ETV Bharat / international

Rare Surgery by Ukrainian Surgeon: সৈনিকের বুকে আস্ত গ্রেনেড, বের করে আনলেন শল্যচিকিৎসক ! - ইউক্রেন

অসাধ্য সাধন করলেন ইউক্রেনের শল্যচিকিৎসক (Ukrainian Surgeon) আন্দ্রিল ভার্বা ৷ এক সৈনিকের বুকে আটকে থাকা আস্ত গ্রেনেড (VOG Grenade) অস্ত্রোপচার (Rare Surgery) করে বের করে আনলেন তিনি !

Ukrainian Surgeon removed a VOG Grenade from a Soldier chest by a Rare Surgery
বিরল সাফল্য !
author img

By

Published : Jan 11, 2023, 7:13 PM IST

কিভ (ইউক্রেন), 11 জানুয়ারি: বাখমুত এলাকায় যুদ্ধ চলছিল (Ukraine Russia War) ৷ সেই যুদ্ধে গুরুতর জখম হন ইউক্রেনের এক সৈনিক ৷ সূত্রের দাবি, তাঁর বুকের ভিতর ছোট আকৃতির একটি আস্ত গ্রেনেড (VOG Grenade) ঢুকে যায় ! কিন্তু, তারপরও লড়াই চালিয়ে যান ওই সৈনিক (Ukrainian Soldier) ৷ পরবর্তীতে, অস্ত্রোপচার (Rare Surgery) করে আহত সৈনিকের শরীর থেকে গ্রেনেডটি বের করে আনেন শল্যচিকিৎসক (Ukrainian Surgeon) আন্দ্রিল ভার্বা ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, এটি একটি বিরল ঘটনা ৷ যেকোনও সময় ওই সৈনিকের শরীরের ভিতরেই গ্রেনেডটি ফেটে যেতে পারত ৷ তাতে চিকিৎসক ও তাঁর সহকারীরাও আক্রান্ত হতে পারতেন ৷ কিন্তু, তা সত্ত্বেও কর্তব্যে অবিচল থেকেছেন তাঁরা ৷

মঙ্গলবার নিজের ফেসবুক অ্য়াকাউন্টে এই বিষয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হ্য়ানা মালিয়ার ৷ তাতে তিনি লিখেছেন, "হৃদয়ে হওয়া সব আঘাতই প্রাণঘাতী হয় না ! একজন সৈনিকের শরীর থেকে সেনাবাহিনীর চিকিৎসকরা একটি অক্ষত ভিওজি গ্রেনেড অস্ত্রোপচার করে বের করে এনেছেন !" যদিও মন্ত্রীর দাবি, সংশ্লিষ্ট চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করেই এই অস্ত্রোপচার করা হয়েছে ৷

আরও পড়ুন: অন্ধকারেও 'আলো' এসেছে ! নয়া বছরে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইউক্রেন

হ্যানা জানিয়েছেন, যিনি এই অস্ত্রোপচার করেছেন, তিনি ইউক্রেনের সেনাবাহিনীর সবথেকে অভিজ্ঞ শল্যচিকিৎসকদের মধ্যে অন্যতম ৷ তবে এই অস্ত্রোপচারের সময় অত্যাধুনিক বৈদ্যুতিক কিছু সামগ্রী ব্যবহার করা সম্ভব হয়নি ৷ কারণ, সেক্ষেত্রে গ্রেনেডটি ফেটে যেতে পারত ! মন্ত্রী জানিয়েছেন, এই অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয়েছে ৷ এবং ওই সৈনিককে ইতিমধ্য়েই হাসপাতাল থেকে সংশ্লিষ্ট পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি অ্য়াসল্ট রাইফেলের সঙ্গে যুক্ত গ্রেনেড লঞ্চার থেকে এই গ্রেনেডটি ছোড়া হয়েছিল ৷ অস্ত্রোপচারের সময় সেখানে সেনার দুই অভিজ্ঞ সৈনিককে পাহারায় রাখা হয়েছিল ৷ যাতে কোনও অনভিপ্রেত বিপদ ঘটলেই তাঁরা চিকিৎসক ও তাঁর সহকারীদের সহযোগিতা করতে পারেন ৷ ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, তুলনামূলক পুরনো পদ্ধতিতে এই অস্ত্রোপচার করা হয় ৷ তার জেরে আহত সৈনিকের রক্তক্ষরণও বেশি হয় ৷ তবে, তিনি ক্রমশ সেরে উঠছেন ৷

