ETV Bharat / international

Nirav Modi: আত্মহত্যার ঝুঁকি প্রত্যার্পণে বাধা হতে পারে না, নীরব মোদির আবেদন খারিজ ব্রিটেনের আদালতে - ব্রিটেনের সুপ্রিম কোর্ট

ভারতে প্রত্যার্পণ থেকে বাঁচতে ব্রিটেনের আদালতে ধাক্কা খেলেন হিরে ব্যবসায়ী নীরব মোদি (Nirav Modi) ৷ তাঁর আবেদন খারিজ করে দিল ব্রিটেনের হাইকোর্ট (UK High Court) ৷

uk-high-court-rules-suicide-risk-does-not-bar-extradition-and-dismiss-nirav-modi-appeal
Nirav Modi: আত্মহত্যার ঝুঁকি প্রত্যার্পণে বাধা হতে পারে না, নীরব মোদির আবেদন খারিজ ব্রিটেনের আদালতে
author img

By

Published : Nov 9, 2022, 5:39 PM IST

Updated : Nov 9, 2022, 6:56 PM IST

লন্ডন, 9 নভেম্বর: ব্রিটেনের আদালতে ধাক্কা খেলেন হিরে ব্যবসায়ী নীরব মোদি (Nirav Modi) ৷ ভারতে প্রত্যার্পণ ঠেকাতে তাঁর আবেদন খারিজ হয়ে গেল ব্রিটেনের হাইকোর্টে (UK High Court) ৷ মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে এই আবেদন করেছিলেন তিনি ৷ বুধবার এই মামলার রায় দিতে গিয়ে আদালত জানিয়েছে যে ভারতে গিয়ে প্রতারণা ও অর্থ তছরূপের মামলায় নিপীড়িত হতে হবে বলে আত্মহত্যার ঝুঁকি রয়েছে, এমন নয় বিষয়টি ৷

প্রসঙ্গত, গত বছর নিম্ন আদালত নীরব মোদির ভারতের প্রত্যার্পণের পক্ষেই রায় দিয়েছিল ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন নীরব মোদি ৷ তবে হাইকোর্ট নিম্ন আদালতের রায়কেই যুক্তিযুক্ত বলে জানিয়ে দিয়েছে ৷

তবে এখনও নীরব মোদির আশা টিকে থাকছে ৷ কারণ, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তিনি ব্রিটেনের সুপ্রিম কোর্টে (UK Supreme Court) আবেদন জানাতে পারবেন ৷ আর এর জন্য তাঁর হাতে থাকছে মাত্র 14 দিন ৷ এই 14 দিনের মধ্যেই তাঁকে আবেদন করতে হবে ৷ কিন্তু যদি হাইকোর্ট জানায় যে এর মধ্যে নাগরিক স্বার্থ জড়িয়ে রয়েছে, তবেই সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে ৷ সেক্ষেত্রে নীরব মোদির জন্য ভারতে ফেরা আটকানোর সম্ভাবনা ক্ষীণ ৷ আপাতত তিনি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে আবেদন করতে পারেন এই প্রত্যার্পণ ঠেকানোর জন্য ৷

এদিকে ভারতের তাঁর প্রত্যার্পণের প্রক্রিয়া জারি রয়েছে ৷ তাঁকে এনে মুম্বইয়ের আর্থার রোড জেলে রাখা হতে পারে ৷ সেই প্রস্তুতিও সেরে রাখা আছে ৷ কিন্তু কবে তাঁকে ভারতীয় তদন্তকারী সংস্থা হাতে পাবে, সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত রইল ৷ যদিও ব্রিটেনেও বন্দি অবস্থায় রয়েছেন নীরব ৷ 2019 সাল থেকে তিনি জেলবন্দি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, পিএনবি দুর্নীতিতে (PNB Scam) অভিযুক্ত নীরব মোদি ৷ তাঁর বিরুদ্ধে 2 বিলিয়ন মার্কিন ডলার প্রতারণার অভিযোগ রয়েছে ৷ তাঁর বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্ত করছে ৷ ইতিমধ্যে আদালতের নির্দেশে তাঁর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন: সিবিআইয়ের সাফল্য, পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ঘনিষ্ঠ সুভাষ শঙ্কর ভারতে

লন্ডন, 9 নভেম্বর: ব্রিটেনের আদালতে ধাক্কা খেলেন হিরে ব্যবসায়ী নীরব মোদি (Nirav Modi) ৷ ভারতে প্রত্যার্পণ ঠেকাতে তাঁর আবেদন খারিজ হয়ে গেল ব্রিটেনের হাইকোর্টে (UK High Court) ৷ মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে এই আবেদন করেছিলেন তিনি ৷ বুধবার এই মামলার রায় দিতে গিয়ে আদালত জানিয়েছে যে ভারতে গিয়ে প্রতারণা ও অর্থ তছরূপের মামলায় নিপীড়িত হতে হবে বলে আত্মহত্যার ঝুঁকি রয়েছে, এমন নয় বিষয়টি ৷

প্রসঙ্গত, গত বছর নিম্ন আদালত নীরব মোদির ভারতের প্রত্যার্পণের পক্ষেই রায় দিয়েছিল ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন নীরব মোদি ৷ তবে হাইকোর্ট নিম্ন আদালতের রায়কেই যুক্তিযুক্ত বলে জানিয়ে দিয়েছে ৷

তবে এখনও নীরব মোদির আশা টিকে থাকছে ৷ কারণ, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তিনি ব্রিটেনের সুপ্রিম কোর্টে (UK Supreme Court) আবেদন জানাতে পারবেন ৷ আর এর জন্য তাঁর হাতে থাকছে মাত্র 14 দিন ৷ এই 14 দিনের মধ্যেই তাঁকে আবেদন করতে হবে ৷ কিন্তু যদি হাইকোর্ট জানায় যে এর মধ্যে নাগরিক স্বার্থ জড়িয়ে রয়েছে, তবেই সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে ৷ সেক্ষেত্রে নীরব মোদির জন্য ভারতে ফেরা আটকানোর সম্ভাবনা ক্ষীণ ৷ আপাতত তিনি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে আবেদন করতে পারেন এই প্রত্যার্পণ ঠেকানোর জন্য ৷

এদিকে ভারতের তাঁর প্রত্যার্পণের প্রক্রিয়া জারি রয়েছে ৷ তাঁকে এনে মুম্বইয়ের আর্থার রোড জেলে রাখা হতে পারে ৷ সেই প্রস্তুতিও সেরে রাখা আছে ৷ কিন্তু কবে তাঁকে ভারতীয় তদন্তকারী সংস্থা হাতে পাবে, সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত রইল ৷ যদিও ব্রিটেনেও বন্দি অবস্থায় রয়েছেন নীরব ৷ 2019 সাল থেকে তিনি জেলবন্দি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, পিএনবি দুর্নীতিতে (PNB Scam) অভিযুক্ত নীরব মোদি ৷ তাঁর বিরুদ্ধে 2 বিলিয়ন মার্কিন ডলার প্রতারণার অভিযোগ রয়েছে ৷ তাঁর বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্ত করছে ৷ ইতিমধ্যে আদালতের নির্দেশে তাঁর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন: সিবিআইয়ের সাফল্য, পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ঘনিষ্ঠ সুভাষ শঙ্কর ভারতে

Last Updated : Nov 9, 2022, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.