ETV Bharat / international

G20 Summit in Delhi: আমেরিকায় জি20 শীর্ষ সম্মেলন কবে ? দিল্লিতেই সিদ্ধান্ত বাইডেন প্রশাসনের - সভাপতিত্ব করবে আমেরিকা

ভারতের থেকে জি20 সভাপতিত্ব নেবে ব্রাজিল ৷ তারপর দক্ষিণ আফ্রিকা এবং তারপরেই এই গোষ্ঠীর সভাপতিত্ব করবে আমেরিকা ৷ হোয়াইট হাউজ বিবৃতিতে জানাল সময় ৷

ETV Bharat
জি20 শীর্ষ সম্মেলনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 1:27 PM IST

ওয়াশিংটন, 10 সেপ্টেম্বর: জি20 গোষ্ঠীর শীর্ষ সম্মেলন আমেরিকায় কবে ? সেই সময় ঠিক হয়ে গেল দিল্লিতেই ৷ মার্কিন প্রশাসন জানিয়েছে, 2026 সালে আমেরিকায় জি20 সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ শনিবার থেকে ভারতের সভাপতিত্বে দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলন শুরু হয়েছে ৷ আজ তার দ্বিতীয় দিন ৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার, 8 সেপ্টেম্বর সন্ধ্যায় দিল্লিতে নামেন ৷ ভারতে আসার পরপরই হোয়াইট হাউজ একটি বিবৃতি জারি করেছে ৷ তাতে জানানো হয়েছে, "পরিবেশ সংকট, ক্ষণভঙ্গুরতা, সংঘর্ষে জেরবার বিশ্ব অর্থনীতি ৷ এর মধ্যে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার ফল ভুগছে মানুষ ৷ এবছর নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলন প্রমাণ করে দিয়েছে, জি20 বিশ্বের উদ্বেগজনক সমস্যাগুলিরও সমাধান বের করতে পারে ৷"

  • .@POTUS committed to restore our nation's leadership role in the world and champion an economic agenda that delivers sustainable and inclusive growth for American families — and families everywhere.

    At this year's G20 Summit, he continued to deliver on those commitments. pic.twitter.com/mLTJGhtAOD

    — The White House (@WhiteHouse) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মার্কিন প্রশাসন জানিয়েছে, জি20-র প্রতি দায়বদ্ধ ৷ ভারতের সভাপতিত্বে এই গোষ্ঠীর যে অগ্রগতি হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে আমেরিকা ৷ ভারতের পরে এবছরেই জি20 গোষ্ঠীর সভাপতিত্ব পাবে ব্রাজিল ৷ তারপর 2025 সালে এই জি20 গোষ্ঠীর সভাপতিত্ব নেবে দক্ষিণ আফ্রিকা ৷ তারপরে 2026 সালেই আমেরিকার সভাপতিত্বে জি20 শীর্ষ সম্মেলন হবে ৷

এই প্রসঙ্গে বাইডেন প্রশাসন জানায়, "2026 সালে জি20 গোষ্ঠীর শীর্ষ সম্মেলন করবে আমেরিকা ৷ বিশ্বের ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে জি20 যে উদ্যোগ নিয়েছে, সাম্য এবং ন্যায়বিচারের ভিত্তিতে সেগুলি সম্পন্ন করবে আমেরিকা ৷" 9 সেপ্টেম্বর, শনিবার, শীর্ষ সম্মেলনের প্রথম দিনে আফ্রিকান ইউনিয়নকে জি20 গোষ্ঠীর স্থায়ী সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে ৷ এই অন্তর্ভুক্তিকে আমেরিকা সমর্থন জানিয়েছে ৷

  • At a moment when the global economy is suffering from the overlapping shocks of the climate crisis, fragility, and conflict, this year’s Summit proved that the G20 can still drive solutions to our most pressing issues. pic.twitter.com/R2jq0TdavR

    — President Biden (@POTUS) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার, 8 সেপ্টেম্বর সন্ধ্যায় দিল্লিতে আসেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এদিন রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোক কল্যাণ মার্গের বাসভবনে যান তিনি ৷ তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাইডেন ৷ কূটনৈতিক মহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের বন্ধুত্ব নিয়ে জোর চর্চা হয় ৷

আরও পড়ুন: রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা, ভিয়েতনামে রওনা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন

