লাহৌর, 3 সেপ্টেম্বর: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে 20 বছর বয়সি এক তরুণীকে পাথর মেরে খুন করা হল পাকিস্তানে ৷ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার ৷ এলাকাটি লাহৌর থেকে প্রায় 500 কিমি দূরে অবস্থিত ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই তরুণীর স্বামী তরুণীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিল ৷ এরপর অভিযুক্ত মৃতার স্বামী তার দুই ভাইকে সঙ্গে নিয়ে প্রথমে ওই তরুণীকে দড়ি দিয়ে একটি গাছে ভালো করে বাঁধে ৷ তারপর নৃশংস অত্যাচার চালিয়ে পাথর দিয়ে মেরে খুন করা হয় তাঁকে ৷
ঘটনার পর থেকেই ওই তিন অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে ৷ মনে করা হচ্ছে পঞ্জাব ও বালোচিস্তানের সীমানাবর্তী কোনও এলাকায় লুকিয়ে রয়েছে অভিযুক্তরা ৷ পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে ৷ ওই তরুণী রাজনপুরের আলকানি জনগোষ্ঠীর বলে জানা গিয়েছে ৷ তথ্য বলছে, প্রতি বছর এভাবে সম্মানরক্ষার নামে বহু মহিলাকে খুন করা হয় পাকিস্তানে ৷ মানবাধিকার কর্মীদের দাবি, প্রতি বছর হাজারের কাছাকাছি মহিলাকে এভাবে সম্মানরক্ষার নামে মেরে ফেলা হয় ৷ এক্ষেত্রে মহিলাদের বিরুদ্ধে হয় পরকীয়ার অভিযোগ তোলা হয় অথবা পরিবারের অমতে পালিয়ে বিয়ে করার কারণ দেখানো হয় ৷ অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের খুনের ঘটনায় সেই মহিলার পরিবারের সদস্যরাই জড়িত থাকে ৷
আরও পড়ুন: 3 সন্তান সহ ব্যক্তির দেহ উদ্ধার, নিখোঁজ মৃতের স্ত্রী
কিছুদিন আগেই এক যুবতীকে চিকিৎসককে এভাবেই পরিবারের সম্মানরক্ষার নামে গুলি করে খুন করা হয় পঞ্জাব প্রদেশের মিঞাওয়ালি জেলায় ৷ পুলিশ জানিয়েছে, 25 বছরের ওই যুবতী তাঁর এক সহকর্মীকে বিয়ে করতে চেয়েছিলেন ৷ কিন্তু তাতে রাজি ছিল যুবতীর বাবা ৷ ঘটনার দিন ওই যুবতীর চেম্বারে যায় তাঁর বাবা ৷ দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি ৷ এরপরেই বন্দুক বার করে মেয়েকে লক্ষ্য করে গুলি ছোড়ে ওই ব্যক্তি ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই যুবতীকে বাঁচানো সম্ভব হয়নি ৷