ওয়াশিংটন, 20 অক্টোবর: মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশগুলি ভারত মধ্যপ্রাচ্য অর্থনৈতিক করিডরের মতো উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সংযোগ স্থাপন করার চেষ্টা করছে ৷ আর এ ভাবেই সেই অঞ্চলে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চায় তারা ৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ইজরায়েলে তাঁর সদ্য সমাপ্ত সফর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বাইডেন কংগ্রেসের কাছে ক্ষতিগ্রস্ত ইজরায়েলের জন্য আর্থিক সাহায্য চান ৷ উল্লেখ্য, হামাস বেনজির হামলা চালায় ইজরায়েলের উপর ৷ তার পালটা জবাব দিয়ে যুদ্ধ চালাচ্ছে ইজরায়েল ৷
এ দিন ওভাল অফিসে জাতির উদ্দেশে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "এই অঞ্চল জুড়ে আমাদের অংশীদাররা মধ্যপ্রাচ্যের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলতে কাজ করছে । ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ রেল করিডরের মতো উদ্ভাবনী প্রকল্পগুলির মাধ্যমে মধ্যপ্রাচ্য প্রতিবেশীদের সঙ্গে আরও ভালোভাবে সংযুক্ত হবে, আমি এই বছর বিশ্বের বৃহত্তম অর্থনীতির শীর্ষ সম্মেলনে এটা ঘোষণা করেছি ৷"
তিনি আরও বলেন যে, "একে-অপরের সঙ্গে যুক্ত থাকলে আরও পূর্বাভাসযোগ্য বাজার, আরও কর্মসংস্থান, কম রাগারাগি, কম অভিযোগ, কম যুদ্ধ হবে । জনগণের জন্য দেওয়া সুবিধায় মধ্যপ্রাচ্যের জনগণ উপকৃত হবেন ।" আমেরিকান নেতৃত্ব বিশ্বকে একত্রিত করে বলে দাবি করেন জো বাইডেন ৷
ইজরায়েলে সারাদিনের সফর সেরে বুধবার রাতে ফিরেছেন বাইডেন । তিনি বলেন, ওই সফরের সময়, তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইজরায়েলিদের সঙ্গেও আলাপ-আলোচনা করেছেন ৷ তিনি বলেন যে, তিনি ইজরায়েলে এমন লোকদের দেখেছেন যাঁরা শক্তিশালী, দৃঢ়প্রতিজ্ঞ এবং স্থিতিস্থাপক ছিলেন, কিন্তু হামাসের হামলার পর তাঁরা ক্রুদ্ধ, হতবাক এবং গভীর যন্ত্রণায় ভুগছেন ।
আরও পড়ুন: গাজায় ত্রাণ সামগ্রী পাঠাতে রাফা সীমান্ত খুলে দেবে মিশর, আশ্বাস বাইডেনের
ইজরায়েলে 1,300 জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে, যার মধ্যে কমপক্ষে 32 জন আমেরিকান নাগরিক ছিলেন ৷ শিশু থেকে শুরু করে বৃদ্ধ - অসংখ্য নিরপরাধ, ইজরায়েলি এবং আমেরিকানদের পণবন্দি করা হয়েছে বলে প্রেসিডেন্ট জানিয়েছেন ৷ সংকটের এই মুহূর্তে ইজরায়েলের পাশে দাঁড়ানোর জন্য তাঁর এবং সমস্ত আমেরিকানদের সংকল্পের কথা আবারও জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েলকে তাঁর প্রতিরক্ষা শক্তিশালী করতে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান।
বাইডেনের কথায়, "আগামিকাল আমি কংগ্রেসে একটি জরুরি বাজেটের অনুরোধ পাঠাতে যাচ্ছি যাতে আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রয়োজনে ইজরায়েল এবং ইউক্রেন-সহ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের সমর্থন করার জন্য অর্থায়ন করা যায় । এটি একটি স্মার্ট বিনিয়োগ যা প্রজন্মের জন্য ও আমেরিকান নিরাপত্তার জন্য লাভবান করবে দেশকে ৷" বাইডেনের মতে, এই বিনিয়োগ তাঁদের আমেরিকান সৈন্যদের ক্ষতির পথ থেকে দূরে রাখতে সাহায্য করবে, শিশুদের এবং প্রবীণদের জন্য নিরাপদ এবং আরও শান্তিপূর্ণ, আরও সমৃদ্ধশালী বিশ্ব গড়তে সাহায্য করবে ৷