ETV Bharat / international

Sudan Conflict: সুদানে এখনও পর্যন্ত 413 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

সুদানে গত কয়েকদিন ধরে সেনা ও আধাসেনার মধ্যে লড়াই চলছে ৷ এই লড়াইয়ে এখনও পর্যন্ত 413 জন নিহত হয়েছেন বলে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে ৷

Sudan Conflict
Sudan Conflict
author img

By

Published : Apr 24, 2023, 4:17 PM IST

জেনেভা (সুইৎজারল্যান্ড), 24 এপ্রিল: সেনা ও আধাসেনার মধ্যে লড়াইয়ের জেরে সুদানে এখনও পর্যন্ত 413 জনের প্রাণ গিয়েছে ৷ শনিবার এই তথ্য দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷ এই সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস রাষ্ট্রসংঘে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য দেন ৷ একই সঙ্গে তিনি জানান যে এখনও পর্যন্ত 3551 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে সুদান থেকে ৷

অন্যদিকে রাষ্ট্রসংঘের যে সংগঠন শিশুদের নিয়ে কাজ করে, সেই ইউনিসেফ জানিয়েছে যে এই লড়াইয়ে সবচেয়ে বেশি মূল্য চোকাতে হচ্ছে সুদানের শিশুদের ৷ ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার তুরস্কের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানান, এই সংঘর্ষের জেরে সুদানে এখনও পর্যন্ত ন’জন শিশুর নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ 50 জন মারাত্মকভাবে জখম হয়েছে ৷ এছাড়া খাবার, জল ও ওষুধের অভাব দেখা দিয়েছে ৷

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সুদান ৷ ওই দেশের সেনাবাহিনীর সঙ্গে আধাসেনা ব়্যাপিড সাপোর্ট ফোর্সেস এর লড়াই শুরু হয়েছে ৷ তার জেরেই উত্তর আফ্রিকার ওই দেশে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেই আক্রমণ প্রতি আক্রমণে এখনও পর্যন্ত 11টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার খবর মিলেছে বলে মার্গারেট জানিয়েছেন ৷

তাঁর দাবি, সুদানের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে গত 20 এপ্রিল থেকে স্বাস্থ্য পরিষেবা দেওয়াই দুষ্কর হয়ে পড়েছে ৷ এমন পরিস্থিতি চলতে থাকলে অচিরেই সেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া আর সম্ভব হবে না ৷ সুদানের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার ৷

প্রসঙ্গত, 2021 সালের অক্টোবর থেকে সুদানে কোনও নির্বাচিত সরকার নেই ৷ তাছাড়াই চলছে প্রশাসন৷ সেখানকার সেনাই ওই দেশের প্রধানমন্ত্রী আবদাল্লা হ্যামডককে অপাসিরত করে জরুরি অবস্থা ঘোষণা করা দেয় ৷ উত্তর আফ্রিকার ওই দেশের রাজনৈতিক নেতারা অবশ্য ওই ঘটনাকে সেনার দ্বারা জোর করে ক্ষমতা দখলের তকমা দিয়েছিল ৷ এই নিয়ে গত দেড় বছর ধরে টানাপোড়েন চলছে ৷ তার মধ্যেই সেখানে সেনা ও আধাসেনার মধ্যে লড়াই লেগে গিয়েছে ৷

আরও পড়ুন: শান্তি ফিরুক, সুদান নিয়ে বৈঠকে জয়শঙ্কর-গুতেরেস

জেনেভা (সুইৎজারল্যান্ড), 24 এপ্রিল: সেনা ও আধাসেনার মধ্যে লড়াইয়ের জেরে সুদানে এখনও পর্যন্ত 413 জনের প্রাণ গিয়েছে ৷ শনিবার এই তথ্য দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷ এই সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস রাষ্ট্রসংঘে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য দেন ৷ একই সঙ্গে তিনি জানান যে এখনও পর্যন্ত 3551 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে সুদান থেকে ৷

অন্যদিকে রাষ্ট্রসংঘের যে সংগঠন শিশুদের নিয়ে কাজ করে, সেই ইউনিসেফ জানিয়েছে যে এই লড়াইয়ে সবচেয়ে বেশি মূল্য চোকাতে হচ্ছে সুদানের শিশুদের ৷ ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার তুরস্কের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানান, এই সংঘর্ষের জেরে সুদানে এখনও পর্যন্ত ন’জন শিশুর নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ 50 জন মারাত্মকভাবে জখম হয়েছে ৷ এছাড়া খাবার, জল ও ওষুধের অভাব দেখা দিয়েছে ৷

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সুদান ৷ ওই দেশের সেনাবাহিনীর সঙ্গে আধাসেনা ব়্যাপিড সাপোর্ট ফোর্সেস এর লড়াই শুরু হয়েছে ৷ তার জেরেই উত্তর আফ্রিকার ওই দেশে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেই আক্রমণ প্রতি আক্রমণে এখনও পর্যন্ত 11টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার খবর মিলেছে বলে মার্গারেট জানিয়েছেন ৷

তাঁর দাবি, সুদানের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে গত 20 এপ্রিল থেকে স্বাস্থ্য পরিষেবা দেওয়াই দুষ্কর হয়ে পড়েছে ৷ এমন পরিস্থিতি চলতে থাকলে অচিরেই সেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া আর সম্ভব হবে না ৷ সুদানের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার ৷

প্রসঙ্গত, 2021 সালের অক্টোবর থেকে সুদানে কোনও নির্বাচিত সরকার নেই ৷ তাছাড়াই চলছে প্রশাসন৷ সেখানকার সেনাই ওই দেশের প্রধানমন্ত্রী আবদাল্লা হ্যামডককে অপাসিরত করে জরুরি অবস্থা ঘোষণা করা দেয় ৷ উত্তর আফ্রিকার ওই দেশের রাজনৈতিক নেতারা অবশ্য ওই ঘটনাকে সেনার দ্বারা জোর করে ক্ষমতা দখলের তকমা দিয়েছিল ৷ এই নিয়ে গত দেড় বছর ধরে টানাপোড়েন চলছে ৷ তার মধ্যেই সেখানে সেনা ও আধাসেনার মধ্যে লড়াই লেগে গিয়েছে ৷

আরও পড়ুন: শান্তি ফিরুক, সুদান নিয়ে বৈঠকে জয়শঙ্কর-গুতেরেস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.