তেল আভিভ, 18 অক্টোবর: দেখে মনে হচ্ছে গাজা স্ট্রিপের হাসপাতালে হামলায় ইজরায়েল জড়িত নয়, বুধবার ওই দেশের রাজধানী তেল আভিভ থেকে এমনই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এ দিনই তিনি ইজরায়েলের রাজধানীতের পৌঁছান ৷ তার পর বৈঠক করেন ওই দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ৷ সেখানে তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রীকে গাজার হাসপাতালে হামলা সংক্রান্ত বিষয়ে ওই কথা জানান ৷ বাইডেনের আরও দাবি, এই হামলা অন্য কেউ করে থাকতে পারে ৷ এছাড়া তিনি এ দিন নেতানিয়াহুর দেশের পাশে থাকার অঙ্গীকারও করেছেন ৷
উল্লেখ্য, গাজার হাসপাতালে হামলা নিয়ে একে অন্য়ের ঘাড়ে দায় চাপানোর কাজ চলছে ৷ হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রক এই হামলার দায় ইজরায়েলের উপরই চাপিয়েছে ৷ যদিও ইজরায়েলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তারা এই ঘটনার দায় চাপিয়েছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ নামে অন্য একটি জঙ্গি সংগঠনের উপর ৷ তারা আবার ইজরায়েলের অভিযোগ অস্বীকার করেছে ৷
গত 7 অক্টোবর হামাস হামলা চালায় ইজরায়েলে ৷ তার পর ইজরায়েল পালটা হামলা চালাচ্ছে গাজায় ৷ শুরু হয়েছে যুদ্ধ ৷ এই পরিস্থিতিতে বুধবার তেল আভিভে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সেখান থেকে তাঁর জর্ডনে গিয়ে আরবের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল ৷ কিন্তু সেই বৈঠক বাতিল করা হয়েছে গাজার হাসপাতালে হামলাকে কেন্দ্র করে ৷ ওয়াশিংটনে ফিরে তিনি ফোনে আরবের নেতাদের সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে ৷
বাইডেন নেতানিয়াহুকে জানান যে তিনি বিস্ফোরণে গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ । তবে তিনি আরও জানিয়েছেন যে 7 অক্টোবরের হামলায় হামাস ইজরায়েলিদের হত্যা করেছে এটা বলা অত্যক্তি হবে না । আমেরিকান নিয়ে শোকস্তব্ধ এবং উদ্বিগ্ন ৷
অন্যদিকে নেতানিয়াহু বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের পাশে থাকার জন্য ও ওই দেশে আসার জন্য ৷ তিনি বলেন, ‘‘প্রেসিডেন্ট জো, আমি আজ এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ দিতে চাই ৷ আর এই কঠিন সময়ে আপনি ইজরায়েলকে যে দ্ব্যর্থহীন সমর্থন দিয়েছেন, যা আমেরিকান জনগণের অপ্রতিরোধ্য ইচ্ছাকে প্রতিফলিত করে । আমি এই যুদ্ধের শুরু থেকে আমাদের যে সহযোগিতার গভীরতা ও আকার নিয়ে প্রতিদিন আপনার সমর্থন দেখেছি ৷ সহযোগিতার একটি স্তর যা আমাদের দুই দেশের মধ্যে মহান জোটের ইতিহাসে সত্যিই নজিরবিহীন ৷’’
এদিকে ইজরায়েলি হামলার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে গাজা ৷ এই পরিস্থিতিতে সেখানে ত্রাণ পাঠানো খুবই জরুরি বলে মানবাধিকার সংগঠনগুলি মনে করছে ৷ মিশরের রাফা ক্রসিং ত্রাণ নিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে বলে মঙ্গলবার জানা গিয়েছিল ৷ এই পরিস্থিতিতে গাজায় ত্রাণ পাঠানো নিয়ে বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর আলোচনা হতে পারে বলে জানা গিয়েছিল ৷ তেমন কোনও আলোচনা শেষপর্যন্ত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷
তবে গত 7 অক্টোবর হামাসের হামলায় ইজরায়েলের পরিস্থিতি ঠিক কী হয়েছে, কতজন মারা গিয়েছেন, 7 অক্টোবর হামাস ইজরায়েলে 1400 জন খুন করে, এই সংক্রান্ত তথ্য নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের কাছে তুলে ধরেছেন বলে জানা গিয়েছে ৷
সংবাদসংস্থা - এপি ও এএনআই
আরও পড়ুন: যুদ্ধের পরিস্থিতি জানতে ইজরায়েলের কাছে কিছু কঠিন প্রশ্ন করবেন বাইডেন