লন্ডন, 19 সেপ্টেম্বর : গত 8 সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের (Death of Queen Elizabeth II) পর থেকে ব্রিটেনে সবকিছুই চলছে রয়্যাল প্রোটোকল (Royal protocol) মেনে ৷ সোমবার শেষকৃত্য হবে রানির (Queen's Funeral) ৷ তাও কড়া নিয়ম মেনে হবে ৷ যাঁরা উপস্থিত থাকছেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ পোশাক বিধি (Dress Code) ৷
এদিন রাজ পরিবারের সমস্ত সদস্য় এখানে উপস্থিত থাকবেন ৷ প্রয়াত রানির চার সন্তান, চারজন নাতি-নাতনি ও তাঁদের স্ত্রীরা উপস্থিত থাকবেন ৷ আর থাকবেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ও একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রী ৷
রাজা চালর্সকে (King Charles) মেডেল-সহ সেরিমোনিয়ার ইউনিফর্মে দেখা যাবে ৷ তাঁর সঙ্গে থাকবে রেড ভেলভেট ও সোনালি রঙের ফিল্ড মার্শাল ব্যাটন ৷ 2012 সালে রানি তাঁকে এটা উপহার দিয়েছিলেন ৷ রানির আরও দুই সন্তান প্রিন্স এডওয়ার্ড, প্রিন্সেস অ্যানে ও নাতি প্রিন্স উইলিয়াম (Prince William) সেনা পোশাকে থাকবেন ৷ বাকি পুরুষ ও মহিলারা কালো পোশাকে থাকবেন ৷ এছাড়া রাজ পরিবারের কর্মচারীরাও কালো পোশাক পরবেন ৷
কিন্তু পোশাক বিধি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে ৷ প্রিন্স হ্যারি (Prince Harry) যেহেতু তাঁর সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, তাই তাঁকে সেনা পোশাকে দেখা নাও যেতে পারে ৷ শুধু কালো পোশাকে মেডেলগুলি ব্যবহার করতে পারবেন ৷ কিন্তু প্রিন্স অ্যান্ড্রুকে সেনা পোশাক ব্যবহার করতে দেওয়া হতে পারে ৷ যদিও তাঁকে সেনা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে ওই সংবাদে জানানো হয়েছে যে বাবা রাজা চালর্সের অনুরোধে হ্যারি সেনা পোশাকেও হাজির হতে পারেন ৷
1861 সালে মৃত্যু হয় প্রিন্স অ্যালবার্টের ৷ তিনি ছিলেন রানি ভিক্টোরিয়ার (Queen Victoria) স্বামী ৷ তার পর থেকে পরবর্তী 40 বছর, যতদিন না রানি ভিক্টোরিয়ার মৃত্যু হয়, ততদিন তিনি কালো পোশাক পরতেন ৷ তার পর থেকে ব্রিটেনের রাজ পরিবারের শোকপালনের জন্য কালো পোশাক কার্যত বাধ্যতামূলক হয়ে গিয়েছে ৷ পরিস্থিতি এমনই যে রাজ পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকলে সঙ্গে কালো পোশাক রাখেন ৷ যাতে প্রয়োজনে ব্যবহার করতে পারেন ৷
আরও পড়ুন : বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপতির সঙ্গে রাজা তৃতীয় চার্লসের সাক্ষাৎ