ETV Bharat / international

Monkeypox Outbreak in US: উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্সের সংক্রমণ, আমেরিকায় জনস্বাস্থ্যে জারি জরুরি অবস্থা - উদ্বেগ বাড়াছে মাঙ্কিপক্সের সংক্রমণ

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমশ ভয়াবহ হচ্ছে মাঙ্কিপক্সের সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে সেদেশের সাধারণ মানুষকে আরও সচেতন হতে বলল জো বাইডেন সরকার ৷ সেই সঙ্গে জনস্বাস্থ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা (US Declares Public Health Emergency Due to Monkeypox Outbreak) ৷

US Declares Public Health Emergency Due to Monkeypox Outbreak
US Declares Public Health Emergency Due to Monkeypox Outbreak
author img

By

Published : Aug 5, 2022, 9:50 AM IST

Updated : Aug 5, 2022, 10:06 AM IST

ওয়াশিংটন, 5 অগস্ট: মাঙ্কিপক্সকে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র (US Declares Public Health Emergency Due to Monkeypox Outbreak) ৷ সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মাঙ্কিপক্সের ভাইরাস খুবই বিপজ্জনক হয়ে উঠেছে মার্কিন মুলুকে ৷ ফলশ্রুতি হিসেবে বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং তাঁর সরকারের স্বাস্থ্য সচিব জেভিয়ার বেসেরা এই ঘোষণা করেছেন ৷ এই পরিস্থিতিতে জরুরি তহবিল থেকে বরাদ্দ করা এবং কূটনৈতিক কিছু বিধিনিষেধে শিথিলতা আনার কথাও ঘোষণা করা হয়েছে ৷

মাঙ্কিপক্স সংক্রমণের জেরে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ, হু বিশ্ব স্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছিল ৷ সেই সঙ্গে মাঙ্কিপক্সের প্রতিষেধক তৈরি করতে স্বতন্ত্র সংস্থাগুলিকে অর্থ সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেছিল ৷ শুধু তাই নয়, সংক্রমণ রুখতে জরুরি স্বাস্থ্য চাহিদা মেটাতেও অনুরোধ করা হয়েছিল ৷

এ দিন মার্কিন স্বাস্থ্য সচিব জেভিয়ার বেসেরা বলেন, "এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাচ্ছি ৷ আর আমরা প্রত্যেক মার্কিন নাগরিকের কাছে অনুরোধ করছি যে, মাঙ্কিপক্সের সংক্রমণকে যেন গুরুত্ব দেয় তারা ৷" এই স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করার পিছনে অন্যতম কারণ, মাঙ্কিপক্স সংক্রমণের বাড়বাড়ন্ত সত্ত্বেও সে দেশের মানুষজনের মধ্য সচেতনতার অভাব ৷ এই পরিস্থিতিতে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর বিরুদ্ধে লড়াইয়ে আরও কঠোর হতে হবে প্রশাসনকে ৷ আর তারপরেই মার্কিন সরকারের তরফে মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন: কেরলে পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ, দেশে সংক্রমিত বেড়ে 7

প্রসঙ্গত, এদেশে কেরলে মোট 5 জনের শরীরে মাঙ্কিপক্সের সন্ধান পাওয়া গিয়েছে গত 2 অগস্ট ৷ যাদের প্রত্যেকেরই সাম্প্রতিক অতীতে বিদেশে ঘোরার রেকর্ড রয়েছে ৷ পাশাপাশি, রাজধানী দিল্লিতেও প্রায় একই সময়ে এক নাইজেরিয়ান ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ৷ 30 জুলাই কেরলের বাসিন্দা 22 বছরের এক যুবকের মৃত্যুও হয় ৷ তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করছেন চিকিৎসকদের একাংশ ৷

ওয়াশিংটন, 5 অগস্ট: মাঙ্কিপক্সকে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র (US Declares Public Health Emergency Due to Monkeypox Outbreak) ৷ সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মাঙ্কিপক্সের ভাইরাস খুবই বিপজ্জনক হয়ে উঠেছে মার্কিন মুলুকে ৷ ফলশ্রুতি হিসেবে বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং তাঁর সরকারের স্বাস্থ্য সচিব জেভিয়ার বেসেরা এই ঘোষণা করেছেন ৷ এই পরিস্থিতিতে জরুরি তহবিল থেকে বরাদ্দ করা এবং কূটনৈতিক কিছু বিধিনিষেধে শিথিলতা আনার কথাও ঘোষণা করা হয়েছে ৷

মাঙ্কিপক্স সংক্রমণের জেরে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ, হু বিশ্ব স্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছিল ৷ সেই সঙ্গে মাঙ্কিপক্সের প্রতিষেধক তৈরি করতে স্বতন্ত্র সংস্থাগুলিকে অর্থ সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেছিল ৷ শুধু তাই নয়, সংক্রমণ রুখতে জরুরি স্বাস্থ্য চাহিদা মেটাতেও অনুরোধ করা হয়েছিল ৷

এ দিন মার্কিন স্বাস্থ্য সচিব জেভিয়ার বেসেরা বলেন, "এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাচ্ছি ৷ আর আমরা প্রত্যেক মার্কিন নাগরিকের কাছে অনুরোধ করছি যে, মাঙ্কিপক্সের সংক্রমণকে যেন গুরুত্ব দেয় তারা ৷" এই স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করার পিছনে অন্যতম কারণ, মাঙ্কিপক্স সংক্রমণের বাড়বাড়ন্ত সত্ত্বেও সে দেশের মানুষজনের মধ্য সচেতনতার অভাব ৷ এই পরিস্থিতিতে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর বিরুদ্ধে লড়াইয়ে আরও কঠোর হতে হবে প্রশাসনকে ৷ আর তারপরেই মার্কিন সরকারের তরফে মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন: কেরলে পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ, দেশে সংক্রমিত বেড়ে 7

প্রসঙ্গত, এদেশে কেরলে মোট 5 জনের শরীরে মাঙ্কিপক্সের সন্ধান পাওয়া গিয়েছে গত 2 অগস্ট ৷ যাদের প্রত্যেকেরই সাম্প্রতিক অতীতে বিদেশে ঘোরার রেকর্ড রয়েছে ৷ পাশাপাশি, রাজধানী দিল্লিতেও প্রায় একই সময়ে এক নাইজেরিয়ান ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ৷ 30 জুলাই কেরলের বাসিন্দা 22 বছরের এক যুবকের মৃত্যুও হয় ৷ তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করছেন চিকিৎসকদের একাংশ ৷

Last Updated : Aug 5, 2022, 10:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.