ETV Bharat / international

Israel-Hamas Conflict: গাজার হাসাপাতালে বিস্ফোরণে মৃত কমপক্ষে 500 ! ইজরায়েল সফরে কাটছাঁট বাইডেনের - ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

বুধবার ইজরায়েল ও জর্ডনে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের ৷ এদিকে রাতে গাজার আল আহলি হাসপাতালে বড়সড়ো বিস্ফোরণে কমপক্ষে 500 জনের মৃত্যু হয়েছে ৷ তারপরই আমেরিকার প্রথম নাগরিকের সফরে কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হল।

ETV Bharat
জো বাইডেনের ইজরায়েলের সফর
author img

By ANI

Published : Oct 18, 2023, 6:57 AM IST

Updated : Oct 18, 2023, 7:28 AM IST

তেল আভিভ ও ওয়াশিংটন, 18 অক্টোবর: গভীর রাতে বিস্ফোরণ হাসপাতালে ৷ মঙ্গলবার গাজার আল আহলি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই বিস্ফোরণে অন্ততপক্ষে 500 জনের মৃত্যু হয়েছে ৷ এরপরেই সফরে কাটছাঁট করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

বুধবার তাঁর ইজরায়েল সফরে যাওয়ার কথা ছিল ৷ পাশাপাশি জর্ডনেও যাওয়ার কথা ছিল ৷ তার আগে গাজার হাসপাতালে রকেট হামলার শুধুমাত্র ইজরায়েল যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ৷ হোয়াইট হাউজ সূত্রে জানা গিয়েছে, এমন জটিল পরিস্থিতিতে জর্ডন সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন ৷ তবে ইজরায়েলে যাবেন এবং সেখানকার মানুষের প্রতি সমবেদনা জানাবেন ৷

  • I am outraged and deeply saddened by the explosion at the Al Ahli Arab hospital in Gaza, and the terrible loss of life that resulted. Immediately upon hearing this news, I spoke with King Abdullah II of Jordan, and Prime Minister Netanyahu of Israel and have directed my national…

    — President Biden (@POTUS) October 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে গাজার উত্তর দিক থেকে হাজার হাজার মানুষ দক্ষিণ দিকে সরে এসেছে ৷ অনেকেই প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছে ৷ কারণ, আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালে রকেট হামলা চালানো যায় না ৷ তাই একটু নিরাপত্তার খোঁজে হাসাপাতালেই ঠাঁই নিয়েছে সাধারণ নাগরিক ৷ তাতেও শেষ রক্ষা হল না ৷ হাসপাতালে অগুনতি ভিটে হারানো মানুষের মাঝেই আছড়ে পড়ল রকেট ৷ এই বিস্ফোরণের দায় অবশ্য ইজরায়েল হামাসের ঘাড়ে চাপিয়েছে ৷ অন্যদিকে হামাস এর জন্য ইজরায়েলের অবহেলাকে দায়ী করেছে ৷ আর অন্য় কোনও সংগঠন এর দায় নেয়নি ৷ তাই নিশ্চিত জানা যায়নি, কে বা কারা হাসপাতালে হামলা চালিয়েছে ৷

হাসাপাতালে বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট সোশাল মিডিয়ায় লিখেছেন, "গাজার আল আহলি আরব হাসপাতালে বিস্ফোরণে আমি গভীরভাবে শোকাহত ৷ এই খবর শোনা মাত্র আমি জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি ৷ ঠিক কী হয়েছে, তা জানতে আমার জাতীয় নিরাপত্তা দলটিকে নির্দেশ দিয়েছি ৷ এই যুদ্ধের সময় আমেরিকা সাধারণ নাগরিকের সুরক্ষাকেই প্রাধান্য দিচ্ছে ৷ এই ট্র্যাজেডিতে বহু রোগী, হাসপাতাল কর্মী, অন্য নিরীহ মানুষের প্রাণ গিয়েছে ৷ আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি ৷"

আরও পড়ুন: 'ওরা আমার যত্ন নিচ্ছে', হামাসের ভিডিয়োতে বললেন গাজায় পণবন্দি ইজরায়েলি তরুণী

তেল আভিভ ও ওয়াশিংটন, 18 অক্টোবর: গভীর রাতে বিস্ফোরণ হাসপাতালে ৷ মঙ্গলবার গাজার আল আহলি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই বিস্ফোরণে অন্ততপক্ষে 500 জনের মৃত্যু হয়েছে ৷ এরপরেই সফরে কাটছাঁট করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

বুধবার তাঁর ইজরায়েল সফরে যাওয়ার কথা ছিল ৷ পাশাপাশি জর্ডনেও যাওয়ার কথা ছিল ৷ তার আগে গাজার হাসপাতালে রকেট হামলার শুধুমাত্র ইজরায়েল যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ৷ হোয়াইট হাউজ সূত্রে জানা গিয়েছে, এমন জটিল পরিস্থিতিতে জর্ডন সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন ৷ তবে ইজরায়েলে যাবেন এবং সেখানকার মানুষের প্রতি সমবেদনা জানাবেন ৷

  • I am outraged and deeply saddened by the explosion at the Al Ahli Arab hospital in Gaza, and the terrible loss of life that resulted. Immediately upon hearing this news, I spoke with King Abdullah II of Jordan, and Prime Minister Netanyahu of Israel and have directed my national…

    — President Biden (@POTUS) October 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে গাজার উত্তর দিক থেকে হাজার হাজার মানুষ দক্ষিণ দিকে সরে এসেছে ৷ অনেকেই প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছে ৷ কারণ, আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালে রকেট হামলা চালানো যায় না ৷ তাই একটু নিরাপত্তার খোঁজে হাসাপাতালেই ঠাঁই নিয়েছে সাধারণ নাগরিক ৷ তাতেও শেষ রক্ষা হল না ৷ হাসপাতালে অগুনতি ভিটে হারানো মানুষের মাঝেই আছড়ে পড়ল রকেট ৷ এই বিস্ফোরণের দায় অবশ্য ইজরায়েল হামাসের ঘাড়ে চাপিয়েছে ৷ অন্যদিকে হামাস এর জন্য ইজরায়েলের অবহেলাকে দায়ী করেছে ৷ আর অন্য় কোনও সংগঠন এর দায় নেয়নি ৷ তাই নিশ্চিত জানা যায়নি, কে বা কারা হাসপাতালে হামলা চালিয়েছে ৷

হাসাপাতালে বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট সোশাল মিডিয়ায় লিখেছেন, "গাজার আল আহলি আরব হাসপাতালে বিস্ফোরণে আমি গভীরভাবে শোকাহত ৷ এই খবর শোনা মাত্র আমি জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি ৷ ঠিক কী হয়েছে, তা জানতে আমার জাতীয় নিরাপত্তা দলটিকে নির্দেশ দিয়েছি ৷ এই যুদ্ধের সময় আমেরিকা সাধারণ নাগরিকের সুরক্ষাকেই প্রাধান্য দিচ্ছে ৷ এই ট্র্যাজেডিতে বহু রোগী, হাসপাতাল কর্মী, অন্য নিরীহ মানুষের প্রাণ গিয়েছে ৷ আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি ৷"

আরও পড়ুন: 'ওরা আমার যত্ন নিচ্ছে', হামাসের ভিডিয়োতে বললেন গাজায় পণবন্দি ইজরায়েলি তরুণী

Last Updated : Oct 18, 2023, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.