ETV Bharat / international

Nepal Plane Crash History: এই প্রথম নয়, বারবার বিমান দুর্ঘটনার সাক্ষী নেপাল ! - নেপালে বিমান দুর্ঘটনা

নেপালে বিমান দুর্ঘটনা নতুন কিছু নয় ৷ ইতিহাস বলছে, নেপালের আকাশসীমায় বারবার প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েছে দেশি ও বিদেশি সংস্থার অসংখ্য উড়ান (Nepal Plane Crash History) ৷ তেমনই কয়েকটির খোঁজ নিল ইটিভি ভারত ৷

top 10 incidents from Nepal Plane Crash History
2018 সালের 12 মার্চ ৷ কাঠমাণ্ডুতে ভেঙে পড়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের এই বিমান ৷ ফাইল ছবি ৷
author img

By

Published : Jan 15, 2023, 12:36 PM IST

Updated : Jan 15, 2023, 1:27 PM IST

কাঠমাণ্ডু, 15 জানুয়ারি: আবারও নেপালে ভেঙে পড়ল বিমান ৷ যদিও, নেপালে এই ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয় ৷ ইতিহাস বলছে, শুধুমাত্র ঘরোয়া বিমান নয়, নেপালে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে বহু বিদেশি ও আন্তর্জাতিক উড়ান ৷ পরিসংখ্যান ধরলে দেখা যাবে, গত 30 বছরেরও বেশি সময় ধরে নেপালে অন্তত 27টি ভয়াবহ বিমান দুর্ঘটনা (Nepal Plane Crash History) ঘটেছে ৷ যার মধ্যে 20টিকে সাম্প্রতিক সময়ের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা ৷ ইউএস-বাংলা এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক বিমান যেমন দুর্ঘটনার কবলে পড়েছে, তেমনই ঘরোয়া উড়ান পরিষেবার আওতাভুক্ত তারা এয়ারের বিমানও ভেঙে পড়েছে নেপালে ৷ নেপালে ঘটে যাওয়া ইদানীংকালের সবথেকে ভয়াবহ 10টি বিমান দুর্ঘটনা হল-

1) রয়্যাল নেপাল এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা:

1962 সালের 1 অগাস্ট এই দুর্ঘটনাটি ঘটে ৷ ভারতের তিরুবনন্তপুরম (তৎকালীন গাউচার বিমানবন্দর) থেকে উড়ান শুরু করা বিমানটির অন্তিম গন্তব্য ছিল দিল্লির পালাম বিমানবন্দর (বর্তমানে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর) ৷ নেপালের তুলাচান ধুরি এলাকায় ভেঙে পড়ে রয়্য়াল নেপাল এয়ারলাইন্স পরিচালিত ডগলাস ডিসি-3 বিমানটি ৷ প্রাণ যায় বিমানে সওয়ার 10 জন যাত্রী এবং চারজন বিমানকর্মীর মধ্যে সকলেরই ৷ মৃতদের তালিকায় ছিলেন নেপালে নিযুক্ত ভারতের তৎকালীন রাষ্ট্রদূতও ৷

আরও পড়ুন: নেপালে বিমান দুর্ঘটনায় 16 দেহ উদ্ধার, যাত্রী-ক্রু মিলিয়ে ছিলেন 72 জন

2) থাই এয়ারওয়েজ বিমান দুর্ঘটনা:

1992 সালের 31 জুলাই থাইল্যান্ড থেকে কাঠমাণ্ডু আসছিল থাই এয়ারওয়েজের ফ্লাইট 311 ৷ কিন্তু, অবতরণের আগেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি ৷ পরে জানা যায়, দুর্ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যে কর্মী ওই বিমানের চালকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, তিনি ভালো ইংরেজি জানতেন না ! ফলে বিমানচালক তাঁর সমস্যার কথা জানালেও কোনও উত্তর দেননি এটিসির ওই কর্মী ! তার জেরেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ এই দুর্ঘটনার পর কর্মীদের ভাষা শিক্ষার উপর আরও জোর দেয় সংশ্লিষ্ট প্রশাসন ৷

3) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা:

