিকার এক তরুণীকে খুনের মামলায় যাবজ্জীবন সাজা দেওয়া হয় । এরপর 2018 সালে ওই তরুণীর সহযাত্রী কানাডার নাগরিককে খুনে আরেকবার যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত করা হয় । এর মধ্যে জেলে থাকাকালীন তিনি বিয়েও করেন তাঁর আইনজীবীর মেয়ে নিহিতা বিশ্বাসকে, যাঁর সঙ্গে তাঁর বয়সের ব্যবধান 44 বছর ।

এখন চার্লসের বয়স 75 ৷ 2022 সাল পর্যন্ত তিনি নেপালের আইন অনুযায়ী যাবজ্জীবন কারাবাসের 90 শতাংশ অর্থাৎ 18 বছর কাটিয়ে ফেলেছেন । তাই 21 ডিসেম্বর দেশের সুপ্রিম কোর্ট তাঁকে ফ্রান্সে তাঁর পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ তবে আগামী 10 বছর নেপালে পা রাখতে পারবেন না 'দ্য বিকিনি কিলার' (The Bikini Killer) । 'দ্য সারপেন্ট' (The Serpent) নামে পরিচিত শোভরাজ বিমানে উঠেই হুঁশিয়ারি দিয়েছেন, দেশে ফিরে নেপালের অনেকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করবেন তিনি । একাধিক ভাষায় দক্ষ, বহু নারী হৃদয়ে ঝড় তোলা, খুব সহজে মানুষকে বন্ধু বানানোয় পারদর্শী প্রবীণ শোভরাজ আপাতত নিজের দেশ ফ্রান্সে ৷

Covid in China
চিনে করোনা সংক্রমণ
  • চিনে ফিরল অতিমারি কোভিড (Covid in China)

2019 সালের শেষ দিকে প্রথম করোনাভাইরাস সংক্রমণের খোঁজ মেলে চিনের উহান (Wuhan) শহরে ৷ সেই শুরু । এরপর দুনিয়াজুড়ে কোভিডকাল, লকডাউন । কোভিড-19 মোকাবিলায় ভ্যাকসিন তৈরি করে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের ওষুধ নির্মাতা সংস্থাগুলি । 2021 সালের শেষ দিকে পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হয়ে এসেছিল ।

ফের ভয়াবহ কোভিড, তাও আবার চিনে ! সেদেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ । জিরো-কোভিড নীতি (Zero Covid Policy) নিয়েছিল চিনের শি জিনপিং সরকার (Xi Jinping) । ফের ঘরবন্দি মানুষ । এবার এই নীতির বিরুদ্ধে চিন সরকারের বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামে সাধারণ মানুষ । তাই জিরো-কোভিড নীতির রাশ কিছুটা আলগা করতে হয়েছে শি জিনপিংকে । ফল আরও মারাত্মক । করোনাভাইরাসের ওমিক্রনের নতুন ভ্যারিয়্যান্টের (Omicron subvariant BF.7) খোঁজ মিলেছে দেশে । আর বিশেষজ্ঞদের একাংশের মত, চিনে বিশাল জনসংখ্যার বেশির ভাগের রোগপ্রতিরোধক ক্ষমতা তেমন জোরালো নয় । তাই নিত্য নতুন ভ্যারিয়্যান্টের কবলে লক্ষ লক্ষ মানুষ । এদিকে চিন সরকার কোভিড বুলেটিন প্রকাশ করা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । আক্রান্ত ও মৃতের সংখ্যা থাকবে দেশে বা বলা ভালো গবেষণাগারে ।

Irmgard Furchner
আদালতে ইরমগাদ ফুরসনার
  • ইহুদি হত্যার দায়ে 97 বছরে কারাবাস (Stutthof Concentration Camp)