শনিবার, 9 সেপ্টেম্বর প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জো বাইডেনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ৷ এদিন ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের মধ্যে দিয়ে করিডোর তৈরির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই বিষয়টিকে সমর্থন জানান প্রেসিডেন্ট বাইডেন ৷ আফ্রিকান ইউনিয়নকে জি20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার বিষয়েও তিনি সদর্থক ভূমিকা নিয়েছেন ৷

ওয়াশিংটন, 10 সেপ্টেম্বর: জি20 গোষ্ঠীর শীর্ষ সম্মেলন আমেরিকায় কবে ? সেই সময় ঠিক হয়ে গেল দিল্লিতেই ৷ মার্কিন প্রশাসন জানিয়েছে, 2026 সালে আমেরিকায় জি20 সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ শনিবার থেকে ভারতের সভাপতিত্বে দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলন শুরু হয়েছে ৷ আজ তার দ্বিতীয় দিন ৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার, 8 সেপ্টেম্বর সন্ধ্যায় দিল্লিতে নামেন ৷ ভারতে আসার পরপরই হোয়াইট হাউজ একটি বিবৃতি জারি করেছে ৷ তাতে জানানো হয়েছে, "পরিবেশ সংকট, ক্ষণভঙ্গুরতা, সংঘর্ষে জেরবার বিশ্ব অর্থনীতি ৷ এর মধ্যে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার ফল ভুগছে মানুষ ৷ এবছর নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলন প্রমাণ করে দিয়েছে, জি20 বিশ্বের উদ্বেগজনক সমস্যাগুলিরও সমাধান বের করতে পারে ৷"

  • .@POTUS committed to restore our nation's leadership role in the world and champion an economic agenda that delivers sustainable and inclusive growth for American families — and families everywhere.

    At this year's G20 Summit, he continued to deliver on those commitments. pic.twitter.com/mLTJGhtAOD

    — The White House (@WhiteHouse) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মার্কিন প্রশাসন জানিয়েছে, জি20-র প্রতি দায়বদ্ধ ৷ ভারতের সভাপতিত্বে এই গোষ্ঠীর যে অগ্রগতি হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে আমেরিকা ৷ ভারতের পরে এবছরেই জি20 গোষ্ঠীর সভাপতিত্ব পাবে ব্রাজিল ৷ তারপর 2025 সালে এই জি20 গোষ্ঠীর সভাপতিত্ব নেবে দক্ষিণ আফ্রিকা ৷ তারপরে 2026 সালেই আমেরিকার সভাপতিত্বে জি20 শীর্ষ সম্মেলন হবে ৷

এই প্রসঙ্গে বাইডেন প্রশাসন জানায়, "2026 সালে জি20 গোষ্ঠীর শীর্ষ সম্মেলন করবে আমেরিকা ৷ বিশ্বের ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে জি20 যে উদ্যোগ নিয়েছে, সাম্য এবং ন্যায়বিচারের ভিত্তিতে সেগুলি সম্পন্ন করবে আমেরিকা ৷" 9 সেপ্টেম্বর, শনিবার, শীর্ষ সম্মেলনের প্রথম দিনে আফ্রিকান ইউনিয়নকে জি20 গোষ্ঠীর স্থায়ী সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে ৷ এই অন্তর্ভুক্তিকে আমেরিকা সমর্থন জানিয়েছে ৷

  • At a moment when the global economy is suffering from the overlapping shocks of the climate crisis, fragility, and conflict, this year’s Summit proved that the G20 can still drive solutions to our most pressing issues. pic.twitter.com/R2jq0TdavR

    — President Biden (@POTUS) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার, 8 সেপ্টেম্বর সন্ধ্যায় দিল্লিতে আসেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এদিন রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোক কল্যাণ মার্গের বাসভবনে যান তিনি ৷ তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাইডেন ৷ কূটনৈতিক মহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের বন্ধুত্ব নিয়ে জোর চর্চা হয় ৷

আরও পড়ুন: রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা, ভিয়েতনামে রওনা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন

শনিবার, 9 সেপ্টেম্বর প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জো বাইডেনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ৷ এদিন ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের মধ্যে দিয়ে করিডোর তৈরির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই বিষয়টিকে সমর্থন জানান প্রেসিডেন্ট বাইডেন ৷ আফ্রিকান ইউনিয়নকে জি20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার বিষয়েও তিনি সদর্থক ভূমিকা নিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.