1992 সালেরই 28 সেপ্টেম্বর নেপালে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটে ৷ কাঠমাণ্ডুতে অবতরণের আগেই ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট 268 ৷ প্রাণ যায় বিমানে সওয়ার মোট 167 জনের মধ্যে সকলের ৷ এখনও পর্যন্ত এই দুর্ঘটনা পাকিস্তান এবং নেপালের ইতিহাসে সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে ৷

top 10 incidents from Nepal Plane Crash History
1992 সালের 28 সেপ্টেম্বর নেপালে দুর্ঘটনার কবলে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট 268 ৷ -ফাইল ছবি ৷

4) রয়্যাল নেপাল এয়ারলাইন্স টুইন অটার দুর্ঘটনা:

আকারে ছোট এবং হালকা ওজনের টুইন অটার বিমানে দু'টি ইঞ্জিন থাকে ৷ কানাডার একটি বিমান সংস্থার তৈরি এমনই একটি বিমান ঘরোয়া উড়ান হিসাবে চালাত রয়্যাল নেপাল এয়ারলাইন্স ৷ 2000 সালের 27 জুলাই সেই বিমানটি নেপালের বাঝাং বিমানবন্দর থেকে উড়ান শুরু করে ৷ গন্তব্য ছিল নেপালেরই ধনগাধি বিমানবন্দর ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই ভেঙে পড়ে সেটি ৷ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় দাদেলধুরা জেলার জগবুধায় ৷ মৃত্যু হয় বিমানে সওয়ার 25 জনের ৷

5) ইয়েতি এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা:

ইয়েতি এয়ারলাইন্স এয়ারলাইনার 103 বিমানটিও ছিল নেপালের ঘরোয়া উড়ানের অন্তর্ভুক্ত ৷ 2008 সালের 8 অক্টোবর পূর্ব নেপালের লুকলার তেনজিং-হিলারি বিমানবন্দরে অবতরণের আগেই ভেঙে পড়ে সেটি ৷ ঘটনায় মৃত্যু হয় 14 জনের ৷ প্রাণ বাঁচেন মাত্র একজন ৷ তাঁর নাম সুরেন্দ্র কুনওয়ার ৷

6) অগ্নি এয়ার বিমান দুর্ঘটনা:

অগ্নি এয়ারের এয়ারক্রাফ্ট 101 উড়ানটিও ছিল ঘরোয়া ৷ নেপালের কাঠমাণ্ডু থেকে যাত্রা শুরু হয়েছিল বিমানটির ৷ গন্তব্য ছিল লুকলা ৷ তার আগেই 14 জন সওয়ারি নিয়ে ভেঙে পড়ে বিমানটি ৷ মৃত্যু হয় সকলের ৷ দিনটি ছিল 2010 সালের 24 অগাস্ট ৷

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, দেখুন প্রতি মুহূর্তের আপডেট

7) বুদ্ধা এয়ার বিমান দুর্ঘটনা:

বুদ্ধা এয়ারের ফ্লাইট 103 ভেঙে পড়ে 2011 সালের 25 সেপ্টেম্বর ৷ দুর্ঘটনাটি ঘটে নেপালের ললিতপুরে ৷ আবহাওয়া খারাপ থাকায় কাঠমাণ্ডু বিমানবন্দরের কাছে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন বিমানচালক ৷ তখনই ঘটে যায় দুর্ঘটনা ৷ বিমানে সওয়ার 19 জনের সকলেরই মৃত্যু হয় ৷

8) সীতা এয়ার বিমান দুর্ঘটনা:

প্রায় একবছর পর 2012 সালের 28 সেপ্টেম্বর সীতা এয়ারের ফ্লাইট 601 ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ৷ বিমানটি কাঠমাণ্ডু থেকে লুকলা যাচ্ছিল ৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয় 19 জনের ৷

9) ইউএস-বাংলা এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা:

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট 211 ঢাকা থেকে কাঠমাণ্ডু আসছিল ৷ দিনটি ছিল 2018 সালের 12 মার্চ ৷ বিমানে সওয়ার ছিলেন মোট 71 জন ৷ তাঁদের মধ্যে 51 জনের মৃত্যু হয় ৷ বাকিরা কোনও মতে বেঁচে যান ৷

top 10 incidents from Nepal Plane Crash History
2022 সালের 30 মে তারা এয়ারের এই জেট বিমানটি প্রথমে উধাও হয়ে যায় ! পরে উদ্ধার হয় বিমানের ধ্বংসাবশেষ ৷ -ফাইল ছবি ৷

