তেল আভিভ ও ওয়াশিংটন, 18 অক্টোবর: গভীর রাতে বিস্ফোরণ হাসপাতালে ৷ মঙ্গলবার গাজার আল আহলি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই বিস্ফোরণে অন্ততপক্ষে 500 জনের মৃত্যু হয়েছে ৷ এরপরেই সফরে কাটছাঁট করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷
বুধবার তাঁর ইজরায়েল সফরে যাওয়ার কথা ছিল ৷ পাশাপাশি জর্ডনেও যাওয়ার কথা ছিল ৷ তার আগে গাজার হাসপাতালে রকেট হামলার শুধুমাত্র ইজরায়েল যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ৷ হোয়াইট হাউজ সূত্রে জানা গিয়েছে, এমন জটিল পরিস্থিতিতে জর্ডন সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন ৷ তবে ইজরায়েলে যাবেন এবং সেখানকার মানুষের প্রতি সমবেদনা জানাবেন ৷
-
I am outraged and deeply saddened by the explosion at the Al Ahli Arab hospital in Gaza, and the terrible loss of life that resulted. Immediately upon hearing this news, I spoke with King Abdullah II of Jordan, and Prime Minister Netanyahu of Israel and have directed my national…
— President Biden (@POTUS) October 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am outraged and deeply saddened by the explosion at the Al Ahli Arab hospital in Gaza, and the terrible loss of life that resulted. Immediately upon hearing this news, I spoke with King Abdullah II of Jordan, and Prime Minister Netanyahu of Israel and have directed my national…
— President Biden (@POTUS) October 17, 2023I am outraged and deeply saddened by the explosion at the Al Ahli Arab hospital in Gaza, and the terrible loss of life that resulted. Immediately upon hearing this news, I spoke with King Abdullah II of Jordan, and Prime Minister Netanyahu of Israel and have directed my national…
— President Biden (@POTUS) October 17, 2023
এদিকে গাজার উত্তর দিক থেকে হাজার হাজার মানুষ দক্ষিণ দিকে সরে এসেছে ৷ অনেকেই প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছে ৷ কারণ, আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালে রকেট হামলা চালানো যায় না ৷ তাই একটু নিরাপত্তার খোঁজে হাসাপাতালেই ঠাঁই নিয়েছে সাধারণ নাগরিক ৷ তাতেও শেষ রক্ষা হল না ৷ হাসপাতালে অগুনতি ভিটে হারানো মানুষের মাঝেই আছড়ে পড়ল রকেট ৷ এই বিস্ফোরণের দায় অবশ্য ইজরায়েল হামাসের ঘাড়ে চাপিয়েছে ৷ অন্যদিকে হামাস এর জন্য ইজরায়েলের অবহেলাকে দায়ী করেছে ৷ আর অন্য় কোনও সংগঠন এর দায় নেয়নি ৷ তাই নিশ্চিত জানা যায়নি, কে বা কারা হাসপাতালে হামলা চালিয়েছে ৷
হাসাপাতালে বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট সোশাল মিডিয়ায় লিখেছেন, "গাজার আল আহলি আরব হাসপাতালে বিস্ফোরণে আমি গভীরভাবে শোকাহত ৷ এই খবর শোনা মাত্র আমি জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি ৷ ঠিক কী হয়েছে, তা জানতে আমার জাতীয় নিরাপত্তা দলটিকে নির্দেশ দিয়েছি ৷ এই যুদ্ধের সময় আমেরিকা সাধারণ নাগরিকের সুরক্ষাকেই প্রাধান্য দিচ্ছে ৷ এই ট্র্যাজেডিতে বহু রোগী, হাসপাতাল কর্মী, অন্য নিরীহ মানুষের প্রাণ গিয়েছে ৷ আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি ৷"
আরও পড়ুন: 'ওরা আমার যত্ন নিচ্ছে', হামাসের ভিডিয়োতে বললেন গাজায় পণবন্দি ইজরায়েলি তরুণী