ETV Bharat / international

UK Prime Ministerial Election 2022: ভোটদান পর্ব শেষে জোর টক্কর ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক-লিজ ট্রাসের

শুক্রবার সন্ধেয় ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের (UK Prime Ministerial Election 2022) ভোটদান পর্ব শেষ হয়েছে ৷ সোমবার তার ফলপ্রকাশ হবে ৷ ঋষি সুনক (Rishi Sunak) ও লিজ ট্রাসের (Liz Truss) মধ্যে এই লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে বলে মনে করছে ব্রিটেনের রাজনৈতিকমহল ৷

UK Prime Ministerial Election 2022
UK Prime Ministerial Election 2022
author img

By

Published : Sep 3, 2022, 11:56 AM IST

লন্ডন, 3 সেপ্টেম্বর: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে হবেন ? বরিসন জনসনকে (Boris Johnson) সরিয়ে কাকে বেছে নেওয়া হল ? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী সোমবার (UK Prime Ministerial Election 2022) ৷ ভারতীয় বংশোদ্ভুত প্রাক্তন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনক (Rishi Sunak) এবং প্রাক্তন বিদেশ সচিব লিজ ট্রাসের (Liz Truss) মধ্যে একজন ব্রিটেনের প্রধানমন্ত্রীর লড়াইয়ে জয়ী হবেন ৷ ইতিমধ্যে ট্রয় সদস্যরা তাঁদের ভোটদান পর্ব সম্পন্ন করেছেন ৷ গত অগস্ট মাস থেকে শুরু হওয়া ভোটগ্রহণ পর্ব শুক্রবার সন্ধ্য়ায় শেষ হয়েছে ৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক জানিয়েছেন, ট্রয় সদস্যদের অনলাইন ও পোস্টাল ভোটিং শেষ হয়ে গিয়েছে ৷ তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘‘ভোটিং বন্ধ হয়ে গিয়েছে ৷ ধন্যবাদ আমার সব সহকর্মী, প্রচারকারী দল এবং অবশ্যই সকল সদস্য যাঁরা আমার সঙ্গে দেখা করেছেন ও সমর্থন জানিয়েছেন তাঁদের ৷’’ 42 বছরের ঋষি সুনক এবং 47 বছরের লিজ ট্রাসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলেই ব্রিটিশ পার্লামেন্টের তরফে জানা হয়েছে ৷

ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য ট্রয় সদস্যদের মোট ভোট 1 লক্ষ 60 হাজার ৷ আর এই ট্রয় সদস্যদের ভোট পেতে গত এক মাস ধরে দিনরাত প্রচার করে গিয়েছেন ব্রিটেনের দুই প্রধানমন্ত্রী পদপ্রার্থী ৷ তাঁদের প্রচারের সময় ঋষি এবং লিজ দু’জনেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে, তাঁদের সুদূর প্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেছেন ৷ দু’জনেই ইংল্যান্ডে 12টি প্রচার সভা করেছেন ৷ যার শুরু হয়েছিল উত্তর ইংল্যান্ডের লিডস থেকে ৷

আরও পড়ুন: জন্মাষ্টমীতে সস্ত্রীক ইসকন মন্দিরে পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক

এখন সকলের নজর ভোটের ফলাফলের উপর ৷ যেখানে দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলেই সেদেশের রাজনৈতিকমহলের মত ৷ এমনকী এনিয়ে লিজ ট্রাস জানিয়েছেন, তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত । বামপন্থী আর্দশকে হাতিয়ার করেই তিনি প্রতিপক্ষকে পরাজিত করার ব্যাপারে আশাবাদী ।

লন্ডন, 3 সেপ্টেম্বর: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে হবেন ? বরিসন জনসনকে (Boris Johnson) সরিয়ে কাকে বেছে নেওয়া হল ? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী সোমবার (UK Prime Ministerial Election 2022) ৷ ভারতীয় বংশোদ্ভুত প্রাক্তন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনক (Rishi Sunak) এবং প্রাক্তন বিদেশ সচিব লিজ ট্রাসের (Liz Truss) মধ্যে একজন ব্রিটেনের প্রধানমন্ত্রীর লড়াইয়ে জয়ী হবেন ৷ ইতিমধ্যে ট্রয় সদস্যরা তাঁদের ভোটদান পর্ব সম্পন্ন করেছেন ৷ গত অগস্ট মাস থেকে শুরু হওয়া ভোটগ্রহণ পর্ব শুক্রবার সন্ধ্য়ায় শেষ হয়েছে ৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক জানিয়েছেন, ট্রয় সদস্যদের অনলাইন ও পোস্টাল ভোটিং শেষ হয়ে গিয়েছে ৷ তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘‘ভোটিং বন্ধ হয়ে গিয়েছে ৷ ধন্যবাদ আমার সব সহকর্মী, প্রচারকারী দল এবং অবশ্যই সকল সদস্য যাঁরা আমার সঙ্গে দেখা করেছেন ও সমর্থন জানিয়েছেন তাঁদের ৷’’ 42 বছরের ঋষি সুনক এবং 47 বছরের লিজ ট্রাসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলেই ব্রিটিশ পার্লামেন্টের তরফে জানা হয়েছে ৷

ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য ট্রয় সদস্যদের মোট ভোট 1 লক্ষ 60 হাজার ৷ আর এই ট্রয় সদস্যদের ভোট পেতে গত এক মাস ধরে দিনরাত প্রচার করে গিয়েছেন ব্রিটেনের দুই প্রধানমন্ত্রী পদপ্রার্থী ৷ তাঁদের প্রচারের সময় ঋষি এবং লিজ দু’জনেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে, তাঁদের সুদূর প্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেছেন ৷ দু’জনেই ইংল্যান্ডে 12টি প্রচার সভা করেছেন ৷ যার শুরু হয়েছিল উত্তর ইংল্যান্ডের লিডস থেকে ৷

আরও পড়ুন: জন্মাষ্টমীতে সস্ত্রীক ইসকন মন্দিরে পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক

এখন সকলের নজর ভোটের ফলাফলের উপর ৷ যেখানে দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলেই সেদেশের রাজনৈতিকমহলের মত ৷ এমনকী এনিয়ে লিজ ট্রাস জানিয়েছেন, তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত । বামপন্থী আর্দশকে হাতিয়ার করেই তিনি প্রতিপক্ষকে পরাজিত করার ব্যাপারে আশাবাদী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.