ETV Bharat / international

Ukrainian commander appeal to Elon Musk: প্রাণরক্ষার শেষ আর্জি নিয়ে ইলন মাস্কের শরণে ইউক্রেনের কম্যান্ডার - ইলন মাস্ক

প্রাণরক্ষার শেষ আর্জি নিয়ে ইলন মাস্কের (billionaire Elon Musk has received an SOS from the Ukrainian commander Serhiy Volyna) কাছে দরবার করলেন মারিউপোলের অবরুদ্ধ আজোভস্টালে আটকে পড়া ইউক্রেনের কম্যান্ডার সেরহাই ভলিনা (Ukrainian commander Serhiy Volyna)৷

ukrainian-commander Serhiy Volyna-makes-last-appeal-of-life-to-elon-musk-from-besieged-azovstal
প্রাণরক্ষার শেষ আর্জি নিয়ে ইলন মাস্কের শরণে ইউক্রেনের কম্যান্ডার
author img

By

Published : May 16, 2022, 12:26 PM IST

কিভ, 16 মে: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে তাঁর স্যাটালাইট কমিউনিকেশন পরিষেবা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিলিয়নেয়র ইলন মাস্ক ৷ এ বার তাঁর সাহায্য চেয়ে তাঁর কাছে পৌঁছল একটি এসওএস ৷ মারিউপোলের অবরুদ্ধ আজোভস্টালে আটকে পড়া ইউক্রেনের কম্যান্ডার সেরহাই ভলিনা (Ukrainian commander Serhiy Volyna) ও অন্যান্যরা অবিলম্বে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানিয়েছেন মাস্কের কাছে (billionaire Elon Musk has received an SOS from the Ukrainian commander Serhiy Volyna)৷

অবরুদ্ধ আজোভস্টাল স্টিল প্ল্যান্ট থেকে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের যোদ্ধারা (Ukrainian commander makes 'last appeal of life' to Elon Musk from besieged Azovstal)৷ ভলিনা জানিয়েছেন, আজোভস্টালে বেঁচে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷ টুইটারে তিনি লিখেছেন, "ইলন মাস্ক, লোকে বলে যে আপনি অন্য গ্রহ থেকে এসে মানুষকে শেখান যে অসম্ভবের প্রতি কিভাবে বিশ্বাস রাখতে হয় ৷ আমাদের গ্রহ একে-অপরের পাশাপাশিই আছে, আমি যেখানে আছি সেখানে বাঁচাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷ আমাদের আজোভস্টাল থেকে বের করে মধ্যস্থতাকারী একটি দেশে নিয়ে যেতে সাহায্য করুন ৷"

আরও পড়ুন: Indian Embassy Returns Kyiv : কিভে ফিরছে ভারতীয় দূতাবাস, ফিরবেন পড়ুয়ারা ?

ইউক্রেনের কম্যান্ডারের এই টুইট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে (Ukrainian commander appeal to Elon Musk)৷ নেটিজেনদের অনেকেই ভলিনার সুরে সুর মিলিয়ে ইউক্রেনবাসীদের জন্য সাহায্য প্রার্থনা করেছেন টেসলার সিইও-র কাছে ৷ ইউক্রেনের কম্যান্ডারের মন্তব্যে মনে হয়েছে তাঁদের ধারণা এই মুহূর্তে একমাত্র মিরাকল ঘটাতে পারেন ইলন মাস্ক ৷ ভলিনার শেষ কথাটি সবচেয়ে বেশি দাগ কেটেছে মানুষের মনে ৷ সেখানে লেখা রয়েছে, "যদি আপনি (ইলন মাস্ক) না পারেন, তাহলে কে পারবেন ? একটা ইঙ্গিত দিন ৷"

