ETV Bharat / international

Monkeypox Global Emergency : মাঙ্কিপক্স বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা, ঘোষণা হু-এর - বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে ৷ ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্য দেশগুলি মিলিয়ে 16 হাজারেরও বেশি রোগীর সন্ধান মিলেছে (Monkeypox Global Emergency) ৷

Monkeypox WHO News
মাঙ্কিপক্স
author img

By

Published : Jul 24, 2022, 7:30 AM IST

নিউ ইয়র্ক, 23 জুলাই: মাঙ্কিপক্সকে 'বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা' বলে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) ৷ এখনও পর্যন্ত 75টি দেশে 16 হাজারেরও বেশি সংখ্যক সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ৷ পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ 'হু'-র ডিরেক্টর টেডরস অ্যাডহানম হেব্রিসাস জানিয়েছেন, নতুন নতুন উপায়ে খুব দ্রুত এই সংক্রমণ দুনিয়ায় ছড়িয়ে পড়ছে ৷ তিনি বলেন, "আমরা এ সম্পর্কে বিশেষ কিছু জানি না ৷ তবে বিশ্বে মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাব সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ফেলেছে ৷" আন্তর্জাতিক স্বাস্থ্য বিধান অনুযায়ী একে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেন তিনি ৷

মধ্য এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন জায়গায় কয়েক দশক ধরে মাঙ্কিপক্সের অস্তিত্ব রয়েছে ৷ তবে চলতি বছর মে মাসের আগে পর্যন্ত বিশাল আকারে তা দেশের বাইরে ছড়িয়ে পড়েনি ৷ বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যত্র মাঙ্কিপক্স মহামারি আকার ধারণ করেছে ৷ এর আগে সাম্প্রতিক অতীতে 2014 ইবোলা এবং 2016 জিকা ভাইরাসের ক্ষেত্রে একইভাবে উদ্বেগ প্রকাশ করেছিল 'হু' ।

মাঙ্কিপক্স গুটিবসন্তের মতই একই ভাইরাস পরিবারের অন্তর্গত ৷ এক্ষেত্রে বেশিরভাগ রোগীই জ্বর, গা হাত পায়ে ব্যথাভাব এবং ক্লান্তি অনুভব করেন ৷ রোগের প্রভাব গুরুতর হলে রোগীর মুখে, হাতে ফুসকুড়ি এবং পরবর্তীক্ষেত্রে ক্ষত সৃষ্টি হতে পারে ৷ প্রায় পাঁচদিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত কষ্ট পেতে হয় রোগীদের । বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য় হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না ৷ দুই থেকে চার সপ্তাহের মধ্যেই রোগী সেরে ওঠেন ৷ দশজনের মধ্যে একজনের জন্যই মারাত্মক হতে পারে মাঙ্কিপক্স ৷

আরও পড়ুন: অযথা ভয় নয়! জেনে নিন মাঙ্কিপক্স নিয়ে যা যা জানা দরকার

  • এমন ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ কমিয়ে দেওয়া যাঁদের মাঙ্কিপক্স রোগী হিসেবে সন্দেহ করছেন চিকিৎসকরা কিংবা যাঁদের মধ্যে এই রোগ ধরা পড়েছে ৷
  • শুধু ব্যক্তি নয় প্রাণীদের থেকেও এই রোগ ছড়ায় তাই এই বিষয়ে সংক্রমিত প্রাণীদের থেকেও সাবধানে থাকতে হবে ৷
  • দূষিত পরিবেশ এবং চারপাশ পরিষ্কার রাখা এবং জীবাণুমুক্ত করা ।
  • কোনও লক্ষণ দেখা দিলে বা ফুসকুড়ি দেখা গিলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেওয়া।

নিউ ইয়র্ক, 23 জুলাই: মাঙ্কিপক্সকে 'বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা' বলে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) ৷ এখনও পর্যন্ত 75টি দেশে 16 হাজারেরও বেশি সংখ্যক সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ৷ পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ 'হু'-র ডিরেক্টর টেডরস অ্যাডহানম হেব্রিসাস জানিয়েছেন, নতুন নতুন উপায়ে খুব দ্রুত এই সংক্রমণ দুনিয়ায় ছড়িয়ে পড়ছে ৷ তিনি বলেন, "আমরা এ সম্পর্কে বিশেষ কিছু জানি না ৷ তবে বিশ্বে মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাব সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ফেলেছে ৷" আন্তর্জাতিক স্বাস্থ্য বিধান অনুযায়ী একে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেন তিনি ৷

মধ্য এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন জায়গায় কয়েক দশক ধরে মাঙ্কিপক্সের অস্তিত্ব রয়েছে ৷ তবে চলতি বছর মে মাসের আগে পর্যন্ত বিশাল আকারে তা দেশের বাইরে ছড়িয়ে পড়েনি ৷ বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যত্র মাঙ্কিপক্স মহামারি আকার ধারণ করেছে ৷ এর আগে সাম্প্রতিক অতীতে 2014 ইবোলা এবং 2016 জিকা ভাইরাসের ক্ষেত্রে একইভাবে উদ্বেগ প্রকাশ করেছিল 'হু' ।

মাঙ্কিপক্স গুটিবসন্তের মতই একই ভাইরাস পরিবারের অন্তর্গত ৷ এক্ষেত্রে বেশিরভাগ রোগীই জ্বর, গা হাত পায়ে ব্যথাভাব এবং ক্লান্তি অনুভব করেন ৷ রোগের প্রভাব গুরুতর হলে রোগীর মুখে, হাতে ফুসকুড়ি এবং পরবর্তীক্ষেত্রে ক্ষত সৃষ্টি হতে পারে ৷ প্রায় পাঁচদিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত কষ্ট পেতে হয় রোগীদের । বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য় হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না ৷ দুই থেকে চার সপ্তাহের মধ্যেই রোগী সেরে ওঠেন ৷ দশজনের মধ্যে একজনের জন্যই মারাত্মক হতে পারে মাঙ্কিপক্স ৷

আরও পড়ুন: অযথা ভয় নয়! জেনে নিন মাঙ্কিপক্স নিয়ে যা যা জানা দরকার

  • এমন ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ কমিয়ে দেওয়া যাঁদের মাঙ্কিপক্স রোগী হিসেবে সন্দেহ করছেন চিকিৎসকরা কিংবা যাঁদের মধ্যে এই রোগ ধরা পড়েছে ৷
  • শুধু ব্যক্তি নয় প্রাণীদের থেকেও এই রোগ ছড়ায় তাই এই বিষয়ে সংক্রমিত প্রাণীদের থেকেও সাবধানে থাকতে হবে ৷
  • দূষিত পরিবেশ এবং চারপাশ পরিষ্কার রাখা এবং জীবাণুমুক্ত করা ।
  • কোনও লক্ষণ দেখা দিলে বা ফুসকুড়ি দেখা গিলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেওয়া।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.