ETV Bharat / international

Ukraine Envoy to India: ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ছাঁটাই করলেন জেলেনস্কি, চাকরি খোয়ালেন আরও আট - ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ছাঁটলেন জেলেনস্কি

দক্ষিণ এশিয়া এবং ইউরোপের কয়েকটি দেশ থেকে রাষ্ট্রদূতদের চাকরি থেকে বসিয়ে দিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি ৷ হঠাৎ এমন সিদ্ধান্ত কেন (Ukraine Envoy to India) ?

Ukraine President Zelenskyy
ভোলোদিমির জেলেনস্কি
author img

By

Published : Jul 10, 2022, 8:10 AM IST

কিভ, 10 জুলাই: ন'টি দেশের রাষ্ট্রদূতকে ছাঁটাই করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷ যে তালিকায় রয়েছে ভারতও ৷ এছাড়া জার্মানি, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, নরওয়ে, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায় ইউক্রেনের প্রতিনিধিরা চাকরি খুইয়েছেন, জানিয়েছে ইউক্রেনের প্রথমসারির সংবাদমাধ্যম কিভ ইন্ডিপেনডেন্ট (Ukraine President Zelenskyy sacks Ukraine envoy to India and other nations) ৷ তবে কী কারণে ছাঁটাই, সে বিষয়ে নির্দিষ্ট কোনও কারণ এখনও জানানো হয়নি ৷

এমনকী অপসারিত রাষ্ট্রদূতদের অন্য কোনও পদে বসানো হবে কি না, তা নিয়েও কোনও বার্তা দেওয়া হয়নি । 24 ফেব্রুয়ারি সকালে রাশিয়া ইউক্রেনের উপর সামরিক অভিযানের কথা ঘোষণা করে ৷ লাগাতার আক্রমণে 'বিশ্বের রুটির ঝুড়ি' প্রায় শ্মশানে পরিণত হয়েছে ৷ ভোলোদিমির জেলেনস্কি তাঁর কূটনীতিকদের আন্তর্জাতিক এবং সামরিক সমর্থন আদায়ের আর্জি জানিয়েছেন ৷ রাশিয়ার আক্রমণের পরে 'অপারেশন গঙ্গা'য় ইউক্রেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠনরত 22 হাজার 500 ভারতীয় পড়ুয়াকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ৷

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে আদতে জয়ী হবে না কোনও পক্ষই, মত মোদির

লক্ষাধিক ইউক্রেনীয় দেশ ছেড়েছে ৷ রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ভারত মাঝামাঝি একটি অবস্থান বজায় রেখেছে ৷ ইউক্রেনে ত্রাণ সামগ্রী পাঠানো নিয়ে কোনও রকম রাজনীতি চায়নি ভারত সরকার ৷ এই যুদ্ধে ইউক্রেনে খাদ্য সংকট দেখা দিয়েছে ৷

  • ⚡️Zelensky fires seven Ukrainian ambassadors.

    Specifically, President Volodymyr Zelensky has fired the ambassadors to the Czech Republic, Norway, India, Bangladesh, the Maldives, Nepal, and Sri Lanka.

    — The Kyiv Independent (@KyivIndependent) July 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী, দেশের মধ্যে 1 কোটি 20 লক্ষ মানুষের ত্রাণ সামগ্রী এবং নিরাপত্তা প্রয়োজন ৷ আগামী মাসগুলোতে যে সব ইউক্রেনবাসী প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছে, তাদেরও সুরক্ষা এবং অন্য সব সাহায্য দরকার ৷ 1 মার্চ, রাষ্ট্রসংঘ এবং তার সহযোগী দেশগুলি 170 কোটি মার্কিন ডলার সংগ্রহ করার একটি উদ্যোগ নেয় ৷ এই অর্থ দিয়ে ইউক্রেনে থাকা এবং প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সাহায্য করা হবে ৷

কিভ, 10 জুলাই: ন'টি দেশের রাষ্ট্রদূতকে ছাঁটাই করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷ যে তালিকায় রয়েছে ভারতও ৷ এছাড়া জার্মানি, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, নরওয়ে, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায় ইউক্রেনের প্রতিনিধিরা চাকরি খুইয়েছেন, জানিয়েছে ইউক্রেনের প্রথমসারির সংবাদমাধ্যম কিভ ইন্ডিপেনডেন্ট (Ukraine President Zelenskyy sacks Ukraine envoy to India and other nations) ৷ তবে কী কারণে ছাঁটাই, সে বিষয়ে নির্দিষ্ট কোনও কারণ এখনও জানানো হয়নি ৷

এমনকী অপসারিত রাষ্ট্রদূতদের অন্য কোনও পদে বসানো হবে কি না, তা নিয়েও কোনও বার্তা দেওয়া হয়নি । 24 ফেব্রুয়ারি সকালে রাশিয়া ইউক্রেনের উপর সামরিক অভিযানের কথা ঘোষণা করে ৷ লাগাতার আক্রমণে 'বিশ্বের রুটির ঝুড়ি' প্রায় শ্মশানে পরিণত হয়েছে ৷ ভোলোদিমির জেলেনস্কি তাঁর কূটনীতিকদের আন্তর্জাতিক এবং সামরিক সমর্থন আদায়ের আর্জি জানিয়েছেন ৷ রাশিয়ার আক্রমণের পরে 'অপারেশন গঙ্গা'য় ইউক্রেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠনরত 22 হাজার 500 ভারতীয় পড়ুয়াকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ৷

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে আদতে জয়ী হবে না কোনও পক্ষই, মত মোদির

লক্ষাধিক ইউক্রেনীয় দেশ ছেড়েছে ৷ রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ভারত মাঝামাঝি একটি অবস্থান বজায় রেখেছে ৷ ইউক্রেনে ত্রাণ সামগ্রী পাঠানো নিয়ে কোনও রকম রাজনীতি চায়নি ভারত সরকার ৷ এই যুদ্ধে ইউক্রেনে খাদ্য সংকট দেখা দিয়েছে ৷

  • ⚡️Zelensky fires seven Ukrainian ambassadors.

    Specifically, President Volodymyr Zelensky has fired the ambassadors to the Czech Republic, Norway, India, Bangladesh, the Maldives, Nepal, and Sri Lanka.

    — The Kyiv Independent (@KyivIndependent) July 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী, দেশের মধ্যে 1 কোটি 20 লক্ষ মানুষের ত্রাণ সামগ্রী এবং নিরাপত্তা প্রয়োজন ৷ আগামী মাসগুলোতে যে সব ইউক্রেনবাসী প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছে, তাদেরও সুরক্ষা এবং অন্য সব সাহায্য দরকার ৷ 1 মার্চ, রাষ্ট্রসংঘ এবং তার সহযোগী দেশগুলি 170 কোটি মার্কিন ডলার সংগ্রহ করার একটি উদ্যোগ নেয় ৷ এই অর্থ দিয়ে ইউক্রেনে থাকা এবং প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সাহায্য করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.