লিসবন, 12 সেপ্টেম্বর: গ্রামের সরু রাস্তা দিয়ে যেন নদী বইছে ৷ তবে রং লালচে ৷ জল নয়, রেড ওয়াইনের স্রোত বয়ে চলেছে ৷ রাস্তায় স্বাভাবিক ভাবেই কেউ নেই ৷ আশপাশ থেকে এলাকার বাসিন্দারা উঁকি মেরে সেই দৃশ্য দেখছেন ৷ এমন বিরল দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷
রবিবার ঘটনাটি ঘটেছে পর্তুগালে ৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, একটি ওয়াইন তৈরির কারখানায় বড়সড়ো দুর্ঘটনা ঘটেছে ৷ তারই ফল এই স্রোতস্বিনী রেড ওয়াইনের ধারা ৷ নিউইয়র্ক পোস্ট অনুযায়ী, ছোট্ট পর্তুগিজ শহর সাও লরেনসো ডি বারিও-তে আচমকা 600 হাজার গ্যালন রেড ওয়াইনের ট্যাঙ্ক ফেটে গিয়েছে ৷ তার ফলে সেই বিপুল পরিমাণ মদ্য পর্তুগালের শহরতলির গ্রাম্য় রাস্তা ভাসিয়ে দিয়েছে ৷ এলাকায় প্রায় 2 হাজার মানুষ বসবাস করে ৷
নেটিজেনরা এই দৃশ্য ভিডিয়ো করার সুযোগ কোনওভাবে হাতছাড়া করেননি ৷ মাসিমো তাদের এক্সে (টুইটার) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক, নানা ধরনের ভিডিয়ো পোস্ট করে থাকে ৷ তারা তাদের এক্সে এর একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ তারা লিখেছে, "একটি অন্য ধরনের বন্যা ৷ রেড ওয়াইনের নদী বইছে সাও লরেন্সো ডি বারিওর রাস্তা দিয়ে ৷ পর্তুগালের এই এলাকায় একটি স্থানীয় ওয়াইন কারাখানায় 2.2 মিলিয়ন লিটারের (22 লক্ষ) ট্যাঙ্ক ফেটে গিয়েছে ৷ আনাদিয়া ফায়ার ডিপার্টমেন্ট এর গতিমুখ একটি মাঠের দিকে ঘুরিয়ে দিয়েছে ৷"
-
A definitely different type of flood
— Massimo (@Rainmaker1973) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A river of red wine flows through São Lourenco do Bairro in Portugal when the local distillery's 2.2 million liter tanks burst
Anadia Fire Department blocked the flood diverting it away from the river into a fieldpic.twitter.com/3AhIFt5rEH
">A definitely different type of flood
— Massimo (@Rainmaker1973) September 11, 2023
A river of red wine flows through São Lourenco do Bairro in Portugal when the local distillery's 2.2 million liter tanks burst
Anadia Fire Department blocked the flood diverting it away from the river into a fieldpic.twitter.com/3AhIFt5rEHA definitely different type of flood
— Massimo (@Rainmaker1973) September 11, 2023
A river of red wine flows through São Lourenco do Bairro in Portugal when the local distillery's 2.2 million liter tanks burst
Anadia Fire Department blocked the flood diverting it away from the river into a fieldpic.twitter.com/3AhIFt5rEH
নিউজিল্যান্ডের এনজেরাল্ডও মাইক্রোব্লগিং সাইটে এই ভিডিয়োটি পোস্ট করে লিখেছে, "লক্ষ লক্ষ লিটার রেড ওয়াইন পর্তুগিজ গ্রামকে ভাসিয়ে দিয়েছে ৷ সাও লরেন্সো ডো বারিওতে দু'টি বিশাল আকারের ট্যাঙ্ক ফেটে গিয়ে এই বিপত্তি ঘটেছে ৷ রাস্তা দিয়ে নদী বইছে ৷ এ যেন অলিম্পিকের সুইমিং পুল !"
আরও পড়ুন: আছড়ে পড়ল 'ড্যানিয়েল'! বন্যাবিধ্বস্ত লিবিয়ায় 2000 ছাড়াতে পারে মৃতের সংখ্যা
এএনআই সূত্রের খবর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে ৷ এই রেড ওয়াইনের ধারা যে গতিতে বইছিল, তাতে নদীতে গিয়েই মেশার কথা ছিল ৷ তবে দমকলবাহিনী এর গতিমুখ ঘুরিয়ে দেয় ৷ একটি মাঠে গিয়ে পড়ে বিপুল পরিমাণ রেড ওয়াইন ৷