ETV Bharat / international

Tsunami Warning in Solomon Islands: তীব্র ভূকম্পনে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ, জারি সুনামি-সতর্কতা - প্রশান্ত মহাসাগর

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ভূমিকম্প হয় সলোমন দ্বীপপুঞ্জের কাছে ৷ তারপরেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে (Earthquake of 7.0 magnitude hits Solomon Islands) ৷

Tsunami Warning
ETV Bharat
author img

By

Published : Nov 22, 2022, 10:32 AM IST

Updated : Nov 22, 2022, 11:22 AM IST

ওয়েলিংটন, 22 নভেম্বর: আসতে পারে সুনামি ৷ মঙ্গলবার দুপুরে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে সলোমন দ্বীপপুঞ্জ ৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল 7 ৷ তারপরেই সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কারও জখম হওয়ার বা মৃত্যুর খবর পাওয়া যায়নি (A powerful magnitude 7.0 earthquake struck near the Solomon Islands) ৷

আনুমানিক একশো দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জের সরকারি মুখপাত্র জর্জ হার্মিং জানিয়েছেন, তিনি তাঁর দফতরের দোতলায় কাজ করছিলেন ৷ রাজধানী হোনিয়ারার (Honiara) এই বাড়িটি অবস্থিত ৷ ভূমিকম্পের সঙ্গে সঙ্গে তিনি টেবিলের তলায় ঢুকে পড়েন ৷ তিনি বলেন, "এটা সাংঘাতিক অভিজ্ঞতা ৷ সবাইকে ধাক্কা দিয়েছে ৷ ভূমিকম্পের ফলে টেবিল, ডেস্ক, বই- সবকিছু ছড়িয়ে গিয়েছে ৷ কিন্তু বাড়িটির কোনও বড়সড়ো ক্ষতি হয়নি ৷" তিনি আরও জানান, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দ্বীপপুঞ্জে প্রায় 7 লক্ষ মানুষের বাস ৷ এখানে ভূমিকম্পে ভেঙে পড়তে পারে এমন কোনও বহুতল বাড়ি নেই ৷ তবে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির বাইরের এসেছেন এবং তার ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয় ৷

আরও পড়ুন: ভয়াবহ ভূকম্পে কাঁপল জাকার্তা ! মৃত কমপক্ষে 162, আহত 700

স্থানীয় এক সাংবাদিক চার্লি পিরিংগি জানালেন, তিনি রাজধানী হোনিয়ারার শহরতলিতে একটি স্কুলের কাছে দাঁড়িয়েছিলেন ৷ ভূমিকম্পে ভয় পেয়ে শিশুরা দৌড়াদৌড়ি শুরু করে ৷ তাঁর কথায়, "ভূমিকম্পে জায়গাটা কেঁপে ওঠে ৷ এটা বেশ তীব্র ছিল ৷ আমরা সবাই এদিক ওদিক ছুটোছুটি শুরু করে দিই ৷"

মার্কিন জিওলজিক্যাল সার্ভে (US Geological Survey) অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র হোনিয়ারা থেকে দক্ষিণপশ্চিমে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত ৷ সমুদ্রের গভীরে 13 কিলোমিটার (8 মাইল) ৷ প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (The Pacific Tsunami Warning Centre) জানিয়েছে, এই অঞ্চলে বিশাল ঢেউ আছড়ে পড়তে পারে ৷ সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একেবারে রিং অফ ফায়ারে অবস্থিত ৷ প্রশান্ত মহাসাগরের যে জায়গায় বহু আগ্নেয়গিরিতে বিস্ফোরণ এবং ভূমিকম্প হয়ে থাকে ৷

ওয়েলিংটন, 22 নভেম্বর: আসতে পারে সুনামি ৷ মঙ্গলবার দুপুরে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে সলোমন দ্বীপপুঞ্জ ৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল 7 ৷ তারপরেই সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কারও জখম হওয়ার বা মৃত্যুর খবর পাওয়া যায়নি (A powerful magnitude 7.0 earthquake struck near the Solomon Islands) ৷

আনুমানিক একশো দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জের সরকারি মুখপাত্র জর্জ হার্মিং জানিয়েছেন, তিনি তাঁর দফতরের দোতলায় কাজ করছিলেন ৷ রাজধানী হোনিয়ারার (Honiara) এই বাড়িটি অবস্থিত ৷ ভূমিকম্পের সঙ্গে সঙ্গে তিনি টেবিলের তলায় ঢুকে পড়েন ৷ তিনি বলেন, "এটা সাংঘাতিক অভিজ্ঞতা ৷ সবাইকে ধাক্কা দিয়েছে ৷ ভূমিকম্পের ফলে টেবিল, ডেস্ক, বই- সবকিছু ছড়িয়ে গিয়েছে ৷ কিন্তু বাড়িটির কোনও বড়সড়ো ক্ষতি হয়নি ৷" তিনি আরও জানান, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দ্বীপপুঞ্জে প্রায় 7 লক্ষ মানুষের বাস ৷ এখানে ভূমিকম্পে ভেঙে পড়তে পারে এমন কোনও বহুতল বাড়ি নেই ৷ তবে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির বাইরের এসেছেন এবং তার ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয় ৷

আরও পড়ুন: ভয়াবহ ভূকম্পে কাঁপল জাকার্তা ! মৃত কমপক্ষে 162, আহত 700

স্থানীয় এক সাংবাদিক চার্লি পিরিংগি জানালেন, তিনি রাজধানী হোনিয়ারার শহরতলিতে একটি স্কুলের কাছে দাঁড়িয়েছিলেন ৷ ভূমিকম্পে ভয় পেয়ে শিশুরা দৌড়াদৌড়ি শুরু করে ৷ তাঁর কথায়, "ভূমিকম্পে জায়গাটা কেঁপে ওঠে ৷ এটা বেশ তীব্র ছিল ৷ আমরা সবাই এদিক ওদিক ছুটোছুটি শুরু করে দিই ৷"

মার্কিন জিওলজিক্যাল সার্ভে (US Geological Survey) অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র হোনিয়ারা থেকে দক্ষিণপশ্চিমে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত ৷ সমুদ্রের গভীরে 13 কিলোমিটার (8 মাইল) ৷ প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (The Pacific Tsunami Warning Centre) জানিয়েছে, এই অঞ্চলে বিশাল ঢেউ আছড়ে পড়তে পারে ৷ সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একেবারে রিং অফ ফায়ারে অবস্থিত ৷ প্রশান্ত মহাসাগরের যে জায়গায় বহু আগ্নেয়গিরিতে বিস্ফোরণ এবং ভূমিকম্প হয়ে থাকে ৷

Last Updated : Nov 22, 2022, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.