ETV Bharat / international

US Waiver For India: রাশিয়ার মিসাইল কিনলেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে না ভারত, বিশেষ সংশোধনী পাস মার্কিন সংসদে

রাশিয়ার থেকে মিসাইল কিনলেও আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না ভারতকে (Special US waiver for India) ৷ চিনের মতো 'আগ্রাসী' প্রতিবেশীর হাত থেকে রক্ষা পেতে ভারতকে এই বিশেষ ছাড় দিল মার্কিন সংসদ ৷

US waiver for India
ভারতকে বিশেষ ছাড় মার্কিন সংসদের
author img

By

Published : Jul 15, 2022, 1:44 PM IST

Updated : Jul 15, 2022, 3:36 PM IST

ওয়াশিংটন,15 জুলাই: রাশিয়ার থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না ভারতকে ৷ এমনই সিদ্ধান্ত হল মার্কিন সংসদে ৷ এর জন্য নিজেদের আইনে বিশেষ সংশোধনী আনল হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ (India and US strategic relationship)। প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে মার্কিন মুলুকে সিএএসটিএ নামে একটি বিশেষ আইন আছে । সেই আইন অনুসারে কোনও দেশ যদি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা । তবে চিনের মতো 'আগ্রাসী' প্রতিবেশী থাকায় ভারতকে বিশেষ ছাড় দেওয়ার পথে হাঁটল মার্কিন সংসদ ৷ ধ্বনি ভোটে বৃহস্পতিবার এই সংশোধনী পাস হয় ৷

সংসদের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খান্না এই মর্মে সংশোধনী প্রস্তাব পেশ করেন ৷ পরে প্রস্তাব পাস হওয়ার পর তিনি বলেন, 'চিনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়ানো আমেরিকার দায়িত্ব। ভারত এবং আমেরিকার মধ্যে পারস্পরিক সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় তা নিশ্চিত করতে আমি অনেক দিন ধরেই কাজ করে চলেছি ৷ আমি গর্বিত যে সংসদ এই প্রস্তাব পাস করেছে ৷ ' তাঁর মতে বর্তমান পরিস্থিতিতে ভারত আর আমেরিকার মধ্যে যে কৌশলগত সম্পর্ক রয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ আর কোনও আন্তর্জাতিক সম্পর্ক নেই ৷

আরও পড়ুন: চিনের থেকে স্বাধীনতা নয়, স্বায়ত্তশাসন চায় তিব্বত, দাবি দলাই লামার

2018 সালে রাশিয়ার থেকে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিনতে 5 বিলিয়ন ডলারের চুক্তি করে ভারত ৷ ব্যাপারটি মোটেই ভালোভাবে নেয়নি তৎকালীন মার্কিন প্রশাসন ৷ শুধু আপত্তি করা নয় নিষেধাজ্ঞা জারির ভয়ও দেখিয়েছিল ট্রাম্প প্রশাসন ৷ কিন্তু চুক্তি থেকে পিছিয়ে আসেনি ভারত ৷ এই এস-400 মিসাইল সিস্টেমটি যে কোনও দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে ৷ এর থেকে বেশি দূরে আঘাত হানার ক্ষমতাও কোনও মিসাইলের নেই ৷ এমতাবস্থায় ভারতের দিক থেকে এই অস্ত্র পাওয়া বিশেষ কার্যকরি হবে বলেই মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একটা বড় অংশ ৷ আর এখন মার্কিন সংসদে বিশেষ সংশোধনী পাস হওয়ায় রাশিয়ার থেকে অস্ত্র কেনার ব্য়াপারে আরও কোনও বাধার মুখেও পড়তে হবে না ভারতকে ৷

ওয়াশিংটন,15 জুলাই: রাশিয়ার থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না ভারতকে ৷ এমনই সিদ্ধান্ত হল মার্কিন সংসদে ৷ এর জন্য নিজেদের আইনে বিশেষ সংশোধনী আনল হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ (India and US strategic relationship)। প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে মার্কিন মুলুকে সিএএসটিএ নামে একটি বিশেষ আইন আছে । সেই আইন অনুসারে কোনও দেশ যদি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা । তবে চিনের মতো 'আগ্রাসী' প্রতিবেশী থাকায় ভারতকে বিশেষ ছাড় দেওয়ার পথে হাঁটল মার্কিন সংসদ ৷ ধ্বনি ভোটে বৃহস্পতিবার এই সংশোধনী পাস হয় ৷

সংসদের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খান্না এই মর্মে সংশোধনী প্রস্তাব পেশ করেন ৷ পরে প্রস্তাব পাস হওয়ার পর তিনি বলেন, 'চিনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়ানো আমেরিকার দায়িত্ব। ভারত এবং আমেরিকার মধ্যে পারস্পরিক সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় তা নিশ্চিত করতে আমি অনেক দিন ধরেই কাজ করে চলেছি ৷ আমি গর্বিত যে সংসদ এই প্রস্তাব পাস করেছে ৷ ' তাঁর মতে বর্তমান পরিস্থিতিতে ভারত আর আমেরিকার মধ্যে যে কৌশলগত সম্পর্ক রয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ আর কোনও আন্তর্জাতিক সম্পর্ক নেই ৷

আরও পড়ুন: চিনের থেকে স্বাধীনতা নয়, স্বায়ত্তশাসন চায় তিব্বত, দাবি দলাই লামার

2018 সালে রাশিয়ার থেকে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিনতে 5 বিলিয়ন ডলারের চুক্তি করে ভারত ৷ ব্যাপারটি মোটেই ভালোভাবে নেয়নি তৎকালীন মার্কিন প্রশাসন ৷ শুধু আপত্তি করা নয় নিষেধাজ্ঞা জারির ভয়ও দেখিয়েছিল ট্রাম্প প্রশাসন ৷ কিন্তু চুক্তি থেকে পিছিয়ে আসেনি ভারত ৷ এই এস-400 মিসাইল সিস্টেমটি যে কোনও দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে ৷ এর থেকে বেশি দূরে আঘাত হানার ক্ষমতাও কোনও মিসাইলের নেই ৷ এমতাবস্থায় ভারতের দিক থেকে এই অস্ত্র পাওয়া বিশেষ কার্যকরি হবে বলেই মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একটা বড় অংশ ৷ আর এখন মার্কিন সংসদে বিশেষ সংশোধনী পাস হওয়ায় রাশিয়ার থেকে অস্ত্র কেনার ব্য়াপারে আরও কোনও বাধার মুখেও পড়তে হবে না ভারতকে ৷

Last Updated : Jul 15, 2022, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.