ETV Bharat / international

White House on Twitter Blue Tick: টুইটারের ব্লু টিক পেতে কোনও টাকা নয় ! জানিয়ে দিল হোয়াইট হাউস - টুইটার

হোয়াইট হাউসের কর্মী ও আধিকারিকরা তাঁদের অফিসিয়াল অ্য়াকাউন্টের জন্য 'ব্লু টিক' (ব্লু চেক মার্ক) পেতে টুইটার কর্তৃপক্ষকে কোনও টাকা দেবেন না ! বিশেষ নির্দেশিকা-সহ কর্মী ও আধিকারিকদের ইমেল বার্তা পাঠালেন হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্র্যাটেজি বিভাগের ডিরেক্টর রব ফ্লেহার্টি ৷

White House says it will not pay for Twitter Blue Check
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 1, 2023, 12:29 PM IST

Updated : Apr 1, 2023, 5:47 PM IST

সান ফ্রান্সিসকো, 1 এপ্রিল: এবার কি টুইটারের সঙ্গে সম্মুখ সংঘাতে নামছে হোয়াইট হাউস ? এই প্রশ্ন উঠছেই ৷ আর নেপথ্যে রয়েছে, হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্র্যাটেজি বিভাগের ডিরেক্টর রব ফ্লেহার্টির একটি নির্দেশিকা ৷ ইমেল মারফত এই নির্দেশিকা হোয়াইট হাউসের সমস্ত কর্মী ও আধিকারিককে পাঠিয়েছেন তিনি ৷ তাতে বলা হয়েছে, হোয়াইট হাউসের কোনও কর্মী বা আধিকারিক তাঁদের ভেরিফায়েড অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের 'ব্লু টিক' (ব্লু চেক মার্ক) পাওয়ার জন্য ইলন মাস্কের সংস্থা কোনও টাকা দেবেন না ! অথচ, মাস্ক ইতিমধ্যেই ঘোষণা করেছেন, টাকা না পেলে সংশ্লিষ্ট সমস্ত টুইটার হ্যান্ডেল থেকে শনিবারই ব্লু টিক সরিয়ে ফেলা হবে ৷ কিন্তু, হোয়াইট হাউস যে বিষয়টিকে মোটেও পাত্তা দিতে রাজি নয়, রব ফ্লেহার্টির ইমেল বার্তা থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছে ৷

সংশ্লিষ্ট ইমেলে লেখা হয়েছে, "আমরা অনুধাবন করেছি যে 'টুইটার ব্লু' ব্যক্তিগত স্তরে কোনও কিছু যাচাই করার পরিষেবা প্রদান করে না ৷ এখন যদি কোনও অ্যাকাউন্টে ব্লু টিক দেখা যায়, তাহলে বুঝতে হবে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটির জন্য অর্থ প্রদান করা হচ্ছে ৷" বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ৷ তাতে দাবি করা হয়েছে, হোয়াইট হাউসের কর্মী ও আধিকারিকদের যে নির্দেশ পাঠানো হয়েছে, তা সমস্ত সরকারি সংস্থাগুলিকে পাঠানোর বা সেগুলির উপরও নিশ্চিতভাবে কার্যকর করার মতো কোনও পরিকল্পনা মার্কিন প্রশাসনের নেই ৷ তবে, নির্বাচিত কিছু বিভাগ ও সংস্থায় এই নির্দেশিকা পাঠানো হতে পারে ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত এখনও পর্যন্ত অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে ৷

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট-সহ হোয়াইট হাউসের আরও কিছু আধিকারিক তাঁদের 'ধূসর টিক'যুক্ত ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টগুলিই ব্যবহার করে যাবেন ৷ রব তাঁর ইমেল বার্তায় আরও জানিয়েছেন, টুইটারের নয়া নীতি অনুসারে, যে যুক্তরাষ্ট্রীয় সংস্থাগুলি তাদের দেওয়া নতুন শর্তগুলি পূরণ করতে পারবে না, সেগুলির অ্য়াকাউন্ট যাচাই করার কোনও নিশ্চয়তা টুইটার আর দেবে না ৷

আরও পড়ুন: টুইটারে ফের নয়া নিয়ম ! কি ঘোষণা করলেন ইলন মাস্ক ?