ইরমগাদ ফুরসনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টুটহফ কনসেনট্রেশন ক্যাম্পে (Stutthof Concentration Camp’s SS commander) স্টেনোগ্রাফার, টাইপিস্টের চাকরি করতেন । তখন তাঁর বয়স 18 কি 19 । ওই ক্যাম্পে 10 হাজারেরও বেশি মানুষকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে, বিষাক্ত ইনজেকশন দিয়ে, দিনের পর দিন খেতে না দিয়ে, কখনও বা কনকনে ঠান্ডায় খালি গায়ে খোলা আকাশের নীচে বসিয়ে রেখে হত্যা করা হয়েছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম 10 হাজার 505 জনের মৃত্যুর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন সেই সময় নাবালিকা ইরমগাদ (Irmgard Furchner) ।

21 ডিসেম্বর ইহুদি-হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ জার্মান আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে ৷ এখন তাঁর বয়স 97 ৷ তাঁর আইনজীবী জানান, সে সময় ইরমগাদ ওই ক্যাম্পে থাকলেও তিনি শুধু স্টেনোগ্রাফার আর টাইপের কাজ করতেন ৷ এ সবকিছু তিনি জানতেন না । কিন্তু ইতজেহো আদালত জানিয়েছে, তিনি এসএস কম্যানড্যান্টের অফিসে তাঁর কাজের মাধ্যমে জানতে পারতেন স্টুটহফের ক্যাম্পে কাদের কাদের নৃশংস ভাবে হত্যা করা হচ্ছে ৷ তাই তিনি এই কাজে মদত জুগিয়েছেন ৷ অতএব তাঁকে দু'বছরের কারাবাস দিয়েছে উত্তর জার্মানের এই আদালত ।

আরও পড়ুন: রাজনীতিতে কুর্সির লড়াই থেকে মোরবির দুর্ঘটনা, বাইশে দেশের সেরা বারো

সময়টা 50 খ্রিস্টপূর্ব । রোম সম্রাট আদিবাসী গলদের পুরো এলাকাটাই প্রায় দখল করে নিয়েছিল । প্রায়, কারণ একটা ছোট্ট গ্রামকে কিছুতেই কবজা করতে পারছে না বিশাল সৈন্যবাহিনী । সেখানে আছে অ্যাসটেরিক্স, ওবেলিক্স, পুরোহিত গেটাফিক্স আরও সব সাহসী, অদ্ভুত আর বর্ণময় মানুষেরা ৷ সবার বিপদে ভরসা খুদে অ্যাসটেরিক্স ৷ সে যেখানে, বিশাল-বপু ওবেলিক্সও সেখানে ৷ দু'জনে বন্ধু যে ! 1959 সালে উদেরজোর আঁকা কার্টুন আর গসিনির গল্পে আত্মপ্রকাশ 'অ্যাসটেরিক্স দ্য গল'-এর ৷ ওই গ্রামের প্রধান ভাইটালস্ট্যাটিসটিক্স ৷ তাঁর একটাই ভয়- আকাশটা যেন মাথায় ভেঙে না পড়ে ! হ্যাঁ, 2022 সালের শেষে এসে এটাই মনে হয়- এবার বোধহয় আকাশটা ভেঙে পড়া বাকি ! কী ঘটেনি ? একবিংশ শতাব্দীর ডিজিটাল দুনিয়ায় অ্যাসটেরিক্স-ওবেলিক্স-গেটাফিক্স বনাম রোম প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷

Volodymyr Zelensky Time Magazine Cover
টাইম ম্যাগাজিনের কভারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukrain War)

24 ফেব্রুয়ারি, 2022 ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করলেন ৷ তারপরেই কৃষ্ণসাগরের গাঁ ঘেঁষে থাকা ছোট্ট ইউক্রেনে আছড়ে পড়ল বোমা ৷ সেই শুরু যুদ্ধের ।

