ETV Bharat / international

TN CM Appeals for Donations : সঙ্কটাপন্ন শ্রীলঙ্কা, পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের আবেদন স্তালিনের - শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য

চরম আর্থিক সঙ্কটে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ৷ ইতিমধ্যে ভারত সরকার আর্থিক সাহায্যের কথা জানিয়েছে ৷ এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন সাধারণ মানুষকে এগিয়ে আসার বার্তা দিলেন (Tamil Nadu CM Appeal) ৷

Tamil Nadu CM M K Stalin Sri Lanka Urge
শ্রীলঙ্কার পাশে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন
author img

By

Published : May 4, 2022, 3:24 PM IST

চেন্নাই, 4 মে : সঙ্কটে শ্রীলঙ্কাবাসী ৷ ইতিমধ্যে আশ্রয়ের খোঁজে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি থেকে বহু মানুষ সমুদ্র পেরিয়ে ভারতে আসছেন ৷ এবার আর্থিক দুর্দশায় বিধ্বস্ত শ্রীলঙ্কার দাঁড়ানোর বার্তা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন ৷ শ্রীলঙ্কায় খাবার ও অন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাতে সাধারণ মানুষকে অনুদান দেওয়ার অনুরোধ করলেন তিনি (Tamil Nadu CM M K Stalin appeals people to donate for beleaguered Sri Lankans) ৷

ডিএমকে প্রধান স্তালিন তাঁর দলের পক্ষ থেকে 1 কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ৷ শ্রীলঙ্কাবাসীর জন্য এই অর্থ জমা হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (Chief Minister's Public Relief Fund) ৷ এর আগে এআইএডিএমকে নেতা ও পন্নিরসেলভাম জানিয়েছিলেন, তিনি নিজে দ্বীপ রাষ্ট্রটির জন্য 50 লক্ষ টাকা অনুদান দেবেন ৷ খুব শিগগিরি প্রথম দফায় রাজ্য থেকে প্রতিবেশী দেশে 40 হাজার টন চাল, 500 টন মিল্ক পাউডার, জীবনদায়ী ওষুধ পাঠানো হবে ৷ এ বিষয়ে কেন্দ্র সিলমোহর দিয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্তালিন ৷

সাধারণ মানুষ অনুদান দিতে চাইলে https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন ৷ এছাড়া চেন্নাইয়ে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের সেক্রেটারিয়েট ব্রাঞ্চ-এ মুখ্য়মন্ত্রীর ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন ৷

মুখ্য়মন্ত্রীর ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট :

SB account no.117201000000070

IFSC IOBA0001172

CMPRF-Chief Minister's Public Relief Fund PAN No is AAAGC0038F

এছাড়া গুগল পে, চেক বা ডিমান্ড ড্রাফ্ট-এর র মাধ্যমেও অনুদানকারী অর্থ সাহায্য পাঠাতে পারেন ৷ এক্ষেত্রে টাকা পাঠানোর ঠিকানা-

Joint Secretary to Government & Treasurer

Chief Minister's Public Relief Fund

Finance (CMPRF) Department, Secretariat, Chennai

আরও পড়ুন : Sri Lanka Economic Crisis : চাপের মুখে পদত্যাগ শ্রীলঙ্কা সরকারের মন্ত্রিসভার, আজ রাজাপক্ষের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ

চেন্নাই, 4 মে : সঙ্কটে শ্রীলঙ্কাবাসী ৷ ইতিমধ্যে আশ্রয়ের খোঁজে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি থেকে বহু মানুষ সমুদ্র পেরিয়ে ভারতে আসছেন ৷ এবার আর্থিক দুর্দশায় বিধ্বস্ত শ্রীলঙ্কার দাঁড়ানোর বার্তা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন ৷ শ্রীলঙ্কায় খাবার ও অন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাতে সাধারণ মানুষকে অনুদান দেওয়ার অনুরোধ করলেন তিনি (Tamil Nadu CM M K Stalin appeals people to donate for beleaguered Sri Lankans) ৷

ডিএমকে প্রধান স্তালিন তাঁর দলের পক্ষ থেকে 1 কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ৷ শ্রীলঙ্কাবাসীর জন্য এই অর্থ জমা হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (Chief Minister's Public Relief Fund) ৷ এর আগে এআইএডিএমকে নেতা ও পন্নিরসেলভাম জানিয়েছিলেন, তিনি নিজে দ্বীপ রাষ্ট্রটির জন্য 50 লক্ষ টাকা অনুদান দেবেন ৷ খুব শিগগিরি প্রথম দফায় রাজ্য থেকে প্রতিবেশী দেশে 40 হাজার টন চাল, 500 টন মিল্ক পাউডার, জীবনদায়ী ওষুধ পাঠানো হবে ৷ এ বিষয়ে কেন্দ্র সিলমোহর দিয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্তালিন ৷

সাধারণ মানুষ অনুদান দিতে চাইলে https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন ৷ এছাড়া চেন্নাইয়ে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের সেক্রেটারিয়েট ব্রাঞ্চ-এ মুখ্য়মন্ত্রীর ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন ৷

মুখ্য়মন্ত্রীর ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট :

SB account no.117201000000070

IFSC IOBA0001172

CMPRF-Chief Minister's Public Relief Fund PAN No is AAAGC0038F

এছাড়া গুগল পে, চেক বা ডিমান্ড ড্রাফ্ট-এর র মাধ্যমেও অনুদানকারী অর্থ সাহায্য পাঠাতে পারেন ৷ এক্ষেত্রে টাকা পাঠানোর ঠিকানা-

Joint Secretary to Government & Treasurer

Chief Minister's Public Relief Fund

Finance (CMPRF) Department, Secretariat, Chennai

আরও পড়ুন : Sri Lanka Economic Crisis : চাপের মুখে পদত্যাগ শ্রীলঙ্কা সরকারের মন্ত্রিসভার, আজ রাজাপক্ষের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.