খার্তুম (সুদান), 24 জুলাই: সুদানের রাজধানী খার্তুম প্রদেশের পোর্ট সুদান বিমানবন্দরে ভেঙে পড়ল অসামরিক বিমান ৷ রবিবার সন্ধ্যায় লোহিত সাগর সংলগ্ন এই দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সুদানের সশস্ত্র বাহিনী ৷ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আন্তোনভ সংস্থার ওই অসামরিক বিমানটি রানওয়ে থেকে ওড়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণেই বিমানটি রানওয়েতে ভেঙে পড়ে ৷
সেনাবাহিনীর তরফে ওই মুখপাত্রের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বিমান দুর্ঘটনায় মৃত 9 জনের মধ্যে 4 জন সেনাবাহিনীর সদস্য ছিলেন ৷ এই দুর্ঘটনায় একটি মেয়ে প্রাণে বেঁচে গিয়েছে ৷ গত তিনমাসেরও বেশি সময় ধরে সুদানের সেনা ও আধাসেনা ব়্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে রাজধানী খার্তুমে যুদ্ধ চলছে ৷ দেশের দুই সশস্ত্র বাহিনীর মধ্যে এই প্রাণঘাতি সংঘাতের জেরে 15 এপ্রিল থেকে খার্তুম-সহ দেশের অন্যা শহরে বিমান পরিষেবা বিপর্যস্ত হয়েছে ৷
আর পোর্ট সুদান আন্তর্জাতিক বিমানবন্দরটি খার্তুম শহর থেকে 890 কিলোমিটার দূরে অবস্থিত ৷ যেখানে সুদানের সেনা ও আধাসেনার মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে ৷ এই পরিস্থিতিতে বিমানটির ভেঙে পড়ার পিছনে কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি বাহিনীর সংঘর্ষের জেরে সেটি ভেঙে পড়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ উল্লেখ্য, রবিবার সুদানের সেনা ও আধাসেনার মধ্যে এই রক্তক্ষয়ী যুদ্ধের একশোদিন পূর্ণ হয়েছে ৷
আরও পড়ুন: বিশ্বজোড়া খাদ্য সংকট ইস্যুতে রাষ্ট্রসংঘে চাপের মুখে রাশিয়া
আল জাজিরাকে উল্লেখ করে সংবাদ সংস্থা জানিয়েছে, গতকালও দারফুর অঞ্চলে দু’তরফই রকেট ছুড়েছিল ৷ খার্তুমে তেমনি কোনও রকেটের আঘাতে বিমানটি ভেঙেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তবে, পুুরো বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রেখে সুদান সেনা ৷ তারাই মূলত পোর্ট সুদান আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিয়ে রেখেছে ৷