ফেরা যাক নব্বইয়ের দশকের প্রথম দিকে। 1991 সাল, 25 ডিসেম্বর ৷ ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশালিস্ট রিপাবলিক (Union of Soviet Socialist Republics) ভেঙে 15টি টুকরো হল । দেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তথা সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ (Mikhail Gorbachev) পদত্যাগ করলেন ৷ রাশিয়াবাসীকে জানালেন, নেই সোভিয়েত ইউনিয়ন, জন্ম নিয়েছে রাশিয়ান ফেডারেশন (Russian Federation) বা রাশিয়া ৷ সেদিন অর্ধনমিত রাখা হল ইউএসএসআর-এর পতাকা । উড়ল সাদা-নীল-লালে নবজাতক রাশিয়া ৷ সেদিন টুকরো দেশগুলির মধ্য়ে ছিল ইউক্রেন । সে সময় ভ্লাদিমির পুতিন কেজিবি গোয়েন্দা ছিলেন ৷ তাঁকে খাবার জোগাড় করতে ট্যাক্সি চালাতে হয়েছে । কিন্তু লেনিন-স্তালিনের বহু সংগ্রামের সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়াটা বোধহয় মেনে নিতে পারেননি তিনি । 24 ফেব্রুয়ারি তাঁর বৃক্তৃতায় সে কথা ছিল ।

আর যুদ্ধটা কিছুটা ইউরোপ, আমেরিকা বনাম রাশিয়া । ইউরোপিয় দেশগুলির রক্ষাকর্তা ন্যাটো গোষ্ঠী তার সৈন্যসামন্ত নিয়ে ক্রমশ পূর্ব দিকে এগিয়ে পোল্যান্ড পর্যন্ত চলে এসেছে । ইউক্রেনও চাইছে রাশিয়ার হাত থেকে রেহাই পেতে । পাশে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । আর এতেই চটেছেন প্রেসিডেন্ট পুতিন ৷ 24 তারিখ ক্রেমলিন থেকে তিনি বার্তা দিলেন, ইউক্রেনকে সামরিক শক্তি এবং নাজি মুক্ত করতে চান তিনি । যুদ্ধ চলছে । ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ইউক্রেন । হাল ছাড়েননি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নায়ক ভোলোদিমির জেলেনস্কি । তবে নাকি, পুতিন এবার ইউক্রেনের সঙ্গে সমঝোতা চান । আজ এই লেখা প্রকাশিত হওয়ার সময় 307তম দিন । এর মধ্যে 30 অগস্ট প্রয়াত হন সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনায়ক মিখাইল গর্বাচেভ (Mikhail Gorbachev Demise) ।

Sri Lanka Economic Crisis
অশান্ত শ্রীলঙ্কা
  • শ্রীলঙ্কা, অর্থনীতি আর রাজনীতি (Sri Lanka Economic Crisis)

দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ৷ সদ্য মে মাসে সিংহাসনে বসেছেন তিনি ৷ কোভিড ও তার পরবর্তী সময় থেকে দেশের অর্থনীতি ধুঁকছিল ৷ 2019 সালে ইস্টারের পরে শ্রীলঙ্কার চার্চ আর হোটেলে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান 290 জন । এতে পর্যটন-নির্ভর শ্রীলঙ্কার অর্থনীতি বেশ খানিকটা ধাক্কা খায় ৷ তারপর কোভিডকাল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ । দেশে বিদেশি মুদ্রার আনাগোনা বন্ধের মুখে । তার উপর চিন-বিশ্বব্যাঙ্কের কাছে বিপুল দেনা । এর সঙ্গে নাকি দুই রাজাপক্ষে ভাইয়ের দুর্নীতি । সব মিলিয়ে দেউলে হয়ে গিয়েছে শ্রীলঙ্কার সরকার ।

