ETV Bharat / international

Vladimir Putin: বাইডেনের ইউক্রেন সফরের পরেই আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্থগিত পুতিনের - পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি পুতিনের

উদ্বেগ আরও বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ মঙ্গলবার এই ঘোষণা করেন তিনি (Putin suspends nuclear arms pact with US) ৷

ETV Bharat
ইউক্রেন সংঘাতের মাঝেই আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্থগিত রাশিয়ার
author img

By

Published : Feb 21, 2023, 9:01 PM IST

মস্কো, 21 ফেব্রুয়ারি: 24 ফেব্রুয়ারি ইউক্রেনের উপর রুশ আগ্রাসনের বর্ষপূর্তি ৷ তার আগেই ফের পরমাণু যুদ্ধের আশঙ্কা উসকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি একতরফাভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ মঙ্গলবার 'স্টেট অফ দ্য নেশন' ভাষণে এই ঘোষণা করেছেন পুতিন ৷ সোমবারই ইউক্রেনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ইউক্রেনকে নতুন করে সামরিক সাহায্যের ঘোষণাও করেছেন বাইডেন ৷ তার পরেই মস্কোর এই পদক্ষেপ নতুন করে আশঙ্কার মেঘ সঞ্চার করল (Russia suspends nuclear arms treaty with USA) ৷

এদিন মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত তাদের যে 'নিউ স্টার্ট চুক্তি' রয়েছে তা রাশিয়া আপাতত স্থগিত রেখেছে ৷ তবে এই চুক্তি থেকে এখনও রাশিয়া পুরোপুরি বেরিয়ে আসেনি বলেও দাবি তাঁর ৷ তবে একইসঙ্গে পরমাণু যুদ্ধের আশঙ্কাও উসকে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ৷ জানিয়েছেন, আমেরিকা যদি নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করে তাহলে রাশিয়াকেও ফের তা শুরু করতে তৈরি থাকতে হবে ৷ ভবিষ্যতে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথাও উড়িয়ে দেননি পুতিন (US-Russia nuclear arms treaty) ৷

আরও পড়ুন: জো বাইডেন কিভ যাচ্ছেন, কাকপক্ষী না-জানলেও মস্কোকে নোটিস দিয়েছিল আমেরিকা

কেন এই বড় সিদ্ধান্ত নিলেন পুতিন ? এর জন্যও মর্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশ গুলিকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷ তিনি জানিয়েছেন, আমেরিকা ও তার ন্যাটো সহযোগীরা ইউক্রেনে রাশিয়ার পরাজয়ের লক্ষ্যে কাজ কারছে, তাই এই সিদ্ধান্ত (Russia-Ukraine Conflict) ৷ প্রতিপক্ষ দেশগুলি রাশিয়ার পরমাণু অস্ত্রভাণ্ডার দখলের চক্রান্ত করছে বলেও অভিযোগ ভ্লাদিমির পুতিনের ৷ উল্লেখ্য,2010 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে মস্কোর সঙ্গে 'নিউ স্টার্ট চুক্তি' করে ওয়াশিংটন ৷

মস্কো, 21 ফেব্রুয়ারি: 24 ফেব্রুয়ারি ইউক্রেনের উপর রুশ আগ্রাসনের বর্ষপূর্তি ৷ তার আগেই ফের পরমাণু যুদ্ধের আশঙ্কা উসকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি একতরফাভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ মঙ্গলবার 'স্টেট অফ দ্য নেশন' ভাষণে এই ঘোষণা করেছেন পুতিন ৷ সোমবারই ইউক্রেনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ইউক্রেনকে নতুন করে সামরিক সাহায্যের ঘোষণাও করেছেন বাইডেন ৷ তার পরেই মস্কোর এই পদক্ষেপ নতুন করে আশঙ্কার মেঘ সঞ্চার করল (Russia suspends nuclear arms treaty with USA) ৷

এদিন মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত তাদের যে 'নিউ স্টার্ট চুক্তি' রয়েছে তা রাশিয়া আপাতত স্থগিত রেখেছে ৷ তবে এই চুক্তি থেকে এখনও রাশিয়া পুরোপুরি বেরিয়ে আসেনি বলেও দাবি তাঁর ৷ তবে একইসঙ্গে পরমাণু যুদ্ধের আশঙ্কাও উসকে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ৷ জানিয়েছেন, আমেরিকা যদি নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করে তাহলে রাশিয়াকেও ফের তা শুরু করতে তৈরি থাকতে হবে ৷ ভবিষ্যতে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথাও উড়িয়ে দেননি পুতিন (US-Russia nuclear arms treaty) ৷

আরও পড়ুন: জো বাইডেন কিভ যাচ্ছেন, কাকপক্ষী না-জানলেও মস্কোকে নোটিস দিয়েছিল আমেরিকা

কেন এই বড় সিদ্ধান্ত নিলেন পুতিন ? এর জন্যও মর্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশ গুলিকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷ তিনি জানিয়েছেন, আমেরিকা ও তার ন্যাটো সহযোগীরা ইউক্রেনে রাশিয়ার পরাজয়ের লক্ষ্যে কাজ কারছে, তাই এই সিদ্ধান্ত (Russia-Ukraine Conflict) ৷ প্রতিপক্ষ দেশগুলি রাশিয়ার পরমাণু অস্ত্রভাণ্ডার দখলের চক্রান্ত করছে বলেও অভিযোগ ভ্লাদিমির পুতিনের ৷ উল্লেখ্য,2010 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে মস্কোর সঙ্গে 'নিউ স্টার্ট চুক্তি' করে ওয়াশিংটন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.