10) তারা এয়ার বিমান দুর্ঘটনা:

তারা এয়ারের জেট বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে গত বছরের 30 মে ৷ গন্তব্যে পৌঁছনোর আগেই বিমানটি হঠাৎ উধাও হয়ে যায় ৷ পরে সেটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় ৷ উদ্ধার হয় বিমানে সওয়ার 22 জনের দেহও ৷

কাঠমাণ্ডু, 15 জানুয়ারি: আবারও নেপালে ভেঙে পড়ল বিমান ৷ যদিও, নেপালে এই ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয় ৷ ইতিহাস বলছে, শুধুমাত্র ঘরোয়া বিমান নয়, নেপালে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে বহু বিদেশি ও আন্তর্জাতিক উড়ান ৷ পরিসংখ্যান ধরলে দেখা যাবে, গত 30 বছরেরও বেশি সময় ধরে নেপালে অন্তত 27টি ভয়াবহ বিমান দুর্ঘটনা (Nepal Plane Crash History) ঘটেছে ৷ যার মধ্যে 20টিকে সাম্প্রতিক সময়ের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা ৷ ইউএস-বাংলা এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক বিমান যেমন দুর্ঘটনার কবলে পড়েছে, তেমনই ঘরোয়া উড়ান পরিষেবার আওতাভুক্ত তারা এয়ারের বিমানও ভেঙে পড়েছে নেপালে ৷ নেপালে ঘটে যাওয়া ইদানীংকালের সবথেকে ভয়াবহ 10টি বিমান দুর্ঘটনা হল-

1) রয়্যাল নেপাল এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা:

1962 সালের 1 অগাস্ট এই দুর্ঘটনাটি ঘটে ৷ ভারতের তিরুবনন্তপুরম (তৎকালীন গাউচার বিমানবন্দর) থেকে উড়ান শুরু করা বিমানটির অন্তিম গন্তব্য ছিল দিল্লির পালাম বিমানবন্দর (বর্তমানে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর) ৷ নেপালের তুলাচান ধুরি এলাকায় ভেঙে পড়ে রয়্য়াল নেপাল এয়ারলাইন্স পরিচালিত ডগলাস ডিসি-3 বিমানটি ৷ প্রাণ যায় বিমানে সওয়ার 10 জন যাত্রী এবং চারজন বিমানকর্মীর মধ্যে সকলেরই ৷ মৃতদের তালিকায় ছিলেন নেপালে নিযুক্ত ভারতের তৎকালীন রাষ্ট্রদূতও ৷

আরও পড়ুন: নেপালে বিমান দুর্ঘটনায় 16 দেহ উদ্ধার, যাত্রী-ক্রু মিলিয়ে ছিলেন 72 জন

2) থাই এয়ারওয়েজ বিমান দুর্ঘটনা:

1992 সালের 31 জুলাই থাইল্যান্ড থেকে কাঠমাণ্ডু আসছিল থাই এয়ারওয়েজের ফ্লাইট 311 ৷ কিন্তু, অবতরণের আগেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি ৷ পরে জানা যায়, দুর্ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যে কর্মী ওই বিমানের চালকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, তিনি ভালো ইংরেজি জানতেন না ! ফলে বিমানচালক তাঁর সমস্যার কথা জানালেও কোনও উত্তর দেননি এটিসির ওই কর্মী ! তার জেরেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ এই দুর্ঘটনার পর কর্মীদের ভাষা শিক্ষার উপর আরও জোর দেয় সংশ্লিষ্ট প্রশাসন ৷

3) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা:

1992 সালেরই 28 সেপ্টেম্বর নেপালে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটে ৷ কাঠমাণ্ডুতে অবতরণের আগেই ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট 268 ৷ প্রাণ যায় বিমানে সওয়ার মোট 167 জনের মধ্যে সকলের ৷ এখনও পর্যন্ত এই দুর্ঘটনা পাকিস্তান এবং নেপালের ইতিহাসে সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে ৷

top 10 incidents from Nepal Plane Crash History
1992 সালের 28 সেপ্টেম্বর নেপালে দুর্ঘটনার কবলে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট 268 ৷ -ফাইল ছবি ৷

4) রয়্যাল নেপাল এয়ারলাইন্স টুইন অটার দুর্ঘটনা:

আকারে ছোট এবং হালকা ওজনের টুইন অটার বিমানে দু'টি ইঞ্জিন থাকে ৷ কানাডার একটি বিমান সংস্থার তৈরি এমনই একটি বিমান ঘরোয়া উড়ান হিসাবে চালাত রয়্যাল নেপাল এয়ারলাইন্স ৷ 2000 সালের 27 জুলাই সেই বিমানটি নেপালের বাঝাং বিমানবন্দর থেকে উড়ান শুরু করে ৷ গন্তব্য ছিল নেপালেরই ধনগাধি বিমানবন্দর ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই ভেঙে পড়ে সেটি ৷ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় দাদেলধুরা জেলার জগবুধায় ৷ মৃত্যু হয় বিমানে সওয়ার 25 জনের ৷

5) ইয়েতি এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা:

ইয়েতি এয়ারলাইন্স এয়ারলাইনার 103 বিমানটিও ছিল নেপালের ঘরোয়া উড়ানের অন্তর্ভুক্ত ৷ 2008 সালের 8 অক্টোবর পূর্ব নেপালের লুকলার তেনজিং-হিলারি বিমানবন্দরে অবতরণের আগেই ভেঙে পড়ে সেটি ৷ ঘটনায় মৃত্যু হয় 14 জনের ৷ প্রাণ বাঁচেন মাত্র একজন ৷ তাঁর নাম সুরেন্দ্র কুনওয়ার ৷

6) অগ্নি এয়ার বিমান দুর্ঘটনা:

অগ্নি এয়ারের এয়ারক্রাফ্ট 101 উড়ানটিও ছিল ঘরোয়া ৷ নেপালের কাঠমাণ্ডু থেকে যাত্রা শুরু হয়েছিল বিমানটির ৷ গন্তব্য ছিল লুকলা ৷ তার আগেই 14 জন সওয়ারি নিয়ে ভেঙে পড়ে বিমানটি ৷ মৃত্যু হয় সকলের ৷ দিনটি ছিল 2010 সালের 24 অগাস্ট ৷

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, দেখুন প্রতি মুহূর্তের আপডেট

7) বুদ্ধা এয়ার বিমান দুর্ঘটনা:

বুদ্ধা এয়ারের ফ্লাইট 103 ভেঙে পড়ে 2011 সালের 25 সেপ্টেম্বর ৷ দুর্ঘটনাটি ঘটে নেপালের ললিতপুরে ৷ আবহাওয়া খারাপ থাকায় কাঠমাণ্ডু বিমানবন্দরের কাছে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন বিমানচালক ৷ তখনই ঘটে যায় দুর্ঘটনা ৷ বিমানে সওয়ার 19 জনের সকলেরই মৃত্যু হয় ৷

8) সীতা এয়ার বিমান দুর্ঘটনা:

প্রায় একবছর পর 2012 সালের 28 সেপ্টেম্বর সীতা এয়ারের ফ্লাইট 601 ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ৷ বিমানটি কাঠমাণ্ডু থেকে লুকলা যাচ্ছিল ৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয় 19 জনের ৷

9) ইউএস-বাংলা এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা:

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট 211 ঢাকা থেকে কাঠমাণ্ডু আসছিল ৷ দিনটি ছিল 2018 সালের 12 মার্চ ৷ বিমানে সওয়ার ছিলেন মোট 71 জন ৷ তাঁদের মধ্যে 51 জনের মৃত্যু হয় ৷ বাকিরা কোনও মতে বেঁচে যান ৷

top 10 incidents from Nepal Plane Crash History
2022 সালের 30 মে তারা এয়ারের এই জেট বিমানটি প্রথমে উধাও হয়ে যায় ! পরে উদ্ধার হয় বিমানের ধ্বংসাবশেষ ৷ -ফাইল ছবি ৷

10) তারা এয়ার বিমান দুর্ঘটনা:

তারা এয়ারের জেট বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে গত বছরের 30 মে ৷ গন্তব্যে পৌঁছনোর আগেই বিমানটি হঠাৎ উধাও হয়ে যায় ৷ পরে সেটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় ৷ উদ্ধার হয় বিমানে সওয়ার 22 জনের দেহও ৷

Last Updated : Jan 15, 2023, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.