দিনের পর দিন জ্বালানি, রেশনের জন্য লম্বা লাইনে অপেক্ষা করছেন জনসাধারণ ৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া ৷ এতে ক্ষেপে উঠল বিরোধীরা । দ্বীপরাষ্ট্রটির রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট (অধুনা প্রাক্তন) গোতাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapaksa) বাড়ির সামনে বিক্ষুব্ধ জনতার আন্দোলন, প্রশাসনের গুলি চালানোর নির্দেশ- সব মিলিয়ে অশান্ত ভারত মহাসাগারের দ্বীপরাষ্ট্র ৷ পরিস্থিতির চাপে দাদা প্রেসিডেন্ট গোতাবায়া ভাই মাহিন্দাকে প্রধানমন্ত্রী পদ থেক সরিয়ে দিলেন । তারপরই প্রধানমন্ত্রী হন বিক্রমাসিংহে । পরে গোতাবায়া রাজাপক্ষেও ইস্তফা দেন, পালিয়ে যান দেশ ছেড়ে ৷ পরে অবশ্য ফিরে এসেছেন ৷

Shinzo Abe Assassination
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে
  • শিনজো আবে (Shinzo Abe Assassination)

8 জুলাই, শুক্রবার, দক্ষিণ জাপানের নারা শহর (Nara, South Japan) । আসন্ন সংসদীয় নির্বাচনী প্রচারে একটি স্টেশনের বাইরে বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে । হঠাৎ মাটিতে পড়ে গেলেন তিনি। রক্তে ভিজে গিয়েছে সাদা শার্ট ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, খুব হালকা একটা শব্দ কানে এসেছিল । তাঁকে পিছন দিক থেকে দু-দুবার গুলি করে প্রাক্তন নৌসেনা কর্মী তেতসুয়া ইয়ামাগামি (Tetsuya Yamagami, 41) । হাসপাতালে নিয়ে গেলে 5 ঘণ্টার লড়াইয়ের পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা । 67 বছর বয়সি শিনজো আবে তাঁর 'আবেইকোনমিক্স'-এর (Abe Economic Policy) জন্য বিখ্যাত । 2006-07 এবং 2012-20 সময়কাল জাপানের প্রধানমন্ত্রী ছিলেন আবে ৷ তেতসুয়ার মা তাঁর সব সঞ্চয় কোনও এক ধর্মসংগঠনের ধর্মগুরুকে দান করে দেউলে হয়ে গিয়েছিলেন । আর সেই ধর্মীয় সংগঠনের সঙ্গে নাকি যোগাযোগ ছিল শিনজো আবের । সেই ক্ষোভে হাতে বানানো বন্দুক দিয়ে আবেকে হত্যা করেন তেতসুয়া ।

Salman Rushdie
সলমন রুশদি
  • সলমন রুশদি ও শয়তান (Salman Rushdie and The Satanic Verses)

34 বছর পরে শোধ নিল ফতোয়া । 12 অগস্ট, নিউ ইয়র্কের শতৌক ইনস্টিটিউশনের (Chautauqua Institution) সাহিত্য আলোচনাসভা মঞ্চে বক্তৃতা দিতে উঠেছেন সলমন রুশদি । এক যুবক মঞ্চে তাঁর দিকে এগিয়ে এসে আচমকা কয়েক মুহূর্তের মধ্যে 10-15 বার তাঁর পেটে আর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকে ৷ গুরুতর জখম অবস্থায় সঙ্গে সঙ্গে হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয় লেখককে । আক্রমণকারী যুবকের নাম হাদি মাতার, বয়স 24 ৷

1988 সালের সেপ্টেম্বরে প্রকাশিত স্যাটানিক ভার্সেস-এর (The Satanic Verses) মাত্র দুটি পৃষ্ঠা নাকি পড়েছিলেন নিউ জার্সির বাসিন্দা মাতার । বিতর্কিত উপন্যাসটি প্রকাশের পরে তা প্রথম নিষিদ্ধ হয় ভারতে । ইরানের মুসলিম ধর্মগুরু আয়াতোল্লাহ খোমেইনি (Ayatollah Ruhollah Khomeini) সলমনকে হত্যার কথা ঘোষণা করেন । ভারতীয় বংশোদ্ভূত সলমন রুশদি দীর্ঘসময় আত্মগোপন করেছিলেন ৷ মিডনাইটস চিলড্রেনের (Midnight's Children) লেখকের মাথার দাম উঠেছিল 3 লক্ষ মিলিয়ন অর্থাৎ তিরিশ লক্ষ মার্কিন ডলার ৷ যাইহোক, আপাতত সুস্থ 75 বছর বয়সি লেখক ৷ তবে বুকারজয়ী রুশদির একটি চোখ নষ্ট হয়েছে, একটি হাত দিয়ে কোনও কাজ করতে পারবেন না । সামাজিক মাধ্যমে ফিরেছেন সলমন। আবারও অনুরাগীদের জন্য ছোট গল্প লিখতে শুরু করেছেন ।

