ETV Bharat / international

Woman gets 45 year in Prison: সোশাল মিডিয়ার কার্যকলাপে দেশের ক্ষতি, মহিলাকে 45 বছরের কারাদণ্ড সৌদি আরবে - Saudi Arabia

সোশাল মিডিয়ার কার্যকলাপে দেশের ক্ষতি করার অভিযোগে এক মহিলাকে 45 বছরের কারাদণ্ড দিল সৌদি আরবের আদালত (Woman gets 45 year in Prison) ৷ যদিও, ঠিক কী করেছেন মহিলা, তা সৌদি (Saudi Arabia) প্রশাসনের কাছে জানতে চেয়েছিল কয়েকটি মানবাধিকার সংগঠন ৷ কিন্তু, তাদের কোনও জবাব দেওয়া হয়নি ৷

woman-sentence-45-years-imprisonment-for-social-media-use in Saudi Arabia
woman-sentence-45-years-imprisonment-for-social-media-use in Saudi Arabia
author img

By

Published : Aug 31, 2022, 7:09 PM IST

Updated : Aug 31, 2022, 7:41 PM IST

দুবাই, 31 অগস্ট: সোশাল মিডিয়ায় কার্যকলাপের মাধ্যমে দেশের ক্ষতি করার অভিযোগে এক মহিলাকে 45 বছরের কারাদণ্ড দিল সৌদি আরবের আদালত (Woman Sentence 45 years Imprisonment) ৷ বুধবার ওই আদালতের প্রকাশিত নথি থেকে এমনটাই জানা গিয়েছে ৷ সৌদি আরবে (Saudi Arabia) অগস্ট মাসে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল ৷ মহিলার নাম নুরাহ বিনতে সাইদ আল-কাহতানি ৷

নুরাহ বিনতে সাইদ আল-কাহতানি সম্পর্কে খুব কমই জানা যায়, যিনি সৌদি আরবের অন্যতম বৃহত্তম উপজাতি থেকে এসেছেন এবং কোনওরকম আন্দোলনের সঙ্গে তাঁর যোগাযোগ পাওয়া যায়নি ৷ তাঁর সোশাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত মামলার যে চার্জশিট তৈরি করা হয়েছিল, তা সংবাদ সংস্থা এপি এবং মানবাধিকার সংগঠনগুলি দেখার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল ৷ কিন্তু, এ নিয়ে সৌদি আরব প্রশাসন কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি ৷

আরও পড়ুন: আফগানিস্তানে খুলছে সিনেমা হল, রুপোলি পর্দায় নিষিদ্ধ অভিনেত্রীরা

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে লিডস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা সৌদি আরবের নাগরিক সালমা আল-সাহেবাকে 34 বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত ৷ কারণ, তিনি আন্তর্জাতিক কোনও ইস্যুতে সোশাল মিডিয়ায় সমালোচনা করেছিলেন ৷ আর এ বার সৌদি আরবের একটি বিশেষ ফৌজদারি আদালত সেদেশের সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ আইনে নুরাহ বিনতে সাইদ আল-কাহতানিকে 45 বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে ৷

দুবাই, 31 অগস্ট: সোশাল মিডিয়ায় কার্যকলাপের মাধ্যমে দেশের ক্ষতি করার অভিযোগে এক মহিলাকে 45 বছরের কারাদণ্ড দিল সৌদি আরবের আদালত (Woman Sentence 45 years Imprisonment) ৷ বুধবার ওই আদালতের প্রকাশিত নথি থেকে এমনটাই জানা গিয়েছে ৷ সৌদি আরবে (Saudi Arabia) অগস্ট মাসে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল ৷ মহিলার নাম নুরাহ বিনতে সাইদ আল-কাহতানি ৷

নুরাহ বিনতে সাইদ আল-কাহতানি সম্পর্কে খুব কমই জানা যায়, যিনি সৌদি আরবের অন্যতম বৃহত্তম উপজাতি থেকে এসেছেন এবং কোনওরকম আন্দোলনের সঙ্গে তাঁর যোগাযোগ পাওয়া যায়নি ৷ তাঁর সোশাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত মামলার যে চার্জশিট তৈরি করা হয়েছিল, তা সংবাদ সংস্থা এপি এবং মানবাধিকার সংগঠনগুলি দেখার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল ৷ কিন্তু, এ নিয়ে সৌদি আরব প্রশাসন কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি ৷

আরও পড়ুন: আফগানিস্তানে খুলছে সিনেমা হল, রুপোলি পর্দায় নিষিদ্ধ অভিনেত্রীরা

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে লিডস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা সৌদি আরবের নাগরিক সালমা আল-সাহেবাকে 34 বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত ৷ কারণ, তিনি আন্তর্জাতিক কোনও ইস্যুতে সোশাল মিডিয়ায় সমালোচনা করেছিলেন ৷ আর এ বার সৌদি আরবের একটি বিশেষ ফৌজদারি আদালত সেদেশের সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ আইনে নুরাহ বিনতে সাইদ আল-কাহতানিকে 45 বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে ৷

Last Updated : Aug 31, 2022, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.