কিভ (ইউক্রেন), 11 জানুয়ারি: বাখমুত এলাকায় যুদ্ধ চলছিল (Ukraine Russia War) ৷ সেই যুদ্ধে গুরুতর জখম হন ইউক্রেনের এক সৈনিক ৷ সূত্রের দাবি, তাঁর বুকের ভিতর ছোট আকৃতির একটি আস্ত গ্রেনেড (VOG Grenade) ঢুকে যায় ! কিন্তু, তারপরও লড়াই চালিয়ে যান ওই সৈনিক (Ukrainian Soldier) ৷ পরবর্তীতে, অস্ত্রোপচার (Rare Surgery) করে আহত সৈনিকের শরীর থেকে গ্রেনেডটি বের করে আনেন শল্যচিকিৎসক (Ukrainian Surgeon) আন্দ্রিল ভার্বা ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, এটি একটি বিরল ঘটনা ৷ যেকোনও সময় ওই সৈনিকের শরীরের ভিতরেই গ্রেনেডটি ফেটে যেতে পারত ৷ তাতে চিকিৎসক ও তাঁর সহকারীরাও আক্রান্ত হতে পারতেন ৷ কিন্তু, তা সত্ত্বেও কর্তব্যে অবিচল থেকেছেন তাঁরা ৷

মঙ্গলবার নিজের ফেসবুক অ্য়াকাউন্টে এই বিষয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হ্য়ানা মালিয়ার ৷ তাতে তিনি লিখেছেন, "হৃদয়ে হওয়া সব আঘাতই প্রাণঘাতী হয় না ! একজন সৈনিকের শরীর থেকে সেনাবাহিনীর চিকিৎসকরা একটি অক্ষত ভিওজি গ্রেনেড অস্ত্রোপচার করে বের করে এনেছেন !" যদিও মন্ত্রীর দাবি, সংশ্লিষ্ট চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করেই এই অস্ত্রোপচার করা হয়েছে ৷

আরও পড়ুন: অন্ধকারেও 'আলো' এসেছে ! নয়া বছরে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইউক্রেন

হ্যানা জানিয়েছেন, যিনি এই অস্ত্রোপচার করেছেন, তিনি ইউক্রেনের সেনাবাহিনীর সবথেকে অভিজ্ঞ শল্যচিকিৎসকদের মধ্যে অন্যতম ৷ তবে এই অস্ত্রোপচারের সময় অত্যাধুনিক বৈদ্যুতিক কিছু সামগ্রী ব্যবহার করা সম্ভব হয়নি ৷ কারণ, সেক্ষেত্রে গ্রেনেডটি ফেটে যেতে পারত ! মন্ত্রী জানিয়েছেন, এই অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয়েছে ৷ এবং ওই সৈনিককে ইতিমধ্য়েই হাসপাতাল থেকে সংশ্লিষ্ট পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি অ্য়াসল্ট রাইফেলের সঙ্গে যুক্ত গ্রেনেড লঞ্চার থেকে এই গ্রেনেডটি ছোড়া হয়েছিল ৷ অস্ত্রোপচারের সময় সেখানে সেনার দুই অভিজ্ঞ সৈনিককে পাহারায় রাখা হয়েছিল ৷ যাতে কোনও অনভিপ্রেত বিপদ ঘটলেই তাঁরা চিকিৎসক ও তাঁর সহকারীদের সহযোগিতা করতে পারেন ৷ ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, তুলনামূলক পুরনো পদ্ধতিতে এই অস্ত্রোপচার করা হয় ৷ তার জেরে আহত সৈনিকের রক্তক্ষরণও বেশি হয় ৷ তবে, তিনি ক্রমশ সেরে উঠছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.