আরও পড়ুন: রাজনীতি থেকে দুর্নীতি, বাইশে রাজ্যের সেরা বারো

  • প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II Demise)

8 সেপ্টেম্বর, 2022 । বালমোরাল প্রাসাদ, স্কটল্যান্ড ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) ৷ 1962 সালের 21 এপ্রিল লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহণ করেন এলিজাবেথ আলেক্সজান্ডার মেরি উইন্ডসর (Elizabeth Alexandra Mary Windsor) । 1952 সালে সিংহাসনে আরোহণ । সেই থেকে 2022- দীর্ঘ 70 বছর ব্রিটিশ মসনদে আসীন রানি । ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথই সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছেন । উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে (St. George Chapel in Windsor Castle) স্বামী ফিলিপের পাশে শায়িত রাখা হয়েছে রানিকে ৷ 2023 সালের 6 মে, ওয়েস্টমিনস্টার অ্যাবে-তে (Westminster Abbey) রাজা তৃতীয় চার্লসের অভিষেক হবে ।

British Prime Minister Rishi Sunak
রাজা তৃতীয় চার্লেসর সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
  • ব্রিটেনের অশ্বেতাঙ্গ-কনিষ্ঠ প্রধানমন্ত্রী (Rishi Sunak, British Prime Minister)

কোভিডকালে দেশে লকডাউন ৷ এদিকে প্রধানমন্ত্রী (অধুনা প্রাক্তন) বরিস জনসন তাঁর বাড়িতে জমিয়ে পার্টি করছেন । সেটাই কাল হল মন্ত্রিমশাইয়ের । এবছরের 5 সেপ্টেম্বর তাঁকে হঠিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস (Liz Truss) । কিন্তু মন্ত্রিত্বের শুরুতেই তাঁর অর্থনৈতিক নীতি নিয়ে বিতর্ক তৈরি হয় । মাত্র 45 দিন পর ইস্তফা দেন ট্রাস । এরপর ?

ব্রিটেনে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে ট্রাসের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছিলেন আরেকজন ৷ প্রথমবার লিজ তাঁকে হারিয়েছিলেন ৷ এবার 25 অক্টোবর কনজারভেটিভ পার্টির নেতা মাত্র 42 বছরের ঋষি সুনাক (Rishi Sunak) প্রধানমন্ত্রী হলেন । 25 অক্টোবর তিনি বাকিংহ্যাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন এবং রাজা তাঁকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন । তিনি দেশের প্রথম অশ্বেতাঙ্গ এবং কনিষ্ঠতম প্রধানমন্ত্রী । প্রসঙ্গত, ইনফোসিসের কর্ণধার এনআর নারায়ণ মূর্তির মেয়ে আক্ষাতাকে (Akshata Murty, daughter founder of Infosys, NR Narayana Murthy) বিয়ে করেছেন ঋষি । ভারতের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক ৷

China President Xi Jinping
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
  • শি জিংপিন (Xi Jinping)

