ETV Bharat / international

PM Narendra Modi: 2024 সালে ভারতে কোয়াড গোষ্ঠীর বৈঠক হোক, প্রস্তাব দিলেন মোদি - নরেন্দ্র মোদি

জাপানের হিরোশিমা শহরে বসেছে জি-7 গোষ্ঠীর বৈঠক ৷ এই বৈঠকের ফাঁকে শনিবার এক বৈঠকে মিলিত হন কোয়াড গোষ্ঠীর রাষ্ট্রনেতারা ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ৷

Etv Bharat
নরেন্দ্র মোদি
author img

By

Published : May 20, 2023, 8:15 PM IST

নরেন্দ্র মোদি

হিরোশিমা, 20 মে: কোয়াড গোষ্ঠীর পরবর্তী শীর্ষ সম্মেলন ভারতে আয়োজনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জাপানের হিরোশিমা শহরে জি-7 গোষ্ঠীর বৈঠক শুরু হয়েছে শনিবার থেকে ৷ এই সম্মেলনে যোগ দিতে বর্তমানে হিরোশিমাতে রয়েছেন প্রধানমন্ত্রী ৷ জি-7 শীর্ষ বৈঠকের ফাঁকেই এদিন নিজেদের মধ্যে আলোচনায় বসেন ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াড গোষ্ঠীর রাষ্ট্রনেতারা ৷ সেই বৈঠকেই 2024 সালে কোয়াড শীর্ষ বৈঠক ভারতে আয়োজনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এদিনের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ৷

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন,"2024 সালে আমরা কোয়াড বৈঠক আয়োজনের দায়িত্ব পেলে খুশি হব ৷" ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে কাজ করে থাকে কোয়াড গোষ্ঠী ৷ 2007 সাল থেকে আনুষ্ঠানিকভাবে কোয়াড গোষ্ঠীর পথ চলা শুরু হয় ৷ প্রধানমন্ত্রী মোদি এদিন জানান, বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে কোয়াড ৷ উল্লেখ্য, এর আগে সিডনিতে গত সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা থাকলেও, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাঁর সফর বাতিল করায় পিছিয়ে যায় এই বৈঠক ৷

এদিন কোয়াড শীর্ষ নেতাদের বৈঠকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি, সাবমেরিন কেবল, পরিকাঠামো উন্নয়ন, সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জানান, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটি ইঞ্জিন হিসেবে কাজ করে ৷ শুধু এলাকা নয়, বিশ্ব সমৃদ্ধির জন্যও এই অঞ্চল গুরুত্বপূর্ণ ৷ যৌথ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই প্রচেষ্টা এগিয়ে নিয়ে যেতে হবে ৷ উল্লেখ্য, চলতি বছরে ভারতে আয়োজিত হতে চলেছে জি-20 শীর্ষ বৈঠক ৷ এই গোষ্ঠীর বিভিন্ন পার্শ্ব বৈঠক ইতিমধ্যেই ভারতে আয়োজিত হচ্ছে ৷ এবার আগামী বছর কোয়াড গোষ্ঠীর বৈঠকও ভারতে আয়োজনের প্রস্তাব দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: রাশিয়ার হাত ছাড়ছে ভারত ? জেলেনস্কির সঙ্গে মোদির বৈঠকে জল্পনা তুঙ্গে

নরেন্দ্র মোদি

হিরোশিমা, 20 মে: কোয়াড গোষ্ঠীর পরবর্তী শীর্ষ সম্মেলন ভারতে আয়োজনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জাপানের হিরোশিমা শহরে জি-7 গোষ্ঠীর বৈঠক শুরু হয়েছে শনিবার থেকে ৷ এই সম্মেলনে যোগ দিতে বর্তমানে হিরোশিমাতে রয়েছেন প্রধানমন্ত্রী ৷ জি-7 শীর্ষ বৈঠকের ফাঁকেই এদিন নিজেদের মধ্যে আলোচনায় বসেন ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াড গোষ্ঠীর রাষ্ট্রনেতারা ৷ সেই বৈঠকেই 2024 সালে কোয়াড শীর্ষ বৈঠক ভারতে আয়োজনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এদিনের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ৷

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন,"2024 সালে আমরা কোয়াড বৈঠক আয়োজনের দায়িত্ব পেলে খুশি হব ৷" ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে কাজ করে থাকে কোয়াড গোষ্ঠী ৷ 2007 সাল থেকে আনুষ্ঠানিকভাবে কোয়াড গোষ্ঠীর পথ চলা শুরু হয় ৷ প্রধানমন্ত্রী মোদি এদিন জানান, বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে কোয়াড ৷ উল্লেখ্য, এর আগে সিডনিতে গত সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা থাকলেও, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাঁর সফর বাতিল করায় পিছিয়ে যায় এই বৈঠক ৷

এদিন কোয়াড শীর্ষ নেতাদের বৈঠকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি, সাবমেরিন কেবল, পরিকাঠামো উন্নয়ন, সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জানান, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটি ইঞ্জিন হিসেবে কাজ করে ৷ শুধু এলাকা নয়, বিশ্ব সমৃদ্ধির জন্যও এই অঞ্চল গুরুত্বপূর্ণ ৷ যৌথ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই প্রচেষ্টা এগিয়ে নিয়ে যেতে হবে ৷ উল্লেখ্য, চলতি বছরে ভারতে আয়োজিত হতে চলেছে জি-20 শীর্ষ বৈঠক ৷ এই গোষ্ঠীর বিভিন্ন পার্শ্ব বৈঠক ইতিমধ্যেই ভারতে আয়োজিত হচ্ছে ৷ এবার আগামী বছর কোয়াড গোষ্ঠীর বৈঠকও ভারতে আয়োজনের প্রস্তাব দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: রাশিয়ার হাত ছাড়ছে ভারত ? জেলেনস্কির সঙ্গে মোদির বৈঠকে জল্পনা তুঙ্গে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.