ETV Bharat / international

Two Aircraft Collide: ভেটেরান্স ডে এয়ার শো-তে 2টি ঐতিহাসিক মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ

এয়ার শো চলাকালীন দু’টি ঐতিহাসিক মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ (Two Aircraft Collide During Veterans Day Air Show in Dallas) ৷ ডালাসে ভেটেরান্স ডে এয়ার শো চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে ৷

author img

By

Published : Nov 13, 2022, 9:35 AM IST

Updated : Nov 13, 2022, 9:50 AM IST

Two Aircraft Collide During Veterans Day Air Show in Dallas
Two Aircraft Collide During Veterans Day Air Show in Dallas

ডালাস, 13 নভেম্বর: এয়ার শো চলাকালীন দুই মার্কিন ঐতিহাসিক বায়ুসেনা বিমানের সংঘর্ষ ৷ এর জেরে বিমান দু’টি মাটিতে আছড়ে পড়ে ৷ শনিবার আমেরিকার ডালাসে ঘটনাটি ঘটেছে (Two Aircraft Collide During Veterans Day Air Show in Dallas) ৷ সংঘর্ষের পরেই বায়ুসেনার বিমান দু’টিতে আগুন ধরে যায় ও কালো ধোঁয়া বেরতে শুরু করে ৷ ওই বিমান দু’টিতে পাইলট-সহ 6 জন সওয়ার ছিলেন ৷ তবে, সেগুলি মাটিতে আছড়ে পড়ার পর ঠিক কী কী ঘটেছে তা এখনও জানা যায়নি ৷

এই দুর্ঘটনা নিয়ে স্মারক বিমান দু’টির বর্তমান মালিক লেহ ব্লক জানিয়েছেন, মার্কিন ভেটেরান্স ডে উপলক্ষে সপ্তাহ শেষের একটি এয়ার শো চলছিল ৷ যার মধ্যে বি-17 ফ্লাই ফোরট্রেস বম্বার বিমানে পাইলট-সহ 5 জন ক্রিউ মেম্বার ছিলেন ৷ আর পি-63 কিংকোবরা ফাইটার প্লেনে একজন সওয়ার ছিলেন ৷

যুদ্ধবিমানের সংঘর্ষের পরেই জরুরি বিভাগের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছায়, যেখানে বিমান দু’টি ভেঙে পড়ে ৷ জানা গিয়েছে, ডালাস শহর থেকে 16 কিলোমিটার দূরে ডালাস এক্সিকিউটিভ এয়ারপোর্টে বিমান দু’টি ভেঙে পড়েছে ৷ এয়ার শো দেখতে আসা এক দর্শক অ্যানথনি মনতোয়া জানিয়েছেন, ‘‘সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে যান ৷ দুর্ঘটনার পর সবার চোখে জল ছিল ৷ সবাই একটা ঘোরের মধ্য ছিলেন ৷’’

আরও পড়ুন: রুটিন উড়ানের সময় সমুদ্র সৈকতে ভেঙে পড়ল মিগ যুদ্ধবিমান

ডালাসের মেয়র এরিক জনসন জানিয়েছেন, বিমান দু’টি যেখানে ভেঙে পড়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সেই জায়গার দখল নিয়েছে ৷ সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের কর্মীরাও রয়েছেন ৷ টুইটারে তিনি জানিয়েছেন, ‘‘দুর্ঘটনার ভিডিয়োগুলি হৃদয় বিদারক ৷’’ সেখানে উপস্থিত ছিলেন মৃত বায়ুসেনা কর্মীর স্ত্রী, যিনি নিজে একজন পাইলট ৷ তিনি বিমান দু’টিকে মাঝ আকাশে ধাক্কা লাগতে দেখেননি ৷ তবে, দুর্ঘটনার পর জ্বলন্ত বিমান দু’টিকে নিচে নেমে আসতে দেখেছিলেন ৷ তিনি আশা প্রকাশ করেছেন, বিমানে সওয়ার সকলে নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছেন ৷ কিন্তু, বাস্তবে তা সম্ভব বলে মনে করেন না তিনি ৷

ডালাস, 13 নভেম্বর: এয়ার শো চলাকালীন দুই মার্কিন ঐতিহাসিক বায়ুসেনা বিমানের সংঘর্ষ ৷ এর জেরে বিমান দু’টি মাটিতে আছড়ে পড়ে ৷ শনিবার আমেরিকার ডালাসে ঘটনাটি ঘটেছে (Two Aircraft Collide During Veterans Day Air Show in Dallas) ৷ সংঘর্ষের পরেই বায়ুসেনার বিমান দু’টিতে আগুন ধরে যায় ও কালো ধোঁয়া বেরতে শুরু করে ৷ ওই বিমান দু’টিতে পাইলট-সহ 6 জন সওয়ার ছিলেন ৷ তবে, সেগুলি মাটিতে আছড়ে পড়ার পর ঠিক কী কী ঘটেছে তা এখনও জানা যায়নি ৷

এই দুর্ঘটনা নিয়ে স্মারক বিমান দু’টির বর্তমান মালিক লেহ ব্লক জানিয়েছেন, মার্কিন ভেটেরান্স ডে উপলক্ষে সপ্তাহ শেষের একটি এয়ার শো চলছিল ৷ যার মধ্যে বি-17 ফ্লাই ফোরট্রেস বম্বার বিমানে পাইলট-সহ 5 জন ক্রিউ মেম্বার ছিলেন ৷ আর পি-63 কিংকোবরা ফাইটার প্লেনে একজন সওয়ার ছিলেন ৷

যুদ্ধবিমানের সংঘর্ষের পরেই জরুরি বিভাগের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছায়, যেখানে বিমান দু’টি ভেঙে পড়ে ৷ জানা গিয়েছে, ডালাস শহর থেকে 16 কিলোমিটার দূরে ডালাস এক্সিকিউটিভ এয়ারপোর্টে বিমান দু’টি ভেঙে পড়েছে ৷ এয়ার শো দেখতে আসা এক দর্শক অ্যানথনি মনতোয়া জানিয়েছেন, ‘‘সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে যান ৷ দুর্ঘটনার পর সবার চোখে জল ছিল ৷ সবাই একটা ঘোরের মধ্য ছিলেন ৷’’

আরও পড়ুন: রুটিন উড়ানের সময় সমুদ্র সৈকতে ভেঙে পড়ল মিগ যুদ্ধবিমান

ডালাসের মেয়র এরিক জনসন জানিয়েছেন, বিমান দু’টি যেখানে ভেঙে পড়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সেই জায়গার দখল নিয়েছে ৷ সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের কর্মীরাও রয়েছেন ৷ টুইটারে তিনি জানিয়েছেন, ‘‘দুর্ঘটনার ভিডিয়োগুলি হৃদয় বিদারক ৷’’ সেখানে উপস্থিত ছিলেন মৃত বায়ুসেনা কর্মীর স্ত্রী, যিনি নিজে একজন পাইলট ৷ তিনি বিমান দু’টিকে মাঝ আকাশে ধাক্কা লাগতে দেখেননি ৷ তবে, দুর্ঘটনার পর জ্বলন্ত বিমান দু’টিকে নিচে নেমে আসতে দেখেছিলেন ৷ তিনি আশা প্রকাশ করেছেন, বিমানে সওয়ার সকলে নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছেন ৷ কিন্তু, বাস্তবে তা সম্ভব বলে মনে করেন না তিনি ৷

Last Updated : Nov 13, 2022, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.