ETV Bharat / international

Monkeypox : বাড়ছে সংক্রমণ, কোভিডের মতোই অতিমারির রূপ ধারণ করবে মাঙ্কিপক্স ? - What is Monkeypox

মে মাসের প্রথম দিকে প্রথমে লন্ডনে ধরা পড়েছিল ৷ তারপর ক্রমশ ছড়িয়ে পড়েছে ৷ এখন ডজন খানেক ইউরোপিয় দেশে মাঙ্কিপক্স সংক্রমণের সন্ধান মিলেছে ৷ দিনে দিনে তা বেড়ে চলেছে ৷ কী বললেন হু-র উচ্চাধিকারিক সিলভি ব্রায়ান্ড (WHO Warns of Monkeypox) ?

Monkeypox infection
মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী
author img

By

Published : May 28, 2022, 12:50 PM IST

জেনেভা, 28 মে : বিশ্বে মাঙ্কিপক্সে সংক্রামিতের সংখ্যা বেড়ে প্রায় 200, সতর্ক করল হু ৷ হয়তো অতিমারির এটাই শুরু ৷ শুক্রবার মাঙ্কিপক্স নিয়ে দেশগুলিকে সচেতন থাকার বার্তা দিলেন হু-র আধিকারিক সিলভি ব্রায়ান্ড (WHO Senior Official Sylvie Briand warns about Monkeypox as it counts nearly 200) ৷ তিনি বলেন, "আমরা কিন্তু জানি না, আমরা যা দেখছি সেটা শুধু হিমশৈলের চূড়া কি না ! আরও অনেক সংক্রমণ অচিহ্নিত রয়ে যেতে পারে ৷"

7 মে ব্রিটেনে প্রথম এই সংক্রমণের খবর মেলে ৷ 20 টিরও বেশি দেশ থেকে ইতিমধ্যে প্রায় 200 জনের আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছে ৷ যার মধ্যে রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, আরব আমিরশাহী, প্রায় ডজনখানেক ইউরোপীয় দেশ ৷ যেখানে এখনও এই সংক্রমণ এনডেমিক বা আঞ্চলিক স্তরে আছে ৷ ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অবশ্য সংক্রমণের সংখ্যা 219 বলে জানিয়েছে ৷ মধ্য আফ্রিকার দেশগুলিতে এবং পশ্চিমে এনডেমিক অবস্থায় থাকা মাঙ্কিপক্সের সংক্রমণ হঠাৎ বেড়ে গিয়েছে ৷

শুক্রবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে 98টি সংক্রমণ নিশ্চিত, ব্রিটেনে 90, পর্তুগালে 74 ৷ পর্তুগালে বেশির ভাগ সংক্রামিতরাই পুরুষ এবং তাদের বয়স 40-এর নিচে ৷ লাতিন আমেরিকার আর্জেন্টিনায় 2 জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : Saudi Arabia bans travel : ভারত-সহ 16টি দেশে ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি আরব

হু-র দেওয়া তথ্য অনুযায়ী, মাঙ্কিপক্সে আক্রান্ত হলে তা শরীরে 2-4 সপ্তাহ মতো থাকে ৷ বাচ্চা, গর্ভবতী মহিলা, কম রোগ প্রতিরোধক ক্ষমতাসম্পন্ন মানুষদের ক্ষেত্রে তা বিপজ্জনক হতে পারে ৷ 6-13 দিন পর্যন্ত এর ভাইরাস শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে ৷ কখনও কখনও এই সময়টা 5 থেকে 21 দিন পর্যন্তও হয় ৷ প্রথমে হালকা জ্বর, মাথা ব্যথা, পেশি, পিঠে ব্যথা, ক্লান্তি ভাব এবং শরীরে বিভিন্ন অংশ ফুলে ওঠে, ত্বকে ব়্যাশ বেরতে থাকে ৷ মাঙ্কিপক্সের সঙ্গে স্মল পক্সের একটা যোগাযোগ রয়েছে ৷ যদিও স্মল পক্স দুনিয়া থেকে 1980 সালে বিদায় নিয়েছে ৷ মাঙ্কিপক্স তুলনায় কম খতরনাক ৷ এতে মৃত্যুর হার 3-6 শতাংশ ৷ বেশির ভাগ আক্রান্তই 3-4 সপ্তাহের মধ্যে সেরে ওঠেন ৷

জেনেভায় হু-র স্বাস্থ্য বৈঠকে সিলভি বলেন, "আমরা জানি যে আগামী দিনে আরও বেশি সংখ্যক সংক্রমণ ঘটবে ৷ এটা কোভিডের মতো খুব দ্রুত ছড়িয়ে যায় না ৷ তাই এ নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই ৷" তাও তিনি দেশগুলিকে আরও বেশি তৎপর হওয়ার আর্জি জানান ৷ এটা সবে শুরু ৷ তাই ভাইরাসের ছড়ানো বন্ধ করাটা খুব একটা সমস্যাজনক হবে না ৷ পাশাপাশি তিনি এও উল্লেখ করেন, "আমরা জানি না, এই ভাইরাসের পরিণতি কতদূর পর্যন্ত হতে পারে ৷ আমাদের কাছে এও অজানা যে, সংক্রমণ ছড়িয়ে পড়া কবে বন্ধ হবে ৷" তাই সময় থাকতে থাকতে সচেতন হওয়া প্রয়োজন ৷

