ETV Bharat / international

US over India Wheat Exports Ban: গম রফতানিতে নিষেধাজ্ঞা, ভারতকে আরেকবার ভেবে দেখতে অনুরোধ আমেরিকার - রাষ্ট্রসঙ্ঘে আমেরিকার প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড

ভারত সরকার দেশের বাইরে গম পাঠানো বন্ধ করার কথা ঘোষণা করেছে ৷ রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে এমনিতেই দুনিয়াজুড়ে গম সরবরাহ ব্যাহত হয়েছে ৷ তারপর ভারতের এই সিদ্ধান্তে দুশ্চিন্তা প্রকাশ করলেন রাষ্ট্রসঙ্ঘে আমেরিকার প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড (US over India Wheat Exports Ban) ৷

US reaction over India Wheat Export Ban
ভারতের গম রফতানি বন্ধের সিদ্ধান্ত
author img

By

Published : May 17, 2022, 12:16 PM IST

ওয়াশিংটন, 17 মে : গম রফতানি বন্ধ করার বিষয়টি ভারত সরকার আরেকবার বিবেচনা করে দেখুক, অনুরোধ করলেন রাষ্ট্রসঙ্ঘে আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড (US hopes to convince India to reconsider wheat exports curb decision) ৷ সোমবার খাদ্য সুরক্ষা (Food Security) নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা ভারতের সিদ্ধান্তের রিপোর্ট দেখেছি ৷ আমরা দেশগুলিকে রফতানি নিয়ন্ত্রণ না-করায় উৎসাহিত করব ৷ এতে দুনিয়াজুড়ে খাদ্যের অভাব আরও বাড়বে ৷"

ভারত দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ৷ তাপপ্রবাহের ফলে গমের ফলন ঠিক না হওয়া এবং দেশের মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কথা জানিয়ে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে ডিজিএফটি (Director General of Foreign Trade) ৷ 13 মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয় ৷ গত এক বছরে দেশের গম এবং গমের আটার দাম গড়ে 14-20 শতাংশ বেড়েছে ৷

লিন্ডা বলেন, "নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত অংশগ্রহণ করবে ৷ অন্য দেশগুলিও ভারতের সিদ্ধান্তে উদ্বিগ্ন ৷ তাই তারা আরেকবার ভেবে দেখুক ৷" এর মধ্যে রাশিয়ার ইউক্রেন সামরিক অভিযানে এমনিতেই গমের রফতানি ব্যাহত হয়েছে ৷ একথা মনে করিয়ে দিয়ে লিন্ডা বলেন, "রাশিয়া গুরুত্বপূর্ণ বন্দরগুলো বন্ধ করে দিয়েছে ৷ পরিকাঠামোগুলি ধ্বংস হয়ে গিয়েছে ৷ এতে আফ্রিকা, মধ্যপ্রাচ্যে অনাহার আরও তীব্র হয়েছে ৷" এটা দুনিয়ার সঙ্কট, আর তাই রাষ্ট্রসঙ্ঘেরও ৷

আরও পড়ুন : India Bans Wheat Export : দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গম রফতানি বন্ধ করল ভারত

মে মাসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) সভাপতি দেশ আমেরিকা ৷ খাদ্য সুরক্ষা নিয়ে একটি অনুষ্ঠানের আহ্বায়ক মার্কিন যুক্তরাষ্ট্র ৷ 19 মে 'মেনটেনেন্স অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি : কনফ্লিক্ট অ্যান্ড ফুড সিকিওরিটি' শীর্ষক একটি বিতর্ক সভা পরিচালনা করবেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন ৷

'গ্লোবাল ফুড সিকিউরিটি : কল টু অ্যাকশন' শীর্ষক একটি উচ্চস্তরীয় বৈঠক হবে নিউ ইয়র্কে ৷ 17-20 মে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন এই অংশ নেবেন ৷ 2021-22 অর্থবর্ষে ভারত 7 মিলিয়ন টন গম রফতানি করেছে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ যার আর্থিক মূল্য 205 কোটি মার্কিন ডলার ৷ এতে বিশ্বে ভারতীয় গমের চাহিদা আরও বেড়েছে ৷ গত অর্থবর্ষে মোট রফতানির প্রায় অর্ধেকই গিয়েছে প্রতিবেশী বাংলাদেশে ৷ তাই ভারতের এই সিদ্ধান্ত দুনিয়ার খাদ্য সঙ্কটকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিল, বলাই যায় ৷