ইউক্রেনের যোদ্ধাদের প্রাণরক্ষার জন্য ভলিনা এই প্রথমবার সাহায্য চাইলেন এমনটা নয় ৷ এর আগে একটি ভিডিয়ো বার্তা দিয়ে বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানিয়েছিলেন ইউক্রেনের কম্যান্ডার ৷ ভিডিয়োয় তিনি বলেন, "আমাদের সাহায্য করার জন্য সব বিশ্ব নেতাদের কাছে আবেদন জানাচ্ছি ৷ মারিউপোলের সৈনিকরা, 500-রও বেশি আহত যোদ্ধারা, মহিলা ও শিশু-সহ কয়েকশো সাধারণ নাগরিক আবেদন করছি যে, আমাদের উদ্ধার করে অন্য কোনও থার্ড পার্টি দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ৷"

কিভ, 16 মে: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে তাঁর স্যাটালাইট কমিউনিকেশন পরিষেবা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিলিয়নেয়র ইলন মাস্ক ৷ এ বার তাঁর সাহায্য চেয়ে তাঁর কাছে পৌঁছল একটি এসওএস ৷ মারিউপোলের অবরুদ্ধ আজোভস্টালে আটকে পড়া ইউক্রেনের কম্যান্ডার সেরহাই ভলিনা (Ukrainian commander Serhiy Volyna) ও অন্যান্যরা অবিলম্বে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানিয়েছেন মাস্কের কাছে (billionaire Elon Musk has received an SOS from the Ukrainian commander Serhiy Volyna)৷

অবরুদ্ধ আজোভস্টাল স্টিল প্ল্যান্ট থেকে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের যোদ্ধারা (Ukrainian commander makes 'last appeal of life' to Elon Musk from besieged Azovstal)৷ ভলিনা জানিয়েছেন, আজোভস্টালে বেঁচে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷ টুইটারে তিনি লিখেছেন, "ইলন মাস্ক, লোকে বলে যে আপনি অন্য গ্রহ থেকে এসে মানুষকে শেখান যে অসম্ভবের প্রতি কিভাবে বিশ্বাস রাখতে হয় ৷ আমাদের গ্রহ একে-অপরের পাশাপাশিই আছে, আমি যেখানে আছি সেখানে বাঁচাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷ আমাদের আজোভস্টাল থেকে বের করে মধ্যস্থতাকারী একটি দেশে নিয়ে যেতে সাহায্য করুন ৷"

আরও পড়ুন: Indian Embassy Returns Kyiv : কিভে ফিরছে ভারতীয় দূতাবাস, ফিরবেন পড়ুয়ারা ?

ইউক্রেনের কম্যান্ডারের এই টুইট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে (Ukrainian commander appeal to Elon Musk)৷ নেটিজেনদের অনেকেই ভলিনার সুরে সুর মিলিয়ে ইউক্রেনবাসীদের জন্য সাহায্য প্রার্থনা করেছেন টেসলার সিইও-র কাছে ৷ ইউক্রেনের কম্যান্ডারের মন্তব্যে মনে হয়েছে তাঁদের ধারণা এই মুহূর্তে একমাত্র মিরাকল ঘটাতে পারেন ইলন মাস্ক ৷ ভলিনার শেষ কথাটি সবচেয়ে বেশি দাগ কেটেছে মানুষের মনে ৷ সেখানে লেখা রয়েছে, "যদি আপনি (ইলন মাস্ক) না পারেন, তাহলে কে পারবেন ? একটা ইঙ্গিত দিন ৷"

ইউক্রেনের যোদ্ধাদের প্রাণরক্ষার জন্য ভলিনা এই প্রথমবার সাহায্য চাইলেন এমনটা নয় ৷ এর আগে একটি ভিডিয়ো বার্তা দিয়ে বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানিয়েছিলেন ইউক্রেনের কম্যান্ডার ৷ ভিডিয়োয় তিনি বলেন, "আমাদের সাহায্য করার জন্য সব বিশ্ব নেতাদের কাছে আবেদন জানাচ্ছি ৷ মারিউপোলের সৈনিকরা, 500-রও বেশি আহত যোদ্ধারা, মহিলা ও শিশু-সহ কয়েকশো সাধারণ নাগরিক আবেদন করছি যে, আমাদের উদ্ধার করে অন্য কোনও থার্ড পার্টি দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.