ETV Bharat / international

Blast Near Turkish Parliament: তুরস্কের সংসদ ভবনের বাইরে আত্মঘাতী জঙ্গি হামলা, আহত 2 নিরাপত্তারক্ষী - তুরস্কের সংসদ ভবনের বাইরে বিস্ফোরণ

তুরস্কের সংসদ ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ ৷ নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত এক জঙ্গি ৷ আহত 2 নিরাপত্তারক্ষী ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 5:49 PM IST

আঙ্কারা (তুরস্ক), 1 অক্টোবর: তুরস্কের সংসদ ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে রবিবার ৷ এই খবরের সত্যতা স্বীকার করেছেন তুরস্কের আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী আলি ইয়ার্লিকায়া ৷ তিনি জানিয়েছেন, এদিন সংসদ ভবনের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি ৷ অপরদিকে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অপর এক জঙ্গির ৷ এই হামলায় আহত হয়েছেন দুই পুলিশকর্মীও ৷ এদিন থেকে তুরস্কের সংসদের অধিবেশন বসার কথা, তার কয়েক ঘণ্টা আগে এই ঘটনা ঘটে ৷

তুরস্কের সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ওই আত্মঘাতী বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকে এদিন শোনা গিয়েছে ৷ বিস্ফোরণের খবর পেয়েই এলাকায় যান নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের আধিকারিকরা ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কী কারণে এই বিস্ফোরণ ঘটানো হল তা জানা যায়নি ৷ তবে কোনও জঙ্গি সংগঠনের তরফে এই বিস্ফোরণের দায় নেওয়া হয়নি ৷ তবে জানা গিয়েছে, জঙ্গিরা গাড়িতে চড়ে ওই এলাকায় গিয়েছিল ৷ ঘটনায় নড়েচড়ে বসেছে তুরস্ক সরকার ৷

স্থানীয় সময়ানুযায়ী এদিন সকাল সাড়ে 9টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ আরও জানা গিয়েছে, যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে সেই চত্বরে পার্লামেন্ট ভবন ছাড়াও রয়েছে কয়েকজন মন্ত্রীর আবাস ৷ এই হাই সিকিউরিটি জোনে এই বিস্ফোরণের ঘটনা এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ তুরস্কের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এদিন সংসদে ভাষণও দেওয়ার কথা ছিল প্রেসিডেন্ট তেইপ এর্দোগানের ৷

আরও পড়ুন: ভারতীয় হাইকমিশনারকে বাধা! ব্রিটিশ সরকারের সমালোচনায় বরিসের প্রাক্তন উপদেষ্টা

তথ্য বলছে এর আগেও একাধিকবার তুরস্কের রাজধানী-সহ বিভিন্ন শহরে জঙ্গি নাশকতার ঘটনা ঘটেছে ৷ 2015 সালের অক্টোবর মাসে আঙ্কারার সেন্ট্রাল স্টেশনে হামলা চালায় আইএস-এর জঙ্গিরা, মৃত্যু হয় 109 জনের ৷ গত বছরের নভেম্বরেও ইস্তাম্বুলের একটি শপিং মলে একটি বিস্ফোরণে প্রাণ হারান 6 জন, আহত হন 81 জন ৷

আঙ্কারা (তুরস্ক), 1 অক্টোবর: তুরস্কের সংসদ ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে রবিবার ৷ এই খবরের সত্যতা স্বীকার করেছেন তুরস্কের আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী আলি ইয়ার্লিকায়া ৷ তিনি জানিয়েছেন, এদিন সংসদ ভবনের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি ৷ অপরদিকে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অপর এক জঙ্গির ৷ এই হামলায় আহত হয়েছেন দুই পুলিশকর্মীও ৷ এদিন থেকে তুরস্কের সংসদের অধিবেশন বসার কথা, তার কয়েক ঘণ্টা আগে এই ঘটনা ঘটে ৷

তুরস্কের সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ওই আত্মঘাতী বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকে এদিন শোনা গিয়েছে ৷ বিস্ফোরণের খবর পেয়েই এলাকায় যান নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের আধিকারিকরা ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কী কারণে এই বিস্ফোরণ ঘটানো হল তা জানা যায়নি ৷ তবে কোনও জঙ্গি সংগঠনের তরফে এই বিস্ফোরণের দায় নেওয়া হয়নি ৷ তবে জানা গিয়েছে, জঙ্গিরা গাড়িতে চড়ে ওই এলাকায় গিয়েছিল ৷ ঘটনায় নড়েচড়ে বসেছে তুরস্ক সরকার ৷

স্থানীয় সময়ানুযায়ী এদিন সকাল সাড়ে 9টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ আরও জানা গিয়েছে, যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে সেই চত্বরে পার্লামেন্ট ভবন ছাড়াও রয়েছে কয়েকজন মন্ত্রীর আবাস ৷ এই হাই সিকিউরিটি জোনে এই বিস্ফোরণের ঘটনা এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ তুরস্কের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এদিন সংসদে ভাষণও দেওয়ার কথা ছিল প্রেসিডেন্ট তেইপ এর্দোগানের ৷

আরও পড়ুন: ভারতীয় হাইকমিশনারকে বাধা! ব্রিটিশ সরকারের সমালোচনায় বরিসের প্রাক্তন উপদেষ্টা

তথ্য বলছে এর আগেও একাধিকবার তুরস্কের রাজধানী-সহ বিভিন্ন শহরে জঙ্গি নাশকতার ঘটনা ঘটেছে ৷ 2015 সালের অক্টোবর মাসে আঙ্কারার সেন্ট্রাল স্টেশনে হামলা চালায় আইএস-এর জঙ্গিরা, মৃত্যু হয় 109 জনের ৷ গত বছরের নভেম্বরেও ইস্তাম্বুলের একটি শপিং মলে একটি বিস্ফোরণে প্রাণ হারান 6 জন, আহত হন 81 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.