ETV Bharat / international

Chicago Shootout: শিকাগোর অ্যাপার্টমেন্ট এলোপাথাড়ি গুলি ! গুরুতর জখম দুই ভারতীয় পড়ুয়া

বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে দুই ছাত্র ৷ তাঁদের সবাইকে লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ ৷ জখম হন তেলেঙ্গানার দুই বাসিন্দা (Telangana students injured Chicago Shootout) ৷

Shootout in US
আমেরিকায় গুলি
author img

By

Published : Jan 24, 2023, 7:31 AM IST

Updated : Jan 24, 2023, 9:48 AM IST

হায়দরাবাদ, 24 জানুয়ারি: মার্কিন মুলুকে আবারও শুট-আউট ৷ লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার পর লাগাতার শুট-আউটের ঘটনায় সংযোজন হল শিকাগোর নাম ৷ রবিবার দুপুরে মার্কিন মুলুকে এই শুটআউটের ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ভারতীয় ৷ দু'জনেই তেলেঙ্গানার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ রবিবার দুপুর নাগাদ আমেরিকার শিকাগোতে একটি অ্যাপার্টমেন্টে গুলি চালনার ঘটনা ঘটে ৷ এতে দক্ষিণের রাজ্যটির দুই ছাত্র সাই চরণ ও দেবাশিস জখম হয়েছেন ৷ সাই চরণ সঙ্গারেড্ডির বাসিন্দা৷ চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করতে তিনি 11 মাস আগে শিকাগো পাড়ি দিয়েছেন ৷

রবিবার বিকেল নাগাদ তাঁরা অ্যাপার্টমেন্ট চত্বরেই বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন ৷ সেই সময় তাঁদের লক্ষ্য করে এক ব্যক্তি গুলি চালাতে শুরু করে ৷ সাই চরণ ও দেবাশিস গুরুতর আহত হন ৷ তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, এখন তাঁদের শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল ৷ ইতিমধ্যে দেবাশিসের বাবা-মা, ভাই শিকাগোয় পৌঁছে গিয়েছেন (Telangana students injured in US shootout) ৷

আরও পড়ুন: চিনা নববর্ষের অনুষ্ঠান শেষে বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত বেড়ে 10

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু'জন মারা গিয়েছেন ৷ শিকাগো পুলিশ এবং দমকল আধিকারিকেরা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকবাজেরা সঙ্গে সঙ্গে ওই জায়গা ছেড়ে পালিয়ে যায় ৷ তাদের ধরা সম্ভব হয়নি ৷ তবে এটা কোনও আচমকা ঘটনা নয়, অ্যাপার্টমেন্টটি জবরদখল করতেই এই গুলিচালনা বলে জানা গিয়েছে ৷ 3 জন ওই গুলিতে জখম হন ৷ তাঁদের মধ্যে একজন আহত অবস্থায় আধ মাইল দূরত্ব পর্যন্ত যান ৷ এর আগে রবিবার লস অ্যাঞ্জেলেসে শুটআউটে 10 জন মানুষ মারা যান ৷ সেদিন চিনা নতুন বছরের (Lunar New Year celebrations in Los Angeles) অনুষ্ঠান চলছিল ৷ লাল লণ্ঠন আর চিনের নানা প্রতীকে সেজে উঠেছিল ঘটনাস্থল ৷ এক বন্দুকবাজ বলরুমে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ 5 জন পুরুষ ও 5 জন মহিলা সেখানেই প্রাণ হারান ৷ ওই বন্দুকবাজ আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে ৷

হায়দরাবাদ, 24 জানুয়ারি: মার্কিন মুলুকে আবারও শুট-আউট ৷ লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার পর লাগাতার শুট-আউটের ঘটনায় সংযোজন হল শিকাগোর নাম ৷ রবিবার দুপুরে মার্কিন মুলুকে এই শুটআউটের ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ভারতীয় ৷ দু'জনেই তেলেঙ্গানার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ রবিবার দুপুর নাগাদ আমেরিকার শিকাগোতে একটি অ্যাপার্টমেন্টে গুলি চালনার ঘটনা ঘটে ৷ এতে দক্ষিণের রাজ্যটির দুই ছাত্র সাই চরণ ও দেবাশিস জখম হয়েছেন ৷ সাই চরণ সঙ্গারেড্ডির বাসিন্দা৷ চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করতে তিনি 11 মাস আগে শিকাগো পাড়ি দিয়েছেন ৷

রবিবার বিকেল নাগাদ তাঁরা অ্যাপার্টমেন্ট চত্বরেই বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন ৷ সেই সময় তাঁদের লক্ষ্য করে এক ব্যক্তি গুলি চালাতে শুরু করে ৷ সাই চরণ ও দেবাশিস গুরুতর আহত হন ৷ তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, এখন তাঁদের শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল ৷ ইতিমধ্যে দেবাশিসের বাবা-মা, ভাই শিকাগোয় পৌঁছে গিয়েছেন (Telangana students injured in US shootout) ৷

আরও পড়ুন: চিনা নববর্ষের অনুষ্ঠান শেষে বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত বেড়ে 10

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু'জন মারা গিয়েছেন ৷ শিকাগো পুলিশ এবং দমকল আধিকারিকেরা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকবাজেরা সঙ্গে সঙ্গে ওই জায়গা ছেড়ে পালিয়ে যায় ৷ তাদের ধরা সম্ভব হয়নি ৷ তবে এটা কোনও আচমকা ঘটনা নয়, অ্যাপার্টমেন্টটি জবরদখল করতেই এই গুলিচালনা বলে জানা গিয়েছে ৷ 3 জন ওই গুলিতে জখম হন ৷ তাঁদের মধ্যে একজন আহত অবস্থায় আধ মাইল দূরত্ব পর্যন্ত যান ৷ এর আগে রবিবার লস অ্যাঞ্জেলেসে শুটআউটে 10 জন মানুষ মারা যান ৷ সেদিন চিনা নতুন বছরের (Lunar New Year celebrations in Los Angeles) অনুষ্ঠান চলছিল ৷ লাল লণ্ঠন আর চিনের নানা প্রতীকে সেজে উঠেছিল ঘটনাস্থল ৷ এক বন্দুকবাজ বলরুমে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ 5 জন পুরুষ ও 5 জন মহিলা সেখানেই প্রাণ হারান ৷ ওই বন্দুকবাজ আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে ৷

Last Updated : Jan 24, 2023, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.