ইতিহাস গড়েছেন তিনি আর তাতেই তাঁকে নিয়ে দুশ্চিন্তায় বিশ্ব ৷ চিনের শাসকদল কমিউনিস্ট পার্টির সাধারণ সভা (Communist Party of China, CPC) শেষ হল 22 অক্টোবর ৷ সভা শেষে 23 অক্টোবর পার্টির প্রধান হিসেবেই রইলেন শি জিংপিন । বয়স বাধা হয়নি, কারণ তিনি নিজেই প্রেসিডেন্টের বয়সের সীমা বাড়িয়েছেন ৷ 23 অক্টোবর তাই তৃতীয়বারের জন্য বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশের লাগাম তাঁর হাতে রইল ৷ আগামী 5 বছর চিন তাঁর । এর আগে নেতা মাও জে দং (First Communist-era leader Mao Zedong) একমাত্র এমন দীর্ঘ সময় চিনের শাসক পদে আসীন ছিলেন। । তিনি 1976 সালে প্রয়াত হন ৷

Elon Musk Twitter Deal
টুইটার কেনার পর ইলন মাস্ক
  • ইলন মাস্ক ও টুইটার-টুইটার খেলা (Elon Musk and Twitter Deal)

শেয়ার পিছু 54.20 ডলার দেবেন বিশ্বের এক নম্বর ধনকুবের । জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থা টুইটার কেনা নিয়ে প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালের সঙ্গে এই কথা হয়েছিল । তারপর থেকে নানা অছিলায় টুইটার কেনা থেকে সরে যাচ্ছিলেন টেসলার মালিক ইলন মাস্ক (Tesla) । আইনি ঝঞ্ঝাট, বচসা, বিতর্ক- এ সবকিছুর পেরিয়ে শেষে 25 অক্টোবর 42 বিলিয়ন অর্থাৎ 4 হাজার 200 কোটি মার্কিন ডলার দিয়ে সোশাল মিডিয়াটি কিনে নিলেন মাস্ক । সানফ্রান্সিসকোর সদর দফতর থেকে সঙ্গে সঙ্গে ছাঁটাই সিইও পরাগ আগরওয়াল, কোম্পানির প্রধান অর্থনৈতিক আধিকারিক, কোম্পানির আইনজীবী । চাকরি গেলেও ইলন মাস্ক পরাগকে 30.4 মিলিয়ন অর্থাৎ 3.04 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়েছেন ৷

টুইটারে শুরু একুশে আইন । বোর্ডের ডিরেক্টর রইলেন শুধু এবং শুধুই মাস্ক ৷ ঘোষণা হল- মাসে প্রায় 8 ডলার দিয়ে ব্লুক টিক (Blue Tick) কিনতে হবে ৷ এবার থেকে যে কেউ এই নীল রাইট চিহ্ন কিনতে পারবে । মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী মাস্কের কর্মকাণ্ডে অনেক সেলিব্রিটি টুইটার ত্যাগ করলেন ৷ দুনিয়ার 20 জনেরও বেশি আন্তর্জাতিক সাংবাদিকের অ্যাকাউন্ট সাসপেন্ড করেন ইলন ৷ রোজই কিছু না কিছু ঘটছে টুইটারের টুইটারে ৷

Anti Hijab Protest in Iran
ইরানে হিজাব বিরোধী আন্দোলন
  • ইরান-আফগানিস্তান (Anti Hijab Protest in Iran and Afghanistan Women Education Right)

মহিলারা হিজাব খুলে আগুনে পুড়িয়ে ফেলছেন । রাস্তায় প্রকাশ্যে লম্বা চুল কেটে ফেলছেন । দাবি একটাই, আর হিজাব পরবেন না তাঁরা । জ্বলছে ইরান (Iran Unrest) । 16 সেপ্টেম্বর বিমানবন্দরে ইরানের নীতি পুলিশেরা মাশা আমিনিকে (Mahsa Amini) আটকায় এবং থানায় নিয়ে যায় । তিনি নাকি ঠিকমতো হিজাব পরেননি । জেলহেফাজতেই মৃত্যু হয় মাত্র 22 বছরের তরুণীর ।