আরও পড়ুন : Cong Slams Wheat Export Ban : গম রফতানি বন্ধ কৃষকদের স্বার্থ বিরোধী, সমালোচনায় চিদম্বরম

ওয়াশিংটন, 17 মে : গম রফতানি বন্ধ করার বিষয়টি ভারত সরকার আরেকবার বিবেচনা করে দেখুক, অনুরোধ করলেন রাষ্ট্রসঙ্ঘে আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড (US hopes to convince India to reconsider wheat exports curb decision) ৷ সোমবার খাদ্য সুরক্ষা (Food Security) নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা ভারতের সিদ্ধান্তের রিপোর্ট দেখেছি ৷ আমরা দেশগুলিকে রফতানি নিয়ন্ত্রণ না-করায় উৎসাহিত করব ৷ এতে দুনিয়াজুড়ে খাদ্যের অভাব আরও বাড়বে ৷"

ভারত দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ৷ তাপপ্রবাহের ফলে গমের ফলন ঠিক না হওয়া এবং দেশের মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কথা জানিয়ে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে ডিজিএফটি (Director General of Foreign Trade) ৷ 13 মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয় ৷ গত এক বছরে দেশের গম এবং গমের আটার দাম গড়ে 14-20 শতাংশ বেড়েছে ৷

লিন্ডা বলেন, "নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত অংশগ্রহণ করবে ৷ অন্য দেশগুলিও ভারতের সিদ্ধান্তে উদ্বিগ্ন ৷ তাই তারা আরেকবার ভেবে দেখুক ৷" এর মধ্যে রাশিয়ার ইউক্রেন সামরিক অভিযানে এমনিতেই গমের রফতানি ব্যাহত হয়েছে ৷ একথা মনে করিয়ে দিয়ে লিন্ডা বলেন, "রাশিয়া গুরুত্বপূর্ণ বন্দরগুলো বন্ধ করে দিয়েছে ৷ পরিকাঠামোগুলি ধ্বংস হয়ে গিয়েছে ৷ এতে আফ্রিকা, মধ্যপ্রাচ্যে অনাহার আরও তীব্র হয়েছে ৷" এটা দুনিয়ার সঙ্কট, আর তাই রাষ্ট্রসঙ্ঘেরও ৷

আরও পড়ুন : India Bans Wheat Export : দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গম রফতানি বন্ধ করল ভারত

মে মাসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) সভাপতি দেশ আমেরিকা ৷ খাদ্য সুরক্ষা নিয়ে একটি অনুষ্ঠানের আহ্বায়ক মার্কিন যুক্তরাষ্ট্র ৷ 19 মে 'মেনটেনেন্স অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি : কনফ্লিক্ট অ্যান্ড ফুড সিকিওরিটি' শীর্ষক একটি বিতর্ক সভা পরিচালনা করবেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন ৷

'গ্লোবাল ফুড সিকিউরিটি : কল টু অ্যাকশন' শীর্ষক একটি উচ্চস্তরীয় বৈঠক হবে নিউ ইয়র্কে ৷ 17-20 মে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন এই অংশ নেবেন ৷ 2021-22 অর্থবর্ষে ভারত 7 মিলিয়ন টন গম রফতানি করেছে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ যার আর্থিক মূল্য 205 কোটি মার্কিন ডলার ৷ এতে বিশ্বে ভারতীয় গমের চাহিদা আরও বেড়েছে ৷ গত অর্থবর্ষে মোট রফতানির প্রায় অর্ধেকই গিয়েছে প্রতিবেশী বাংলাদেশে ৷ তাই ভারতের এই সিদ্ধান্ত দুনিয়ার খাদ্য সঙ্কটকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিল, বলাই যায় ৷

আরও পড়ুন : Cong Slams Wheat Export Ban : গম রফতানি বন্ধ কৃষকদের স্বার্থ বিরোধী, সমালোচনায় চিদম্বরম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.