ETV Bharat / international

N Korea Fires Missile: আছড়ে পড়তে পারে উত্তর কোরিয়ার মিসাইল, সতর্ক জাপান - Missile

উত্তর কোরিয়ার মিসাইল এসে পড়তে পারে জাপানে । এমন আশঙ্কা থাকায় আগাম সতর্কতা নিল জাপানের প্রধানমন্ত্রীর দফতর।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 13, 2023, 8:17 AM IST

Updated : Apr 13, 2023, 8:31 AM IST

টোকিও, 13 এপ্রিল: উত্তর কোরিয়ার ছোড়া ব্যালেস্টিক মিসাইল নিয়ে বিশেষ সতর্কতা জারি করল জাপানের প্রধানমন্ত্রী ফমিও কিশিদার কার্যালয়। জানা গিয়েছে, পূর্ব সাগরকে লক্ষ্য করে ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। আর তার জেরেই এই বিশেষ সতর্কতা জারি করেছে জাপান। জাপান প্রশাসনের আশঙ্কা, ওই মিসাইলটি জাপানের হোকাইদো দ্বীপে এসে পড়তে পারে।

তার আশপাশের কোনও জায়গাতেও মিসাইল এসে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর তার জন্যই আগাম সতর্কতা নিয়ে রাখা হচ্ছে । যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারিও বাড়িয়ে দেওয়া হয়েছে। মিসাইল সম্পর্কে সমস্ত ধরনের তথ্য খুঁজে বের করার কাজও চলছে সমানতালে। বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রাখছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

  • [Emergency alert]
    North Korea has launched a suspected ballistic missile. More updates to follow.

    — PM's Office of Japan (@JPN_PMO) April 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে জাপানের প্রধানমন্ত্রীর দফতরের তরফে লেখা হয়েছে, "সাধারণের কাছে দ্রুত সঠিক খবর পৌঁছে দিতে যা যা দরকার করতে হবে। মিসাইলের কারণে কোনও সম্পদের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্যও সব ধরনের বন্দোবস্ত করে রাখতে হবে । বিমান থেকে শুরু করে জলযান-সহ সমস্ত সম্পদ যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা নিয়ে রাখতে হবে । মিসাইল সম্পর্কে কোনও তথ্য পেলেই তা দ্রুত সকলকে জানিয়ে দিতে হবে।"

  • PM’s instructions (07:29)

    1. Dedicate maximum effort to gather & analyze information, & provide the public speedy & adequate information.

    2. Ensure the safety of aircraft, vessels, & other assets.

    3. Take all possible measures for precaution, incl. readiness for contingencies.

    — PM's Office of Japan (@JPN_PMO) April 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি সংবাদ সংস্থার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে পূর্ব সাগরের দিকে একটি ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। সে দেশের সেনা বাহিনীর থেকে এই খবর জানা গিয়েছে বলে সংবাদসংস্থা জানিয়েছে। তবে মিসাইল সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেয়নি উত্তর কোরিয়া। তাই এর নির্দিষ্ট গতিপথও জানা যায়নি।

এমনই আবহে জাপানের প্রশাসন মনে করছে ওয়াশিংটন এবং সিওলের সঙ্গে সংঘাতের মধ্যেই পূর্ব সাগরের দিকে মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। আর সেটির সম্ভাব্য গতিপথ জাপান । জাপানের সংবাদ সংস্থা এনএইচকে ওর্য়াল্ড জানিয়েছে, প্রশাসন মনে করছে উত্তর কোরিয়ার ছোড়া ব্যালেস্টিক মিসাইল হোকাইদো দ্বীপে এসে পড়তে পারে । আর সে কথা মাথায় রেখেই ক্ষয়ক্ষতি আটকাতে সব ধরনের বন্দোবস্ত করে রাখা হয়েছে।

আরও পড়ুন: মায়ানমারে সাগাইং এলাকায় এয়ারস্ট্রাইক, মৃত কমপক্ষে 100

টোকিও, 13 এপ্রিল: উত্তর কোরিয়ার ছোড়া ব্যালেস্টিক মিসাইল নিয়ে বিশেষ সতর্কতা জারি করল জাপানের প্রধানমন্ত্রী ফমিও কিশিদার কার্যালয়। জানা গিয়েছে, পূর্ব সাগরকে লক্ষ্য করে ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। আর তার জেরেই এই বিশেষ সতর্কতা জারি করেছে জাপান। জাপান প্রশাসনের আশঙ্কা, ওই মিসাইলটি জাপানের হোকাইদো দ্বীপে এসে পড়তে পারে।

তার আশপাশের কোনও জায়গাতেও মিসাইল এসে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর তার জন্যই আগাম সতর্কতা নিয়ে রাখা হচ্ছে । যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারিও বাড়িয়ে দেওয়া হয়েছে। মিসাইল সম্পর্কে সমস্ত ধরনের তথ্য খুঁজে বের করার কাজও চলছে সমানতালে। বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রাখছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

  • [Emergency alert]
    North Korea has launched a suspected ballistic missile. More updates to follow.

    — PM's Office of Japan (@JPN_PMO) April 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে জাপানের প্রধানমন্ত্রীর দফতরের তরফে লেখা হয়েছে, "সাধারণের কাছে দ্রুত সঠিক খবর পৌঁছে দিতে যা যা দরকার করতে হবে। মিসাইলের কারণে কোনও সম্পদের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্যও সব ধরনের বন্দোবস্ত করে রাখতে হবে । বিমান থেকে শুরু করে জলযান-সহ সমস্ত সম্পদ যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা নিয়ে রাখতে হবে । মিসাইল সম্পর্কে কোনও তথ্য পেলেই তা দ্রুত সকলকে জানিয়ে দিতে হবে।"

  • PM’s instructions (07:29)

    1. Dedicate maximum effort to gather & analyze information, & provide the public speedy & adequate information.

    2. Ensure the safety of aircraft, vessels, & other assets.

    3. Take all possible measures for precaution, incl. readiness for contingencies.

    — PM's Office of Japan (@JPN_PMO) April 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি সংবাদ সংস্থার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে পূর্ব সাগরের দিকে একটি ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। সে দেশের সেনা বাহিনীর থেকে এই খবর জানা গিয়েছে বলে সংবাদসংস্থা জানিয়েছে। তবে মিসাইল সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেয়নি উত্তর কোরিয়া। তাই এর নির্দিষ্ট গতিপথও জানা যায়নি।

এমনই আবহে জাপানের প্রশাসন মনে করছে ওয়াশিংটন এবং সিওলের সঙ্গে সংঘাতের মধ্যেই পূর্ব সাগরের দিকে মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। আর সেটির সম্ভাব্য গতিপথ জাপান । জাপানের সংবাদ সংস্থা এনএইচকে ওর্য়াল্ড জানিয়েছে, প্রশাসন মনে করছে উত্তর কোরিয়ার ছোড়া ব্যালেস্টিক মিসাইল হোকাইদো দ্বীপে এসে পড়তে পারে । আর সে কথা মাথায় রেখেই ক্ষয়ক্ষতি আটকাতে সব ধরনের বন্দোবস্ত করে রাখা হয়েছে।

আরও পড়ুন: মায়ানমারে সাগাইং এলাকায় এয়ারস্ট্রাইক, মৃত কমপক্ষে 100

Last Updated : Apr 13, 2023, 8:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.