ইরানে যেন এমন একটা সময় আসারই ছিল ৷ আমিনির মৃত্যু ধিকধিক জ্বলতে থাকা আগুনে ঘি ঢালল ৷ দেশজুড়ে প্রতিবাদ, এমনকী বিদেশেও । ইরানে কমপক্ষে 300 জনের মৃত্যু হয়েছে । সকলের চোখের সামনে ইরান প্রশাসন দুই আন্দোলনকারীকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ হিজাব-বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় গ্রেফতার হয়েছেন অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে ৷ (Taraneh Alidoosti) । তাঁর অভিনীত 'দ্য সেলসম্যান' 2016 সালে অস্কার পেয়েছে । প্রতিবাদের এই ছবি দেখা গিয়েছে সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপেও। প্রথম ম্যাচে ইরানের জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাননি ইরানের ফুটবলাররা ।

এদিকে আফগানিস্তানে শিক্ষামন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, কোনও মেয়ে, মহিলা- কেউ বিশ্ববিদ্যালয়ের ধারেকাছে আসতে পারবে না (Afghanistan Women's Education Right) । বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরিয়ে মেয়েদের ভিতরে ঢোকা বারণ ৷ মেয়েরা রাস্তায় বের হল যেন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, হুঁশিয়ারি শরিয়াত মেনে চলা সরকারের । এছাড়া মেয়েরা কোনও স্বেচ্ছাসেবী সংগঠনেও (Nongovernmental Organization, NGO) কাজ করবে না, জানিয়েছে তালিবানি সরকার ৷

Charles Sobhraj
চার্লস শোভরাজ
  • শিকল মুক্ত চার্লস (Charles Sobhraj, French Serial Killer)

মুক্ত সিরিয়াল কিলার চার্লস । আশি-নব্বইয়ের দশকে 20টিরও বেশি খুন আর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ায় দক্ষ অপরাধী নেপালের সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেলেন ৷ হৃদপিণ্ডে একবার অস্ত্রোপচার এবং শারীরিক সমস্যার কারণে নেপালের সুপ্রিম কোর্ট চার্লস শোভরাজের মুক্তির কথা ঘোষণা করে । 2003 সালে নেপালের একটি ক্যাসিনো থেকে গ্রেফতার হন তিনি ৷ 2004 সালে তাঁকে 1975 সালে আমেরিকার এক তরুণীকে খুনের মামলায় যাবজ্জীবন সাজা দেওয়া হয় । এরপর 2018 সালে ওই তরুণীর সহযাত্রী কানাডার নাগরিককে খুনে আরেকবার যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত করা হয় । এর মধ্যে জেলে থাকাকালীন তিনি বিয়েও করেন তাঁর আইনজীবীর মেয়ে নিহিতা বিশ্বাসকে, যাঁর সঙ্গে তাঁর বয়সের ব্যবধান 44 বছর ।

এখন চার্লসের বয়স 75 ৷ 2022 সাল পর্যন্ত তিনি নেপালের আইন অনুযায়ী যাবজ্জীবন কারাবাসের 90 শতাংশ অর্থাৎ 18 বছর কাটিয়ে ফেলেছেন । তাই 21 ডিসেম্বর দেশের সুপ্রিম কোর্ট তাঁকে ফ্রান্সে তাঁর পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ তবে আগামী 10 বছর নেপালে পা রাখতে পারবেন না 'দ্য বিকিনি কিলার' (The Bikini Killer) । 'দ্য সারপেন্ট' (The Serpent) নামে পরিচিত শোভরাজ বিমানে উঠেই হুঁশিয়ারি দিয়েছেন, দেশে ফিরে নেপালের অনেকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করবেন তিনি । একাধিক ভাষায় দক্ষ, বহু নারী হৃদয়ে ঝড় তোলা, খুব সহজে মানুষকে বন্ধু বানানোয় পারদর্শী প্রবীণ শোভরাজ আপাতত নিজের দেশ ফ্রান্সে ৷

Covid in China
চিনে করোনা সংক্রমণ
  • চিনে ফিরল অতিমারি কোভিড (Covid in China)