জেনেভা, 28 মে : বিশ্বে মাঙ্কিপক্সে সংক্রামিতের সংখ্যা বেড়ে প্রায় 200, সতর্ক করল হু ৷ হয়তো অতিমারির এটাই শুরু ৷ শুক্রবার মাঙ্কিপক্স নিয়ে দেশগুলিকে সচেতন থাকার বার্তা দিলেন হু-র আধিকারিক সিলভি ব্রায়ান্ড (WHO Senior Official Sylvie Briand warns about Monkeypox as it counts nearly 200) ৷ তিনি বলেন, "আমরা কিন্তু জানি না, আমরা যা দেখছি সেটা শুধু হিমশৈলের চূড়া কি না ! আরও অনেক সংক্রমণ অচিহ্নিত রয়ে যেতে পারে ৷"

7 মে ব্রিটেনে প্রথম এই সংক্রমণের খবর মেলে ৷ 20 টিরও বেশি দেশ থেকে ইতিমধ্যে প্রায় 200 জনের আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছে ৷ যার মধ্যে রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, আরব আমিরশাহী, প্রায় ডজনখানেক ইউরোপীয় দেশ ৷ যেখানে এখনও এই সংক্রমণ এনডেমিক বা আঞ্চলিক স্তরে আছে ৷ ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অবশ্য সংক্রমণের সংখ্যা 219 বলে জানিয়েছে ৷ মধ্য আফ্রিকার দেশগুলিতে এবং পশ্চিমে এনডেমিক অবস্থায় থাকা মাঙ্কিপক্সের সংক্রমণ হঠাৎ বেড়ে গিয়েছে ৷

শুক্রবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে 98টি সংক্রমণ নিশ্চিত, ব্রিটেনে 90, পর্তুগালে 74 ৷ পর্তুগালে বেশির ভাগ সংক্রামিতরাই পুরুষ এবং তাদের বয়স 40-এর নিচে ৷ লাতিন আমেরিকার আর্জেন্টিনায় 2 জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : Saudi Arabia bans travel : ভারত-সহ 16টি দেশে ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি আরব

হু-র দেওয়া তথ্য অনুযায়ী, মাঙ্কিপক্সে আক্রান্ত হলে তা শরীরে 2-4 সপ্তাহ মতো থাকে ৷ বাচ্চা, গর্ভবতী মহিলা, কম রোগ প্রতিরোধক ক্ষমতাসম্পন্ন মানুষদের ক্ষেত্রে তা বিপজ্জনক হতে পারে ৷ 6-13 দিন পর্যন্ত এর ভাইরাস শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে ৷ কখনও কখনও এই সময়টা 5 থেকে 21 দিন পর্যন্তও হয় ৷ প্রথমে হালকা জ্বর, মাথা ব্যথা, পেশি, পিঠে ব্যথা, ক্লান্তি ভাব এবং শরীরে বিভিন্ন অংশ ফুলে ওঠে, ত্বকে ব়্যাশ বেরতে থাকে ৷ মাঙ্কিপক্সের সঙ্গে স্মল পক্সের একটা যোগাযোগ রয়েছে ৷ যদিও স্মল পক্স দুনিয়া থেকে 1980 সালে বিদায় নিয়েছে ৷ মাঙ্কিপক্স তুলনায় কম খতরনাক ৷ এতে মৃত্যুর হার 3-6 শতাংশ ৷ বেশির ভাগ আক্রান্তই 3-4 সপ্তাহের মধ্যে সেরে ওঠেন ৷

জেনেভায় হু-র স্বাস্থ্য বৈঠকে সিলভি বলেন, "আমরা জানি যে আগামী দিনে আরও বেশি সংখ্যক সংক্রমণ ঘটবে ৷ এটা কোভিডের মতো খুব দ্রুত ছড়িয়ে যায় না ৷ তাই এ নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই ৷" তাও তিনি দেশগুলিকে আরও বেশি তৎপর হওয়ার আর্জি জানান ৷ এটা সবে শুরু ৷ তাই ভাইরাসের ছড়ানো বন্ধ করাটা খুব একটা সমস্যাজনক হবে না ৷ পাশাপাশি তিনি এও উল্লেখ করেন, "আমরা জানি না, এই ভাইরাসের পরিণতি কতদূর পর্যন্ত হতে পারে ৷ আমাদের কাছে এও অজানা যে, সংক্রমণ ছড়িয়ে পড়া কবে বন্ধ হবে ৷" তাই সময় থাকতে থাকতে সচেতন হওয়া প্রয়োজন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.