ETV Bharat / international

Shot at California Gurudwara: বন্দুকবাজের তাণ্ডবে ক্যালিফোর্নিয়ার গুরুদ্বারে আহত দুই; পলাতক আততায়ী - বন্দুকবাজের তাণ্ডবে গুরুদ্বারে আহত দুই

এবার ক্যালিফোর্নিয়ার (California Shooting) গুরুদ্বারে চলল গুলির লড়াই। গতকাল স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ আচমকাই গুলির শব্দ শোনা যায় স্যাক্রামেন্টো গুরুদ্বারে। বন্দুকবাজের গুরুতর আহত হন দুই ব্যক্তি। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন। ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো এই গুরুদ্বারে একটি শিখ অনুষ্ঠানের সময় একে অপরের পরিচিত দুই ব্যক্তি সংঘর্ষে লিপ্ত ছিল যা গুলিবর্ষণে পরিণত হয়েছিল।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 27, 2023, 10:49 AM IST

ক্য়ালিফোর্নিয়া, 27 মার্চ: রবিবার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টির একটি গুরুদ্বারে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে খবর ৷ স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিসের সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আহতদের দু'জনের অবস্থাই আশঙ্কাজনক (Two Injured over Shooting) ৷ সেখানকার পুলিশ সূত্রের খবর, বন্দুকের লড়াই এমন দুই ব্যক্তির মধ্যে হয়েছে যারা একে অপরকে জানত ৷ তাই একেবারে ব্যক্তিগত বিবাদের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

স্যাক্রামেন্টো কাউন্টির শেরিফ অফিসের মুখপাত্র অমর গান্ধি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে দাঙ্গা বা সন্ত্রাসের কোনও যোগ নেই। দুই ব্যক্তির মধ্যে বিবাদ ছিল। তার জেরেই আচমকা একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুরুদ্বারেই তিনজনের মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকেই গুলি চলে। সন্দেহভাজনদের মধ্যে একজন ভারতীয় ৷ তিনি বর্তমানে পলাতক। অপর বন্দুকধারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পলাতক বন্দুকধারীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।

ঘটনাক্রমে জানা যায়, স্যাক্রামেন্টো শিখ সোসাইটি রবিবার ব্র্যাডশ রোডের গুরুদ্বারা সাহিব থেকে একটি নগর কীর্তনের (পবিত্র স্তোত্রের মিছিল) আয়োজন করেছিল ৷ হাজার হাজার মানুষ উৎসবে যোগ দেন। সকাল 10টায় অনুষ্ঠান হয়েছিল এবং তা বিকেল 5টা পর্যন্ত চলবে বলে আশা করা হয়েছিল। তারই মাঝে বচসা শুরু ৷ সেখান থেকেই এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালান অপর ব্যক্তি। সঙ্গে সঙ্গেই পালটা গুলি ছুটে আসে তাঁর দিকে। তবে গুলি চালানোর পরে বন্ধুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যান ওই প্রথম ব্যক্তি। অমর গান্ধীর মতে, "এই ঘটনায় অভিযুক্তরা সকলেই একে অপরের পরিচিত বলেই প্রাথমিক অনুমান। দীর্ঘদিনের সমস্যার জেরেই এই হামলা হয়েছে।"

আরও পড়ুন: ওয়াশিংটনে ভারতীয় সাংবাদিককে নিগ্রহ, অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা

তবে, সেই অনুষ্ঠানের মিছিলে একটি অস্থায়ী পর্যটক বাস ছিল তার ব্যানারে লেখা ছিল 'নেভার ফরগেট 1984' (Never Forget 1984)। ব্যানারটি 1984 সালের শিখ বিরোধী দাঙ্গাকে নির্দেশ করে যা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর শিখ দেহরক্ষীদের দ্বারা হত্যার পর দিল্লি এবং অন্যান্য ভারতীয় শহরে ছড়িয়ে পড়ে। কয়েকটি সূত্রের দাবি, দাঙ্গার কারণে জাতীয় রাজধানীতে 2 হাজার 800 জন শিখ নিহত হয়েছিলেন ৷ দেশব্যাপী প্রায় 3 হাজার 350 জন নিহত হয়েছিলেন।

পঞ্জাব সরকার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সহযোগিতায় গত সপ্তাহে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে একটি বড় তদন্ত অভিযান শুরু করেছে। যদিও তার অনেক সহযোগীকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের অসমে পাঠানো হয়েছে । তবে অমৃতপাল এখনও পলাতক। এরপর থেকেই নতুন করে বিশ্বের বিভিন্ন প্রান্তে খালিস্তানিদের সক্রিয়তা বেড়ে গিয়েছে। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস থেকে শুরু করে থেকে লন্ডনের হাই কমিশনের দফতরের সামনে বিক্ষোভও দেখিয়েছে খালিস্তানের সমর্থকরা।

