নিউইয়র্ক, 5 জুন : জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধা জানিয়ে একটি ক্যাম্পেন ভিডিয়ো টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প । কপিরাইট ইশুতে ট্রাম্পের সেই ভিডিয়োটি ব্লক করল টুইটার । এর আগেও হিংসাত্মক মন্তব্যের অভিযোগে ট্রাম্পের টুইট ডিলিট করেছিল টুইটার ।
ট্রাম্পের ভিডিয়োটি ব্লক করে টুইটার লেখে, “একজন কপিরাইট মালিকের দাবি মেনে এই মিডিয়াটি ডিসেবল করা হয়েছে ।”
টুইটারের তরফে ভিডিয়োটি ব্লক করার পর একটি বিবৃতিতে ব্লক করার কারণ জানানো হয় । তারা বিবৃতিতে জানায়, আমাদের কপিরাইট নীতি অনুযায়ী, একজন কপিরাইট মালিকের পাঠানো অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করেছি ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেলে সেই ভিডিয়োটি এখনও রয়েছে । 3 মিনিট 45 সেকেন্ডের এই ভিডিয়োয় একাধিক ছবি এবং ভিডিয়োর মন্তাজ দেখতে পাওয়া যায় । জর্জ ফ্লয়েডের ছবিও সেখানে রয়েছে । কয়েকটি ক্লিপিং-এ দেখা যায় পুলিশকর্মীরা জ্বলন্ত বাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদকারীদের আলিঙ্গন করছে । সঙ্গে পিয়ানোর ধ্বনি আবহে শোনা যায় । শোনা যায় ট্রাম্পের বক্তব্য ।
এর আগেও প্রতিবাদকারীদের উদ্দেশে হিংসাত্মক মন্তব্য করার অভিযোগে ট্রাম্পের টুইট ডিলিট করেছিল টুইটার । এইবার কপিরাইট ইশুতে ব্লক হল তাঁর টুইট ।