ETV Bharat / international

'সন্ত্রাস যুদ্ধের থেকেও খারাপ', গাজায় বন্দি ইজরায়েলিদের পরিবারের সঙ্গে বৈঠকে বললেন পোপ ফ্রান্সিস - পোপ ফ্রান্সিস

Pope Francis on Israel-Hamas war: গাজায় বন্দি ইজরায়েলিদের পরিবারের সঙ্গে বৈঠক করলেন পোপ ফ্রান্সিস ৷ তিনি এ দিন বলেন, যুদ্ধের থেকেও খারাপ হল সন্ত্রাস ৷

Pope Francis on Israel-Hamas war
পোপ ফ্রান্সিস
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 10:27 AM IST

তেল আভিভ, 23 নভেম্বর: দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসের নিন্দা করলেন পোপ ফ্রান্সিস ৷ ইজরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধের আবহে তিনি বললেন, সন্ত্রাস যুদ্ধের থেকেও খারাপ ৷ গাজায় বন্দি হওয়া ইজরায়েলিদের পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন তিনি ৷ হামাসের হাতে বন্দি সমস্ত অপহৃতকে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর জন্য পোপ ফ্রান্সিসের কাছে আবেদন করে বন্দিদের পরিবারগুলি ৷

জনৈক ইউভাল ড্যানজিগের 75 বছর বয়সি বাবা অ্যালেক্সকে গাজা থেকে অপহরণ করা হয়েছিল ৷ ইউভাল বলেন, "আমার কথার শেষে পোপ বলেছেন যে, তিনি আমার বাবার কথা শুনেছেন ।" ওই ব্যক্তির বাবা অ্যালেক্স পোল্যান্ডে যুব প্রতিনিধি দলের অন্যতম পথিকৃৎ ছিলেন । পোপ প্রতিনিধি দলকে বলেছেন যে, "সন্ত্রাস যুদ্ধের থেকেও খারাপ ৷" সব শেষে তিনি বৈঠকে অংশগ্রহণকারীদের সবার সঙ্গে হাত মেলান এবং জানান যে, তিনি তাঁদের সাহায্য করার জন্য তাঁর যতটুকু ক্ষমতা রয়েছে, তা দিয়ে সবরকম চেষ্টা করবেন ৷

ভ্যাটিকানে ইজরায়েলের রাষ্ট্রদূত রাফি শুটজ উল্লেখ করেছেন যে, বিষয়টিকে বিশ্ব এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রাখার জন্য বিদেশমন্ত্রকের প্রচেষ্টার অংশ হিসাবে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে ৷ সকল অপহৃতদের দ্রুত মুক্তির বিষয়ে মন্ত্রক যে বিভিন্ন পদক্ষেপ করেছে, এই প্রচেষ্টা তারই একটি অংশ ৷

শুটজের মতে, পোপের সঙ্গে বৈঠক দুটি দিক থেকে অনন্য । তাঁর কথায়, "বিশ্বব্যাপী আনুমানিক 1.3 বিলিয়ন বিশ্বাসীদের নেতা হওয়ার কারণে তিনি অপহৃতদের মুক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুরণন গড়ে তুলতে পারবেন ৷ এছাড়াও মুসলিম বিশ্বের ধর্মীয় নেতাদের সঙ্গে পোপ তাঁর 10 বছরের কার্যকালে যে সংযোগগুলি গড়ে তুলেছেন তা এই মানবিক প্রচেষ্টায় ধর্মীয় ভিত্তিতে সহায়তা করতে পারে ।"

মঙ্গলবার প্রতিনিধি দলটি ইতালির উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী আন্তোনিও তাইয়ানির সঙ্গে এবং সংস্কৃতি মন্ত্রী সাঙ্গিউলিয়ানোর সাথে দেখা করে যারা পরিবারের সাথে সমর্থন ও সংহতি প্রকাশ করে এবং গাজায় সমস্ত অপহৃতদের অবিলম্বে মুক্তির আহ্বান জানায়।

আরও পড়ুন:

