ওয়াশিংটন, 28 ফেব্রুয়ারি: করোনাভাইরাস অতিমারির প্রকোপ এখন অনেকটাই সামলে উঠেছে বিশ্ব ৷ কিন্তু তার উৎস কী ? এই উত্তর এখনও অধরা ৷ কোভিড-19-এর জন্ম ঠিক কোথা থেকে ? এর নির্দিষ্ট কোনও সূত্র নেই আমেরিকার কাছেও ৷ সোমবার এমনটাই জানাল হোয়াইট হাউজ ৷ তবে এখনও সন্ধান চলছে (White House says, no definitive conclusion on the origin of COVID19) ৷ সম্প্রতি আমেরিকার আকাশে চিনের বেলুন ভাসতে দেখা গিয়েছে ৷ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তাকে নামিয়ে এনেছে বাইডেন প্রশাসন ৷ এ বিষয়ে চিনকে নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছে আমেরিকা ৷
আমেরিকার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট প্রথমবার নিশ্চিত করে, দেশের এনার্জি দফতরের গবেষণায় ধরা পড়েছে, যতদূর সম্ভব চিনের উহান ল্যাবরেটরি থেকে কোনও ভাবে কোভিড-19 ভাইরাসটি বেরিয়ে এসে দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দুনিয়ায় ৷ তাও আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চাধিকার জন কিরবি এদিন সাংবাদিকদের বলেন, "গোয়েন্দা সংস্থাগুলি এবং সরকারের বাকি দফতর- সবাই এখনও এই উত্তর খুঁজে চলেছে ৷ তাই এ নিয়ে আমার পক্ষে বলা মুশকিল ৷"
আরও পড়ুন: করোনার 'আঁতুড়ঘর' চিনের উহান ল্যাব, সিলমোহর হু প্রধানের
জন কিরবি সংবাদে প্রকাশিত তথ্যটির প্রসঙ্গ এড়িয়ে যান ৷ তিনি বলেন, "প্রেসিডেন্ট তথ্য চান ৷ সরকার এই তথ্য নিয়ে কাজ করছে ৷ কিন্তু আমরা এখনও সেই জায়গায় পৌঁছয়নি যে আমেরিকাবাসী এবং কংগ্রেসকে এ বিষয়ে নির্দিষ্ট কিছু বলে উঠতে পারব ৷" তিনি আরও বলেন, "কোভিড-19 সংক্রমণের শুরু ঠিক কোথায়, এ নিয়ে এখনও একমত হতে পারেনি মার্কিন সরকার ৷ তবে প্রসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন, আমাদের এই কাজটা চালিয়ে যাওয়া উচিত এবং যতটা ভালো ভাবে সম্ভব ৷ কী ভাবে শুরু হয়েছে, তা জানতে পারলে ভবিষ্যতে ফের এমন অতিমারি হলে, তার মোকাবিলা করা সম্ভব হবে ৷ এই কাজটি সত্যিই গুরুত্বপূর্ণ ৷" জো বাইডেন যখন থেকে প্রেসিডেন্ট হয়েছেন, তবে থেকে করোনাসংক্রমণের কারণ অনুসন্ধানের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন তিনি ৷
উল্লেখ্য, 2019 সালের শেষের দিকে করোনাভাইরাস সংক্রমণ প্রথম ধরা পড়ে চিনের উহান শহরে ৷ এটি অতিমারি রূপ নেয় এবং বিশ্বে 70 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এই মারণভাইরাসের হামলার জন্য প্রথম থেকে চিনের উহান ল্যাবরেটরিকেই নিশানা করা হয়েছে ৷