ETV Bharat / international

Temple Attacked in Toronto: কানাডার মন্দিরে খালিস্তানপন্থীদের হামলা ! লেখা হল ভারতবিরোধী স্লোগান - খালিস্তান

কানাডার (Canada) টরোন্টোয় অবস্থিত স্বামীনারায়ণ (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) মন্দিরে হামলা (Temple Attacked in Toronto) ! কাঠগড়ায় খালিস্তানি জঙ্গিরা (Khalistani Terrorists) ৷

Swaminarayan Temple in Toronto Attacked by Khalistani Terrorists
Temple Attacked in Toronto: কানাডার মন্দিরে খালিস্তানপন্থীদের হামলা ! লেখা হল ভারতবিরোধী স্লোগান
author img

By

Published : Sep 15, 2022, 1:50 PM IST

ওট্টাওয়া, 15 সেপ্টেম্বর: কানাডার (Canada) একটি মন্দিরে (Temple) হামলা চালানোর অভিযোগ উঠল খালিস্তানি সন্ত্রাসবাদীদের (Khalistani Terrorists) বিরুদ্ধে ৷ বুধবার ঘটনাটি ঘটে টরোন্টোয় অবস্থিত স্বামীনারায়ণ (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) মন্দিরে ৷ এমনকী, মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থী ও ভারতবিরোধী স্লোগান লেখারও অভিযোগ উঠেঠে জঙ্গিদের বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি ৷

বৃহস্পতিবার ঘটনার (Temple Attacked in Toronto) প্রতিবাদে সরব হয় ওট্টাওয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস ৷ কানাডা সরকারের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করারও আবেদন জানানো হয় দূতাবাসের তরফে ৷ একটি টুইটে তারা লিখেছে, "ভারতবিরোধী স্লোগান লিখে টরোন্টোর স্বামীনারায়ণ মন্দিরের যেভাবে মর্যাদাহানি করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ কানাডা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানানো হয়েছে ৷ দোষীদের কঠোর শাস্তি চাওয়া হচ্ছে ৷"

আরও পড়ুন: কানাডায় গুলিতে নিহত রিপুদমন সিং, এয়ার ইন্ডিয়া বিমান বিস্ফোরণের ঘটনায় জড়িয়েছিল নাম

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্র্য়াম্পটনের মেয়র (Mayor of Brampton) প্য়াট্রিক ব্রাউনও (Patrick Brown) ৷ টুইটারে তিনি লিখেছেন, "কানাডায় এমন ঘৃণার কোনও স্থান নেই ৷ আমার আশা, যে অপরাধীরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা আইন অনুসারেই শাস্তি পাবে ৷"

  • Very disappointed to hear of the vandalism that occurred at the BAPS Swaminarayan Mandir in Toronto. This type of hate has no place in the GTA or Canada. Let’s hope those criminals responsible are brought to justice quickly.

    — Patrick Brown (@patrickbrownont) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলেছেন কানাডীয় পার্লামেন্টের অন্যতম সদস্য চন্দ্র আচার্যও (Chandra Arya) ৷ টুইটারে তাঁর বার্তা, "কানাডীয় খালিস্তানিরা যেভাবে স্বামীনারায়ণ মন্দিরের অবমাননা করেছে, সকলেরই তার প্রতিবাদ করা উচিত ৷ এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় ৷ সাম্প্রতিক অতীতে একাধিকবার কানাডার মন্দিরগুলি এই ধরনের ঘৃণার শিকার হয়েছে ৷ হিন্দু কানাডীয়রা স্বাভাবিকভাবেই এতে অত্যন্ত উদ্বিগ্ন ৷"

প্রসঙ্গত, কানাডায় এমন ঘটনা যে এই প্রথম ঘটেনি, তা একেবারেই সঠিক বলেছেন চন্দ্র ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই টরোন্টোর ছ'টি মন্দিরে হামলা চালানো হয়েছিল ৷ এমনকী, মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ অর্থ এবং বিগ্রহের গয়না পর্যন্ত লুঠ করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা ৷ বস্তুত, চলতি বছর এই ধরনের আক্রমণ শুরু হয়েছিল 15 জানুয়ারি থেকে ব্র্য়াম্পটনের হনুমান মন্দিরে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা ৷ যদিও তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় ৷ কিন্তু, সেই ঘটনার পর থেকেই বারবার হিংসার শিকার হতে হচ্ছে কানাডার মন্দিরগুলিকে ৷

