ETV Bharat / international

Joe Biden Leaves for Vietnam: রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা, ভিয়েতনামে রওনা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন - India US relation

আজ, 10 সেপ্টেম্বর জি20 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন ৷ রবিবার সকালে রাজঘাটে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এরপরই তিনি ভিয়েতনামে যাওয়ার জন্য বিমানে উঠলেন ৷

ETV Bharat
নয়াদিল্লি থেকে ভিয়েতনামের জন্য রওনা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 11:56 AM IST

Updated : Sep 10, 2023, 1:32 PM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: বিমানে উঠলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ রবিবার সকালে জি-20 শীর্ষ সম্মেলনে দ্বিতীয় দিনে তিনি ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিলেন ৷ শুক্রবার 8 সেপ্টেম্বর এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে এসেছিলেন ৷ শনিবার সম্মেলনের প্রথম দিনে নয়াদিল্লিতে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে দিনভর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

রবিবার সকালে জাতির জনক মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে রাজঘাটে হাজির হন বিশ্ব নেতারা ৷ সেখানে অতিথি রাষ্ট্রনায়কদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জো বাইডেনও সকাল সকাল রাজঘাটে পৌঁছন ৷ সেখানে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানান ৷ এরপর তিনি ভিয়েতনামের জন্য এয়ারফোর্স-1 বিমানে ওঠেন ৷ এদিকে দিল্লিতে চলছে জি-20 শীর্ষ সম্মেলনের বৈঠক ৷

ভিয়েতনামে যাওয়ার আগে রবিবার জো বাইডেন বলেন, "জি-20 শীর্ষ সম্মেলন প্রমাণ করে দিয়েছে, এক গোষ্ঠী বিশ্বের দুশ্চিন্তাগুলির সমাধান বের করতে পারে ৷" দিল্লিতে এই শীর্ষ সম্মেলনের কয়েকটি মুহূর্ত নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ৷

আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর ৷ 8 সেপ্টেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে অবতরণের পর তিনি সোজা চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোককল্যাণ মার্গের বাসভবনে ৷ সেখানে 50 মিনিটেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি ও বাইডেন ৷

  • At a moment when the global economy is suffering from the overlapping shocks of the climate crisis, fragility, and conflict, this year’s Summit proved that the G20 can still drive solutions to our most pressing issues. pic.twitter.com/R2jq0TdavR

    — President Biden (@POTUS) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরই ভারত-আমেরিকা একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ৷ ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে ৷ আমেরিকার জিই এরোস্পেস এবং ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা এইচএএলের মধ্যে প্রযুক্তি সংক্রান্ত একটি চুক্তি হয়েছে ৷ ভারতেই জিই এফ-414 জেট ইঞ্জিন তৈরি করবে এইচএল ৷

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে বাইডেনের 'সেলফি', সৌজন্যের নেপথ্যে কোন রাজনীতি ?

মার্কিন যুক্তরাষ্ট্রের জিই এরোস্পেসের থেকে 31টি ড্রোন আমদানি করার বিষয়ে জো বাইডেনকে চিঠি দিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক ৷ এই বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করাকেও সমর্থন জানিয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: বিমানে উঠলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ রবিবার সকালে জি-20 শীর্ষ সম্মেলনে দ্বিতীয় দিনে তিনি ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিলেন ৷ শুক্রবার 8 সেপ্টেম্বর এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে এসেছিলেন ৷ শনিবার সম্মেলনের প্রথম দিনে নয়াদিল্লিতে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে দিনভর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

রবিবার সকালে জাতির জনক মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে রাজঘাটে হাজির হন বিশ্ব নেতারা ৷ সেখানে অতিথি রাষ্ট্রনায়কদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জো বাইডেনও সকাল সকাল রাজঘাটে পৌঁছন ৷ সেখানে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানান ৷ এরপর তিনি ভিয়েতনামের জন্য এয়ারফোর্স-1 বিমানে ওঠেন ৷ এদিকে দিল্লিতে চলছে জি-20 শীর্ষ সম্মেলনের বৈঠক ৷

ভিয়েতনামে যাওয়ার আগে রবিবার জো বাইডেন বলেন, "জি-20 শীর্ষ সম্মেলন প্রমাণ করে দিয়েছে, এক গোষ্ঠী বিশ্বের দুশ্চিন্তাগুলির সমাধান বের করতে পারে ৷" দিল্লিতে এই শীর্ষ সম্মেলনের কয়েকটি মুহূর্ত নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ৷

আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর ৷ 8 সেপ্টেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে অবতরণের পর তিনি সোজা চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোককল্যাণ মার্গের বাসভবনে ৷ সেখানে 50 মিনিটেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি ও বাইডেন ৷

  • At a moment when the global economy is suffering from the overlapping shocks of the climate crisis, fragility, and conflict, this year’s Summit proved that the G20 can still drive solutions to our most pressing issues. pic.twitter.com/R2jq0TdavR

    — President Biden (@POTUS) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরই ভারত-আমেরিকা একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ৷ ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে ৷ আমেরিকার জিই এরোস্পেস এবং ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা এইচএএলের মধ্যে প্রযুক্তি সংক্রান্ত একটি চুক্তি হয়েছে ৷ ভারতেই জিই এফ-414 জেট ইঞ্জিন তৈরি করবে এইচএল ৷

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে বাইডেনের 'সেলফি', সৌজন্যের নেপথ্যে কোন রাজনীতি ?

মার্কিন যুক্তরাষ্ট্রের জিই এরোস্পেসের থেকে 31টি ড্রোন আমদানি করার বিষয়ে জো বাইডেনকে চিঠি দিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক ৷ এই বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করাকেও সমর্থন জানিয়েছেন তিনি ৷

Last Updated : Sep 10, 2023, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.