আরও পড়ুন: 'পঞ্জাবের দিকে আমাদের নজর রয়েছে', অমৃতপাল ইস্যুতে মন্তব্য কানাডার বিদেশমন্ত্রীর

ক্য়ালিফোর্নিয়া, 27 মার্চ: রবিবার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টির একটি গুরুদ্বারে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে খবর ৷ স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিসের সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আহতদের দু'জনের অবস্থাই আশঙ্কাজনক (Two Injured over Shooting) ৷ সেখানকার পুলিশ সূত্রের খবর, বন্দুকের লড়াই এমন দুই ব্যক্তির মধ্যে হয়েছে যারা একে অপরকে জানত ৷ তাই একেবারে ব্যক্তিগত বিবাদের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

স্যাক্রামেন্টো কাউন্টির শেরিফ অফিসের মুখপাত্র অমর গান্ধি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে দাঙ্গা বা সন্ত্রাসের কোনও যোগ নেই। দুই ব্যক্তির মধ্যে বিবাদ ছিল। তার জেরেই আচমকা একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুরুদ্বারেই তিনজনের মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকেই গুলি চলে। সন্দেহভাজনদের মধ্যে একজন ভারতীয় ৷ তিনি বর্তমানে পলাতক। অপর বন্দুকধারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পলাতক বন্দুকধারীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।

ঘটনাক্রমে জানা যায়, স্যাক্রামেন্টো শিখ সোসাইটি রবিবার ব্র্যাডশ রোডের গুরুদ্বারা সাহিব থেকে একটি নগর কীর্তনের (পবিত্র স্তোত্রের মিছিল) আয়োজন করেছিল ৷ হাজার হাজার মানুষ উৎসবে যোগ দেন। সকাল 10টায় অনুষ্ঠান হয়েছিল এবং তা বিকেল 5টা পর্যন্ত চলবে বলে আশা করা হয়েছিল। তারই মাঝে বচসা শুরু ৷ সেখান থেকেই এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালান অপর ব্যক্তি। সঙ্গে সঙ্গেই পালটা গুলি ছুটে আসে তাঁর দিকে। তবে গুলি চালানোর পরে বন্ধুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যান ওই প্রথম ব্যক্তি। অমর গান্ধীর মতে, "এই ঘটনায় অভিযুক্তরা সকলেই একে অপরের পরিচিত বলেই প্রাথমিক অনুমান। দীর্ঘদিনের সমস্যার জেরেই এই হামলা হয়েছে।"

আরও পড়ুন: ওয়াশিংটনে ভারতীয় সাংবাদিককে নিগ্রহ, অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা

তবে, সেই অনুষ্ঠানের মিছিলে একটি অস্থায়ী পর্যটক বাস ছিল তার ব্যানারে লেখা ছিল 'নেভার ফরগেট 1984' (Never Forget 1984)। ব্যানারটি 1984 সালের শিখ বিরোধী দাঙ্গাকে নির্দেশ করে যা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর শিখ দেহরক্ষীদের দ্বারা হত্যার পর দিল্লি এবং অন্যান্য ভারতীয় শহরে ছড়িয়ে পড়ে। কয়েকটি সূত্রের দাবি, দাঙ্গার কারণে জাতীয় রাজধানীতে 2 হাজার 800 জন শিখ নিহত হয়েছিলেন ৷ দেশব্যাপী প্রায় 3 হাজার 350 জন নিহত হয়েছিলেন।

পঞ্জাব সরকার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সহযোগিতায় গত সপ্তাহে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে একটি বড় তদন্ত অভিযান শুরু করেছে। যদিও তার অনেক সহযোগীকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের অসমে পাঠানো হয়েছে । তবে অমৃতপাল এখনও পলাতক। এরপর থেকেই নতুন করে বিশ্বের বিভিন্ন প্রান্তে খালিস্তানিদের সক্রিয়তা বেড়ে গিয়েছে। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস থেকে শুরু করে থেকে লন্ডনের হাই কমিশনের দফতরের সামনে বিক্ষোভও দেখিয়েছে খালিস্তানের সমর্থকরা।

আরও পড়ুন: 'পঞ্জাবের দিকে আমাদের নজর রয়েছে', অমৃতপাল ইস্যুতে মন্তব্য কানাডার বিদেশমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.