ETV Bharat / international

G-20 Summit: চিনের গণতন্ত্র চিনের মতো, বাইডেনকে বললেন জিংপিং - Joe Biden

সোমবার বালিতে শুরু হল জি-20 সম্মেলন (G-20 Summit) ৷ সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং (Chinese President Xi Jinping) ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

Xi Jingping says to Joe Biden that China has Chinese Style Democracy
G-20 Summit: চিনের গণতন্ত্র চিনের মতো, বাইডেনকে বললেন জিংপিং
author img

By

Published : Nov 15, 2022, 1:26 PM IST

Updated : Nov 15, 2022, 8:00 PM IST

ওয়াশিংটন, 15 নভেম্বর: চিনের গণতন্ত্র (Chinese Democracy) চিনের মতো ৷ সোমবার এমনই মন্তব্য করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং (Chinese President Xi Jinping) ৷ এদিন ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে জি-20 সম্মেলন (G-20 Summit) ৷ সেই সম্মলেনর মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) মুখোমুখি হন জিংপিং ৷ তখনই তিনি এই কথা বলেন ৷ চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে অন্তত তেমনটাই জানানো হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের দু’টি পরষ্পরবিরোধী শক্তি ৷ চিনের গণতন্ত্র নিয়ে হামেশাই সমালোচনা করতে দেখা যায় মার্কিন প্রশাসনকে ৷ মার্কিন প্রেসিডেন্টও বেশ কয়েকবার নাম করে চিনের একনায়কতন্ত্রের সমালোচনা করেছেন ৷ বলা যেতে পারে, মুখোমুখি দাঁড়িয়ে বাইডেনকে তারই জবাব দিয়েছেন জিংপিং ৷ বলেছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান স্টাইলে গণতন্ত্র রয়েছে ৷ আর চিনের গণতন্ত্র চাইনিস স্টাইলের ৷’’

চিনা সংবাদমাধ্যমের দাবি, জিংপিং বাইডেনকে জানিয়েছেন যে তথাকথিত গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদের ব্যাখ্যা বর্তমান পরিস্থিতির সঙ্গে মেলে না ৷ তাছাড়া তিনি জানান, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকার হল মানবতার জরুরি বিষয় ৷ কমিউনিউস্ট পার্টিও (Communist Party) সেই পথেও আছে ৷

আরও পড়ুন: ‘একত্রে ঘুরে দাঁড়ানো’র স্লোগান জি20 সম্মেলনে, অংশ নেবেন নরেন্দ্র মোদি

ওয়াশিংটন, 15 নভেম্বর: চিনের গণতন্ত্র (Chinese Democracy) চিনের মতো ৷ সোমবার এমনই মন্তব্য করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং (Chinese President Xi Jinping) ৷ এদিন ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে জি-20 সম্মেলন (G-20 Summit) ৷ সেই সম্মলেনর মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) মুখোমুখি হন জিংপিং ৷ তখনই তিনি এই কথা বলেন ৷ চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে অন্তত তেমনটাই জানানো হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের দু’টি পরষ্পরবিরোধী শক্তি ৷ চিনের গণতন্ত্র নিয়ে হামেশাই সমালোচনা করতে দেখা যায় মার্কিন প্রশাসনকে ৷ মার্কিন প্রেসিডেন্টও বেশ কয়েকবার নাম করে চিনের একনায়কতন্ত্রের সমালোচনা করেছেন ৷ বলা যেতে পারে, মুখোমুখি দাঁড়িয়ে বাইডেনকে তারই জবাব দিয়েছেন জিংপিং ৷ বলেছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান স্টাইলে গণতন্ত্র রয়েছে ৷ আর চিনের গণতন্ত্র চাইনিস স্টাইলের ৷’’

চিনা সংবাদমাধ্যমের দাবি, জিংপিং বাইডেনকে জানিয়েছেন যে তথাকথিত গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদের ব্যাখ্যা বর্তমান পরিস্থিতির সঙ্গে মেলে না ৷ তাছাড়া তিনি জানান, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকার হল মানবতার জরুরি বিষয় ৷ কমিউনিউস্ট পার্টিও (Communist Party) সেই পথেও আছে ৷

আরও পড়ুন: ‘একত্রে ঘুরে দাঁড়ানো’র স্লোগান জি20 সম্মেলনে, অংশ নেবেন নরেন্দ্র মোদি

Last Updated : Nov 15, 2022, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.