ওয়াশিংটন, 3 অগস্ট: ইউক্রেনের উপর রুশ হামলার (Ukraine Russia War) প্রতিবাদে ফের একবার রাশিয়ার প্রভাবশালীদের একাংশের উপর আর্থিক বিধিনিষেধ কার্যকর করল আমেরিকা ৷ তাদের নয়া 'নিষিদ্ধ তালিকা'য় নাম উঠল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) 'প্রেমিকা' এলিনা মারাতোভনা কাবাএভার (Alina Maratovna Kabaeva) ৷ মার্কিন রাজস্ব বিভাগের (United States Treasury Department) দাবি, "39 বছরের এলিনার সঙ্গে পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে" !
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের (State Duma) সদস্য হিসাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে এলিনার ৷ বর্তমানে তিনি রাশিয়ার 'জাতীয় সংবাদমাধ্যম গোষ্ঠী'র (National Media Group) নেতৃত্বে রয়েছেন ৷ এই গোষ্ঠী সরকারপন্থী খবর সম্প্রচার ও প্রকাশ করে ৷ এদের আওতায় সরকারপন্থী বিভিন্ন খবরের কাগজ, রেডিয়ো ও নিউজ চ্যানেল রয়েছে ৷ প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেই এলিনার উপর আর্থিক বিধিনিষেধ আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন (European Union) ও ব্রিটিশ যুক্তরাজ্য (United Kingdom) ৷ এবার আমেরিকাও একই পথে হাঁটল ৷
আরও পড়ুন: মার্কিন ড্রোন হামলায় নিহত আল-কায়দা প্রধান, ঘোষণা বাইডেনের
আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দফায় 13 জন রুশ নাগরিককে মার্কিন রাজস্ব বিভাগের বিধিনিষেধের আওতায় আনা হয়েছে ৷ তাঁদের মধ্যে এলিনা ছাড়াও রয়েছেন আরও 12 জন ৷ প্রসঙ্গত, এলিনা রাশিয়ার জনপ্রিয় ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম ৷ অলিম্পিক্সের জিমনাস্টিক্স বিভাগে দেশের হয়ে সোনা জিতেছেন তিনি ৷ ইউক্রেনের উপর রাশিয়া হামলা শুরু করার পর হঠাৎই সংবাদ শিরোনামে উঠে আসেন এলিনা ৷ সূত্রের দাবি, 69 বছরের পুতিনের সঙ্গে সম্পর্কের জেরে সন্তানের জন্মও দিয়েছেন এই রুশ সুন্দরী ৷
1983 সালে উজবেকিস্তানে জন্ম এলিনার ৷ একটা সময় রিদমিক জিমনাস্টিক্সে তাঁর পারদর্শিতা তামাম বিশ্ববাসীর নজর কেড়েছিল ৷ তবে, ব্যক্তিগত জীবনের মতো ক্রীড়াবিদ হিসাবে তাঁর পেশাগত জীবনেও বিতর্ক রয়েছে ৷ 2001 সালের গুডউইল গেমস (2001 Goodwill Games)-এ দু'টি সোনা জিতেছিলেন এলিনা ৷ কিন্তু, ডোপিং কেলেঙ্কারিতে নাম জড়ানোয় সেই দু'টি মেডেলই তাঁকে ফেরত দিতে হয় ৷