ETV Bharat / international

US Raises Concern on Pakistan: পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগে আমেরিকা, নজর রাখছে বাইডেন প্রশাসন - পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগে আমেরিকা

পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল মার্কিন প্রশাসন ৷ স্টেট ডিপার্টমেন্টের তরফে একটি বিবৃতিতে পাকিস্তানের মানবাধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ করা হয়েছে ৷ সেই সঙ্গে দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, তার জন্য পাক প্রশাসনের কাছে আবেদনও করেছে ওয়াশিংটন ৷

US Raises Concern on Pakistan ETV BHARAT
US Raises Concern on Pakistan
author img

By

Published : May 12, 2023, 1:30 PM IST

ওয়াশিংটন, 12 মে: পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা ৷ বাইডেন প্রশাসনের স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপার্সন বেদন্ত প্যাটেল এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছেন ৷ সেখানে বলা হয়েছে, পাকিস্তানে মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা নিয়ে আমেরিকা উদ্বেগ প্রকাশ করেছে ৷ আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে ৷ সেখানে মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে ৷

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, "পাকিস্তানের আইনশৃঙ্খলা ও গণতন্ত্র বিপন্ন হচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র চায় পরিস্থিতি দ্রুত উন্নত হোক ৷ উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করে পাক-রেঞ্জার্সরা ৷ পরে তাঁকে পাকিস্তান পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ সেই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ৷ ইসলামাবাদে সরকারি বিভিন্ন ভবনে পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা কর্মীরা হামলা চালায় ৷ সেদিন অন্য দু’টি মামলার শুনানির জন্য হাইকোর্টে গিয়েছিলেন ইমরান ৷

আর তাঁর গ্রেফতারির পরেই উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ৷ ইসলামাবাদে সেনাপ্রধানের সরকারি বাসভবনে হামলা চালায় আন্দোলনকারীরা ৷ এমনকী পাক-প্রধানমন্ত্রীর বাসভবনেও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ৷ এই পরিস্থিতিতে পুলিশ ও সেনার সঙ্গে পিটিআই ও সাধারণ নাগরিকদের সংঘর্ষ হয় ৷ মঙ্গলবার প্রথমদিনে অন্তত পক্ষে 22 জনের মৃত্যু হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি ৷

আরও পড়ুন: গ্রেফতার বেআইনি, ইমরানকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

এই সব নিয়েই নিজেদের চিন্তা ব্যক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ইউএস স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, পাকিস্তানে যাতে দ্রুত শান্তি ব্যবস্থা ফিরে আসে সেটা আগে সুনিশ্চিত করতে হবে ৷ তবে, সেটা অবশ্য সংবিধান মেনে ও মানবাধিকার রক্ষা করে করতে হবে ৷ তবে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে খুব দ্রুত সেদেশের এই রাজনৈতিক অস্থিরতা স্বাভাবিক হবে বলে মনে করছে না কূটনৈতিক মহল ৷ উল্লেখ্য, পাকিস্তানের সুপ্রিম কোর্টও এই পরিস্থিতি নিয়ে সেনার ভূমিকার সমালোচনা করেছে ৷ এমনকি পাকিস্তানের ক্রীড়া ও শিল্পীমহলও ইমরান খানের পাশে দাঁড়িয়েছে ৷

ওয়াশিংটন, 12 মে: পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা ৷ বাইডেন প্রশাসনের স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপার্সন বেদন্ত প্যাটেল এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছেন ৷ সেখানে বলা হয়েছে, পাকিস্তানে মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা নিয়ে আমেরিকা উদ্বেগ প্রকাশ করেছে ৷ আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে ৷ সেখানে মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে ৷

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, "পাকিস্তানের আইনশৃঙ্খলা ও গণতন্ত্র বিপন্ন হচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র চায় পরিস্থিতি দ্রুত উন্নত হোক ৷ উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করে পাক-রেঞ্জার্সরা ৷ পরে তাঁকে পাকিস্তান পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ সেই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ৷ ইসলামাবাদে সরকারি বিভিন্ন ভবনে পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা কর্মীরা হামলা চালায় ৷ সেদিন অন্য দু’টি মামলার শুনানির জন্য হাইকোর্টে গিয়েছিলেন ইমরান ৷

আর তাঁর গ্রেফতারির পরেই উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ৷ ইসলামাবাদে সেনাপ্রধানের সরকারি বাসভবনে হামলা চালায় আন্দোলনকারীরা ৷ এমনকী পাক-প্রধানমন্ত্রীর বাসভবনেও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ৷ এই পরিস্থিতিতে পুলিশ ও সেনার সঙ্গে পিটিআই ও সাধারণ নাগরিকদের সংঘর্ষ হয় ৷ মঙ্গলবার প্রথমদিনে অন্তত পক্ষে 22 জনের মৃত্যু হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি ৷

আরও পড়ুন: গ্রেফতার বেআইনি, ইমরানকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

এই সব নিয়েই নিজেদের চিন্তা ব্যক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ইউএস স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, পাকিস্তানে যাতে দ্রুত শান্তি ব্যবস্থা ফিরে আসে সেটা আগে সুনিশ্চিত করতে হবে ৷ তবে, সেটা অবশ্য সংবিধান মেনে ও মানবাধিকার রক্ষা করে করতে হবে ৷ তবে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে খুব দ্রুত সেদেশের এই রাজনৈতিক অস্থিরতা স্বাভাবিক হবে বলে মনে করছে না কূটনৈতিক মহল ৷ উল্লেখ্য, পাকিস্তানের সুপ্রিম কোর্টও এই পরিস্থিতি নিয়ে সেনার ভূমিকার সমালোচনা করেছে ৷ এমনকি পাকিস্তানের ক্রীড়া ও শিল্পীমহলও ইমরান খানের পাশে দাঁড়িয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.