2019 সালের শেষ দিকে প্রথম করোনাভাইরাস সংক্রমণের খোঁজ মেলে চিনের উহান (Wuhan) শহরে ৷ সেই শুরু । এরপর দুনিয়াজুড়ে কোভিডকাল, লকডাউন । কোভিড-19 মোকাবিলায় ভ্যাকসিন তৈরি করে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের ওষুধ নির্মাতা সংস্থাগুলি । 2021 সালের শেষ দিকে পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হয়ে এসেছিল ।

ফের ভয়াবহ কোভিড, তাও আবার চিনে ! সেদেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ । জিরো-কোভিড নীতি (Zero Covid Policy) নিয়েছিল চিনের শি জিনপিং সরকার (Xi Jinping) । ফের ঘরবন্দি মানুষ । এবার এই নীতির বিরুদ্ধে চিন সরকারের বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামে সাধারণ মানুষ । তাই জিরো-কোভিড নীতির রাশ কিছুটা আলগা করতে হয়েছে শি জিনপিংকে । ফল আরও মারাত্মক । করোনাভাইরাসের ওমিক্রনের নতুন ভ্যারিয়্যান্টের (Omicron subvariant BF.7) খোঁজ মিলেছে দেশে । আর বিশেষজ্ঞদের একাংশের মত, চিনে বিশাল জনসংখ্যার বেশির ভাগের রোগপ্রতিরোধক ক্ষমতা তেমন জোরালো নয় । তাই নিত্য নতুন ভ্যারিয়্যান্টের কবলে লক্ষ লক্ষ মানুষ । এদিকে চিন সরকার কোভিড বুলেটিন প্রকাশ করা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । আক্রান্ত ও মৃতের সংখ্যা থাকবে দেশে বা বলা ভালো গবেষণাগারে ।

Irmgard Furchner
আদালতে ইরমগাদ ফুরসনার
  • ইহুদি হত্যার দায়ে 97 বছরে কারাবাস (Stutthof Concentration Camp)

ইরমগাদ ফুরসনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টুটহফ কনসেনট্রেশন ক্যাম্পে (Stutthof Concentration Camp’s SS commander) স্টেনোগ্রাফার, টাইপিস্টের চাকরি করতেন । তখন তাঁর বয়স 18 কি 19 । ওই ক্যাম্পে 10 হাজারেরও বেশি মানুষকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে, বিষাক্ত ইনজেকশন দিয়ে, দিনের পর দিন খেতে না দিয়ে, কখনও বা কনকনে ঠান্ডায় খালি গায়ে খোলা আকাশের নীচে বসিয়ে রেখে হত্যা করা হয়েছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম 10 হাজার 505 জনের মৃত্যুর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন সেই সময় নাবালিকা ইরমগাদ (Irmgard Furchner) ।

21 ডিসেম্বর ইহুদি-হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ জার্মান আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে ৷ এখন তাঁর বয়স 97 ৷ তাঁর আইনজীবী জানান, সে সময় ইরমগাদ ওই ক্যাম্পে থাকলেও তিনি শুধু স্টেনোগ্রাফার আর টাইপের কাজ করতেন ৷ এ সবকিছু তিনি জানতেন না । কিন্তু ইতজেহো আদালত জানিয়েছে, তিনি এসএস কম্যানড্যান্টের অফিসে তাঁর কাজের মাধ্যমে জানতে পারতেন স্টুটহফের ক্যাম্পে কাদের কাদের নৃশংস ভাবে হত্যা করা হচ্ছে ৷ তাই তিনি এই কাজে মদত জুগিয়েছেন ৷ অতএব তাঁকে দু'বছরের কারাবাস দিয়েছে উত্তর জার্মানের এই আদালত ।

আরও পড়ুন: রাজনীতিতে কুর্সির লড়াই থেকে মোরবির দুর্ঘটনা, বাইশে দেশের সেরা বারো

Last Updated : Dec 28, 2022, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.