  1. গাজায় যুদ্ধ-বিরতিতে সম্মতি ইজরায়েলের ! মহিলা-শিশু বন্দিদের মুক্তি দিক হামাস, শর্ত নেতানিয়াহুর
  2. ইজরায়েল-হামাস সংঘর্ষে মানবিক বিরতির চেষ্টাকে স্বাগত জানিয়েছে ভারত

তেল আভিভ, 23 নভেম্বর: দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসের নিন্দা করলেন পোপ ফ্রান্সিস ৷ ইজরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধের আবহে তিনি বললেন, সন্ত্রাস যুদ্ধের থেকেও খারাপ ৷ গাজায় বন্দি হওয়া ইজরায়েলিদের পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন তিনি ৷ হামাসের হাতে বন্দি সমস্ত অপহৃতকে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর জন্য পোপ ফ্রান্সিসের কাছে আবেদন করে বন্দিদের পরিবারগুলি ৷

জনৈক ইউভাল ড্যানজিগের 75 বছর বয়সি বাবা অ্যালেক্সকে গাজা থেকে অপহরণ করা হয়েছিল ৷ ইউভাল বলেন, "আমার কথার শেষে পোপ বলেছেন যে, তিনি আমার বাবার কথা শুনেছেন ।" ওই ব্যক্তির বাবা অ্যালেক্স পোল্যান্ডে যুব প্রতিনিধি দলের অন্যতম পথিকৃৎ ছিলেন । পোপ প্রতিনিধি দলকে বলেছেন যে, "সন্ত্রাস যুদ্ধের থেকেও খারাপ ৷" সব শেষে তিনি বৈঠকে অংশগ্রহণকারীদের সবার সঙ্গে হাত মেলান এবং জানান যে, তিনি তাঁদের সাহায্য করার জন্য তাঁর যতটুকু ক্ষমতা রয়েছে, তা দিয়ে সবরকম চেষ্টা করবেন ৷

ভ্যাটিকানে ইজরায়েলের রাষ্ট্রদূত রাফি শুটজ উল্লেখ করেছেন যে, বিষয়টিকে বিশ্ব এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রাখার জন্য বিদেশমন্ত্রকের প্রচেষ্টার অংশ হিসাবে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে ৷ সকল অপহৃতদের দ্রুত মুক্তির বিষয়ে মন্ত্রক যে বিভিন্ন পদক্ষেপ করেছে, এই প্রচেষ্টা তারই একটি অংশ ৷

শুটজের মতে, পোপের সঙ্গে বৈঠক দুটি দিক থেকে অনন্য । তাঁর কথায়, "বিশ্বব্যাপী আনুমানিক 1.3 বিলিয়ন বিশ্বাসীদের নেতা হওয়ার কারণে তিনি অপহৃতদের মুক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুরণন গড়ে তুলতে পারবেন ৷ এছাড়াও মুসলিম বিশ্বের ধর্মীয় নেতাদের সঙ্গে পোপ তাঁর 10 বছরের কার্যকালে যে সংযোগগুলি গড়ে তুলেছেন তা এই মানবিক প্রচেষ্টায় ধর্মীয় ভিত্তিতে সহায়তা করতে পারে ।"

মঙ্গলবার প্রতিনিধি দলটি ইতালির উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী আন্তোনিও তাইয়ানির সঙ্গে এবং সংস্কৃতি মন্ত্রী সাঙ্গিউলিয়ানোর সাথে দেখা করে যারা পরিবারের সাথে সমর্থন ও সংহতি প্রকাশ করে এবং গাজায় সমস্ত অপহৃতদের অবিলম্বে মুক্তির আহ্বান জানায়।

আরও পড়ুন:

  1. গাজায় যুদ্ধ-বিরতিতে সম্মতি ইজরায়েলের ! মহিলা-শিশু বন্দিদের মুক্তি দিক হামাস, শর্ত নেতানিয়াহুর
  2. ইজরায়েল-হামাস সংঘর্ষে মানবিক বিরতির চেষ্টাকে স্বাগত জানিয়েছে ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.