ETV Bharat / international

UK PM Johnson is in Kyiv : চমক দিয়ে কিভে ব্রিটিশ প্রধানমন্ত্রী, জেলেনস্কিকে সাহায্যের আশ্বাস দিলেন জনসন

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর এই প্রথম জি-7 গোষ্ঠীর কোনও রাষ্ট্রনেতা ইউক্রেনে গেলেন (UK PM Johnson is in Kyiv) ৷

boris johnson in kyiv
জেলেনস্কিকে সাহায্যের আশ্বাস জনসনের
author img

By

Published : Apr 9, 2022, 10:59 PM IST

কিভ, 9 এপ্রিল : ইউক্রেনের রাজধানী কিভে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson meets Ukraine president Zelenskyy in Kyiv) ৷ শনিবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই বৈঠক হয় ৷ রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এই প্রথম জি-7 গোষ্ঠীর কোনও রাষ্ট্রনেতা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মাটিতে পা দিলেন ৷ তাঁর এই সফর প্রসঙ্গে বরিস জনসন জানিয়েছেন, ইউক্রেনের মানুষকে সহমর্মিতা জানাতে ও তাঁদের পাশে থাকতেই তাঁর এই কিভ সফর ৷

এক টুইট বার্তায় এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী লেখেন, "ইউক্রেনের মানুষকে সমর্থন জানাতে আজ আমি কিভে এসে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেছি ৷ রাশিয়ার নৃশংস আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে তাদের পাশে থাকার যে আশ্বাস আমরা দিয়েছি, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে আজ প্রেসিডেন্টের সঙ্গে নতুন আর্থিক সাহায্য ও সামরিক সাহায্যের বিষয়ে কথা হয়েছে ৷ "

  • Today I met my friend President @ZelenskyyUa in Kyiv as a show of our unwavering support for the people of Ukraine.

    We're setting out a new package of financial & military aid which is a testament of our commitment to his country's struggle against Russia’s barbaric campaign. pic.twitter.com/KNY0Nm6NQ3

    — Boris Johnson (@BorisJohnson) April 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাষ্ট্রসঙ্ঘের মানবধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া, ভারত এবারও থাকল দূরে

ইউক্রেনকে আরও 100 মিলিয়ন পাউন্ড আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ব্রিটেন ৷ সূত্রের খবর, ইউক্রেনকে নয়া যে সামরিক সাহায্য দিতে চলেছে ব্রিটেন তার মধ্যে রয়েছে, এলএলএডব্লিউ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম, অতিরিক্ত এয়ার ডিফেন্স সিস্টেম, নাইট ভিশন চশমা, দেহবর্ম, হেলমেট ইত্যাদি ৷

বরিস জনসনের এই কিভ সফর প্রসঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক টুইটে লিখেছে, "বরিস জনসনকে কিভে স্বাগত ৷ যুদ্ধ শুরু হওয়ার পর জি-7 গোষ্ঠীর কোনও রাষ্ট্রপ্রধান এখানে এলেন ৷ আমাদের গণতান্ত্রিক জোটবদ্ধতা আরও শক্তিশালী হচ্ছে ৷ "

কিভ, 9 এপ্রিল : ইউক্রেনের রাজধানী কিভে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson meets Ukraine president Zelenskyy in Kyiv) ৷ শনিবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই বৈঠক হয় ৷ রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এই প্রথম জি-7 গোষ্ঠীর কোনও রাষ্ট্রনেতা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মাটিতে পা দিলেন ৷ তাঁর এই সফর প্রসঙ্গে বরিস জনসন জানিয়েছেন, ইউক্রেনের মানুষকে সহমর্মিতা জানাতে ও তাঁদের পাশে থাকতেই তাঁর এই কিভ সফর ৷

এক টুইট বার্তায় এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী লেখেন, "ইউক্রেনের মানুষকে সমর্থন জানাতে আজ আমি কিভে এসে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেছি ৷ রাশিয়ার নৃশংস আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে তাদের পাশে থাকার যে আশ্বাস আমরা দিয়েছি, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে আজ প্রেসিডেন্টের সঙ্গে নতুন আর্থিক সাহায্য ও সামরিক সাহায্যের বিষয়ে কথা হয়েছে ৷ "

  • Today I met my friend President @ZelenskyyUa in Kyiv as a show of our unwavering support for the people of Ukraine.

    We're setting out a new package of financial & military aid which is a testament of our commitment to his country's struggle against Russia’s barbaric campaign. pic.twitter.com/KNY0Nm6NQ3

    — Boris Johnson (@BorisJohnson) April 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাষ্ট্রসঙ্ঘের মানবধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া, ভারত এবারও থাকল দূরে

ইউক্রেনকে আরও 100 মিলিয়ন পাউন্ড আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ব্রিটেন ৷ সূত্রের খবর, ইউক্রেনকে নয়া যে সামরিক সাহায্য দিতে চলেছে ব্রিটেন তার মধ্যে রয়েছে, এলএলএডব্লিউ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম, অতিরিক্ত এয়ার ডিফেন্স সিস্টেম, নাইট ভিশন চশমা, দেহবর্ম, হেলমেট ইত্যাদি ৷

বরিস জনসনের এই কিভ সফর প্রসঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক টুইটে লিখেছে, "বরিস জনসনকে কিভে স্বাগত ৷ যুদ্ধ শুরু হওয়ার পর জি-7 গোষ্ঠীর কোনও রাষ্ট্রপ্রধান এখানে এলেন ৷ আমাদের গণতান্ত্রিক জোটবদ্ধতা আরও শক্তিশালী হচ্ছে ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.