ওট্টাওয়া, 15 সেপ্টেম্বর: কানাডার (Canada) একটি মন্দিরে (Temple) হামলা চালানোর অভিযোগ উঠল খালিস্তানি সন্ত্রাসবাদীদের (Khalistani Terrorists) বিরুদ্ধে ৷ বুধবার ঘটনাটি ঘটে টরোন্টোয় অবস্থিত স্বামীনারায়ণ (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) মন্দিরে ৷ এমনকী, মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থী ও ভারতবিরোধী স্লোগান লেখারও অভিযোগ উঠেঠে জঙ্গিদের বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি ৷

বৃহস্পতিবার ঘটনার (Temple Attacked in Toronto) প্রতিবাদে সরব হয় ওট্টাওয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস ৷ কানাডা সরকারের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করারও আবেদন জানানো হয় দূতাবাসের তরফে ৷ একটি টুইটে তারা লিখেছে, "ভারতবিরোধী স্লোগান লিখে টরোন্টোর স্বামীনারায়ণ মন্দিরের যেভাবে মর্যাদাহানি করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ কানাডা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানানো হয়েছে ৷ দোষীদের কঠোর শাস্তি চাওয়া হচ্ছে ৷"

আরও পড়ুন: কানাডায় গুলিতে নিহত রিপুদমন সিং, এয়ার ইন্ডিয়া বিমান বিস্ফোরণের ঘটনায় জড়িয়েছিল নাম

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্র্য়াম্পটনের মেয়র (Mayor of Brampton) প্য়াট্রিক ব্রাউনও (Patrick Brown) ৷ টুইটারে তিনি লিখেছেন, "কানাডায় এমন ঘৃণার কোনও স্থান নেই ৷ আমার আশা, যে অপরাধীরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা আইন অনুসারেই শাস্তি পাবে ৷"

  • Very disappointed to hear of the vandalism that occurred at the BAPS Swaminarayan Mandir in Toronto. This type of hate has no place in the GTA or Canada. Let’s hope those criminals responsible are brought to justice quickly.

    — Patrick Brown (@patrickbrownont) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলেছেন কানাডীয় পার্লামেন্টের অন্যতম সদস্য চন্দ্র আচার্যও (Chandra Arya) ৷ টুইটারে তাঁর বার্তা, "কানাডীয় খালিস্তানিরা যেভাবে স্বামীনারায়ণ মন্দিরের অবমাননা করেছে, সকলেরই তার প্রতিবাদ করা উচিত ৷ এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় ৷ সাম্প্রতিক অতীতে একাধিকবার কানাডার মন্দিরগুলি এই ধরনের ঘৃণার শিকার হয়েছে ৷ হিন্দু কানাডীয়রা স্বাভাবিকভাবেই এতে অত্যন্ত উদ্বিগ্ন ৷"

প্রসঙ্গত, কানাডায় এমন ঘটনা যে এই প্রথম ঘটেনি, তা একেবারেই সঠিক বলেছেন চন্দ্র ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই টরোন্টোর ছ'টি মন্দিরে হামলা চালানো হয়েছিল ৷ এমনকী, মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ অর্থ এবং বিগ্রহের গয়না পর্যন্ত লুঠ করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা ৷ বস্তুত, চলতি বছর এই ধরনের আক্রমণ শুরু হয়েছিল 15 জানুয়ারি থেকে ব্র্য়াম্পটনের হনুমান মন্দিরে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা ৷ যদিও তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় ৷ কিন্তু, সেই ঘটনার পর থেকেই বারবার হিংসার শিকার হতে হচ্ছে কানাডার মন্দিরগুলিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.