ETV Bharat / international

Elon Musk on AI: কৃত্তিম বুদ্ধিমত্তা আগামিদিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মত ইলন মাস্কের - Elon Musk on AI

AI Safety Summit: লন্ডনে অনুষ্ঠিত হল এআই সেফটি সামিট ৷ সেখানে হাজির ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, টেসলার সিইও ইলন মাস্ক-সহ অন্যরা ৷ কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স আগামিদিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি মনে করেন ৷

Elon Musk
Elon Musk
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 1:54 PM IST

লন্ডন, 3 নভেম্বর: কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স নিয়ে হইচই পড়ে গিয়েছে সারাবিশ্বে ৷ কিন্তু টেসলার সিইও ইলন মাস্ক মনে করেন কৃত্তিম বুদ্ধিমত্তা আসলে ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ শক্তি হবে ৷ বৃহস্পতিবার লন্ডনে এআই সেফটি সামিটের উদ্বোধনে গিয়ে তিনি এমনটাই জানিয়েছেন বলে সিএনএন জানিয়েছে ৷ ইলন মাস্ক বলেন, ‘‘এআই সম্ভবত ভালো কিছু করার জন্য একটি শক্তি হবে ৷ কিন্তু এটি খারাপ হওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ নয় ।"

ওই সম্মেলনে মাস্ক ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও কথা বলেছেন ৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তাঁরা নিজেদের মধ্যে সাক্ষাৎকার দেওয়ার ভঙ্গিতে কিছুক্ষণ কথা বলেন ৷ সেই আলোচনা হয় ল্যাঙ্কাস্টার হাউসের মঞ্চে ৷ ওই মঞ্চ সাধারণত কূটনৈতিক কারণে ব্যবহার করা হয় ৷

সেই আলোচনা আবার এক্স-এ মাস্কের অ্যাকাউন্টে লাইভ স্ট্রিম করা হয় ৷ টুইটার নামে আগে পরিচিত এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিক এখন ইলন মাস্ক ৷ সিএনএন জানিয়েছে যে ঋষি সুনককে মাস্ক বলেন, ‘‘আমি এই মুহূর্তে দেখে আনন্দিত যে লোকেরা এআইকে গুরুত্ব সহকারে নিচ্ছে ৷ এই শীর্ষ সম্মেলনের জন্য ধন্যবাদ । আমি মনে করি এটি ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ শক্তি হবে ৷" কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পর্কে মাস্কের আরও অনুমান, আগামিদিনে চাকরির প্রয়োজন হবে না ৷ বন্ধুত্বের ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ৷

যে সম্মেলনে তিনি হাজির হয়েছিলেন সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন একাধিক রাজনীতিবিদ, প্রযুক্তি জগতের শীর্ষব্যক্তিরা ৷ তাছাড়া কয়েকজন চিনা আধিকারিকও সেখানে উপস্থিত ছিলেন ৷ পরবর্তী এআই সেফটি সামিট অনুষ্ঠিত হবে 2024 সালে কোরিয়া ও ফ্রান্সে ৷

সিএনএন জানিয়েছে, এই এআই ইভেন্টের প্রথম দিন 25টিরও বেশি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন ব্লেচলে ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে ৷ সেখানে একটি মানবকেন্দ্রিক, বিশ্বস্ত এবং এআই প্রযুক্তি স্থাপনের জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের বিষয়ে সকলে সহমত হয়েছেন ৷ একই সঙ্গে প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিরা এআই নিয়ে উদ্বেগও প্রকাশ করেছন ৷

সুনক ও মাস্ক আলোচনা করেছেন যে কীভাবে ডিজিটাল সুপার-ইন্টালিজেন্স জনসাধারণের উপর প্রভাব ফেলতে পারে ৷ একইভাবে উড়ান এবং গাড়ির মতো শিল্পে এই নিয়ে নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে । এই নিয়ে সহমত হয়েছেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের এআই সংস্থাগুলি এক হলে আরও ভালো হবে বলেই দু’জন মনে করেন ৷

আরও পড়ুন: দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে কী ভূমিকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের !

লন্ডন, 3 নভেম্বর: কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স নিয়ে হইচই পড়ে গিয়েছে সারাবিশ্বে ৷ কিন্তু টেসলার সিইও ইলন মাস্ক মনে করেন কৃত্তিম বুদ্ধিমত্তা আসলে ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ শক্তি হবে ৷ বৃহস্পতিবার লন্ডনে এআই সেফটি সামিটের উদ্বোধনে গিয়ে তিনি এমনটাই জানিয়েছেন বলে সিএনএন জানিয়েছে ৷ ইলন মাস্ক বলেন, ‘‘এআই সম্ভবত ভালো কিছু করার জন্য একটি শক্তি হবে ৷ কিন্তু এটি খারাপ হওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ নয় ।"

ওই সম্মেলনে মাস্ক ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও কথা বলেছেন ৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তাঁরা নিজেদের মধ্যে সাক্ষাৎকার দেওয়ার ভঙ্গিতে কিছুক্ষণ কথা বলেন ৷ সেই আলোচনা হয় ল্যাঙ্কাস্টার হাউসের মঞ্চে ৷ ওই মঞ্চ সাধারণত কূটনৈতিক কারণে ব্যবহার করা হয় ৷

সেই আলোচনা আবার এক্স-এ মাস্কের অ্যাকাউন্টে লাইভ স্ট্রিম করা হয় ৷ টুইটার নামে আগে পরিচিত এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিক এখন ইলন মাস্ক ৷ সিএনএন জানিয়েছে যে ঋষি সুনককে মাস্ক বলেন, ‘‘আমি এই মুহূর্তে দেখে আনন্দিত যে লোকেরা এআইকে গুরুত্ব সহকারে নিচ্ছে ৷ এই শীর্ষ সম্মেলনের জন্য ধন্যবাদ । আমি মনে করি এটি ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ শক্তি হবে ৷" কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পর্কে মাস্কের আরও অনুমান, আগামিদিনে চাকরির প্রয়োজন হবে না ৷ বন্ধুত্বের ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ৷

যে সম্মেলনে তিনি হাজির হয়েছিলেন সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন একাধিক রাজনীতিবিদ, প্রযুক্তি জগতের শীর্ষব্যক্তিরা ৷ তাছাড়া কয়েকজন চিনা আধিকারিকও সেখানে উপস্থিত ছিলেন ৷ পরবর্তী এআই সেফটি সামিট অনুষ্ঠিত হবে 2024 সালে কোরিয়া ও ফ্রান্সে ৷

সিএনএন জানিয়েছে, এই এআই ইভেন্টের প্রথম দিন 25টিরও বেশি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন ব্লেচলে ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে ৷ সেখানে একটি মানবকেন্দ্রিক, বিশ্বস্ত এবং এআই প্রযুক্তি স্থাপনের জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের বিষয়ে সকলে সহমত হয়েছেন ৷ একই সঙ্গে প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিরা এআই নিয়ে উদ্বেগও প্রকাশ করেছন ৷

সুনক ও মাস্ক আলোচনা করেছেন যে কীভাবে ডিজিটাল সুপার-ইন্টালিজেন্স জনসাধারণের উপর প্রভাব ফেলতে পারে ৷ একইভাবে উড়ান এবং গাড়ির মতো শিল্পে এই নিয়ে নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে । এই নিয়ে সহমত হয়েছেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের এআই সংস্থাগুলি এক হলে আরও ভালো হবে বলেই দু’জন মনে করেন ৷

আরও পড়ুন: দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে কী ভূমিকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.