এসবের মধ্যেই শুক্রবার টুইটারের তরফে আরও একটি ঘোষণা করা হয় ৷ তারা জানিয়েছে, 'সংস্থার জন্য যাচাই পদ্ধতি' সংক্রান্ত পরিষেবাটি এই মুহূর্তে সারা পৃথিবীতে পাওয়া যাচ্ছে ৷ কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থাপনার মাধ্যমে ভেরিফায়েড সংস্থাগুলি টুইটারে নিজেদের অন্যান্য সংস্থার থেকে পৃথক করে তুলতে পারবে ৷ ভেরিফায়েড সংস্থাগুলির সঙ্গে সংযুক্ত সংস্থাগুলিও একই সুবিধা ভোগ করবে ৷

সান ফ্রান্সিসকো, 1 এপ্রিল: এবার কি টুইটারের সঙ্গে সম্মুখ সংঘাতে নামছে হোয়াইট হাউস ? এই প্রশ্ন উঠছেই ৷ আর নেপথ্যে রয়েছে, হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্র্যাটেজি বিভাগের ডিরেক্টর রব ফ্লেহার্টির একটি নির্দেশিকা ৷ ইমেল মারফত এই নির্দেশিকা হোয়াইট হাউসের সমস্ত কর্মী ও আধিকারিককে পাঠিয়েছেন তিনি ৷ তাতে বলা হয়েছে, হোয়াইট হাউসের কোনও কর্মী বা আধিকারিক তাঁদের ভেরিফায়েড অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের 'ব্লু টিক' (ব্লু চেক মার্ক) পাওয়ার জন্য ইলন মাস্কের সংস্থা কোনও টাকা দেবেন না ! অথচ, মাস্ক ইতিমধ্যেই ঘোষণা করেছেন, টাকা না পেলে সংশ্লিষ্ট সমস্ত টুইটার হ্যান্ডেল থেকে শনিবারই ব্লু টিক সরিয়ে ফেলা হবে ৷ কিন্তু, হোয়াইট হাউস যে বিষয়টিকে মোটেও পাত্তা দিতে রাজি নয়, রব ফ্লেহার্টির ইমেল বার্তা থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছে ৷

সংশ্লিষ্ট ইমেলে লেখা হয়েছে, "আমরা অনুধাবন করেছি যে 'টুইটার ব্লু' ব্যক্তিগত স্তরে কোনও কিছু যাচাই করার পরিষেবা প্রদান করে না ৷ এখন যদি কোনও অ্যাকাউন্টে ব্লু টিক দেখা যায়, তাহলে বুঝতে হবে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটির জন্য অর্থ প্রদান করা হচ্ছে ৷" বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ৷ তাতে দাবি করা হয়েছে, হোয়াইট হাউসের কর্মী ও আধিকারিকদের যে নির্দেশ পাঠানো হয়েছে, তা সমস্ত সরকারি সংস্থাগুলিকে পাঠানোর বা সেগুলির উপরও নিশ্চিতভাবে কার্যকর করার মতো কোনও পরিকল্পনা মার্কিন প্রশাসনের নেই ৷ তবে, নির্বাচিত কিছু বিভাগ ও সংস্থায় এই নির্দেশিকা পাঠানো হতে পারে ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত এখনও পর্যন্ত অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে ৷

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট-সহ হোয়াইট হাউসের আরও কিছু আধিকারিক তাঁদের 'ধূসর টিক'যুক্ত ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টগুলিই ব্যবহার করে যাবেন ৷ রব তাঁর ইমেল বার্তায় আরও জানিয়েছেন, টুইটারের নয়া নীতি অনুসারে, যে যুক্তরাষ্ট্রীয় সংস্থাগুলি তাদের দেওয়া নতুন শর্তগুলি পূরণ করতে পারবে না, সেগুলির অ্য়াকাউন্ট যাচাই করার কোনও নিশ্চয়তা টুইটার আর দেবে না ৷

আরও পড়ুন: টুইটারে ফের নয়া নিয়ম ! কি ঘোষণা করলেন ইলন মাস্ক ?

এসবের মধ্যেই শুক্রবার টুইটারের তরফে আরও একটি ঘোষণা করা হয় ৷ তারা জানিয়েছে, 'সংস্থার জন্য যাচাই পদ্ধতি' সংক্রান্ত পরিষেবাটি এই মুহূর্তে সারা পৃথিবীতে পাওয়া যাচ্ছে ৷ কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থাপনার মাধ্যমে ভেরিফায়েড সংস্থাগুলি টুইটারে নিজেদের অন্যান্য সংস্থার থেকে পৃথক করে তুলতে পারবে ৷ ভেরিফায়েড সংস্থাগুলির সঙ্গে সংযুক্ত সংস্থাগুলিও একই সুবিধা ভোগ করবে ৷

Last Updated : Apr 1, 2023, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.