ETV Bharat / international

Gotabaya Rajapaksa Flees: আজ ইস্তফা ? শ্রীলঙ্কা থেকে পালালেন সস্ত্রীক-গোতাবায়া রাজাপক্ষে - দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে

দেশে নেই নিত্যপ্রয়োজনীয় জিনিস, খাবার, জ্বালানি ৷ যেটুকু পাওয়া যাচ্ছে তার দামও আকাশছোঁয়া ৷ বিদেশি মুদ্রার অভাবে শ্রীলঙ্কা সরকার অন্য কোনও দেশের সঙ্গে বাণিজ্য চালাতে পারছে না ৷ দেশবাসীকে দুর্দশায় রেখেই মালদ্বীপে গেলেন প্রেসিডেন্ট (Gotabaya Rajapaksa Flees) ৷

Sri Lanka President  Gotabaya Rajapaksa
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে
author img

By

Published : Jul 13, 2022, 8:29 AM IST

কলম্বো, 13 জুলাই: দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ৷ শনিবার দেশের সাধারণ বিক্ষুব্ধ জনতা তাঁর সরকারি বাসভবনের দখল নেয় ৷ এরপর তিনি সপরিবার কলম্বোর সমুদ্রে সেনাবাহিনীর একটি জাহাজে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছিল ৷ পরিস্থিতির চাপে আজ 13 জুলাই তিনি ইস্তফা দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তার আগে দেশের চরম আর্থিক সংকটে বুধবার রাতেই নিখোঁজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট (Sri Lankan President Gotabaya Rajapaksa flees country before resignation) ৷

নাম প্রকাশে অনিচ্ছুক অভিবাসন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, গোতাবায়া তাঁর স্ত্রী এবং দু'জন দেহরক্ষীকে নিয়ে শ্রীলঙ্কা সেনাবাহিনীর একটি বিমানে মালদ্বীপের রাজধানী মালেতে চলে গিয়েছেন ৷ সেখান থেকে এশিয়ার অন্য কোনও দেশেও যেতে পারেন পলাতক রাষ্ট্রপতি ৷ প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর সময় তাঁকে আটকানোর কোনও আইন নেই শ্রীলঙ্কায়, একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক ৷ শুক্রবার থেকেই প্রেসিডেন্টের দেখা মেলেনি ৷ এদিক 20 জুলাই সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে ৷

মঙ্গলবার অভিবাসন দফতর প্রেসিডেন্টের ভাই প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষেকে বিমানবন্দরে আটকায় ৷ তিনিও দেশ ছেড়ে পালাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ আপাতত, বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেই রাষ্ট্রপতির কাজকর্ম সামলাবেন ৷

আরও পড়ুন: গোতাবায়ার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত, জানাল প্রধানমন্ত্রীর দফতর

2019-এর নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজাপক্ষে ৷ 2 কোটি 20 লক্ষেক জনসংখ্যার দ্বীপরাষ্ট্রটি 1948-এর পর এই প্রথম এমন চরম দুর্দশার মুখোমুখি ৷ একে তো কোভিড-19-এর ফলে পর্যটন শিল্প ব্যাপক ধাক্কা খেয়েছে ৷ তার মধ্যে গোতাবায়া রাজাপক্ষে, তাঁর ভাই প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ ৷

এই মুহূর্তে ভারত মহাসাগরের অন্তর্গত দ্বীপরাষ্ট্রটি ভারত এবং চিনের আর্থিক সাহায্যের উপর নির্ভর করে আছে ৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, "চিন তাঁর ক্ষমতা অনুযায়ী শ্রীলঙ্কাকে সাহায্য করবে ৷ যাতে দেশটি তার সামাজিক এবং আর্থিক অবস্থা ফিরে পায় ৷" আর ভারত সরকার শনিবারই জানিয়ে দিয়েছে তারা সবরকম ভাবে সংকটাপন্ন দেশটির পাশে আছে ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য করেছে ও ত্রাণসামগ্রী, জ্বালানি পাঠিয়েছে ৷

আরও পড়ুন: শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি গৃহযুদ্ধের থেকেও খারাপ, উদ্বেগ প্রকাশ সিলোন শিপিং কর্পোরেশনের প্রাক্তন প্রধানের

কলম্বো, 13 জুলাই: দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ৷ শনিবার দেশের সাধারণ বিক্ষুব্ধ জনতা তাঁর সরকারি বাসভবনের দখল নেয় ৷ এরপর তিনি সপরিবার কলম্বোর সমুদ্রে সেনাবাহিনীর একটি জাহাজে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছিল ৷ পরিস্থিতির চাপে আজ 13 জুলাই তিনি ইস্তফা দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তার আগে দেশের চরম আর্থিক সংকটে বুধবার রাতেই নিখোঁজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট (Sri Lankan President Gotabaya Rajapaksa flees country before resignation) ৷

নাম প্রকাশে অনিচ্ছুক অভিবাসন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, গোতাবায়া তাঁর স্ত্রী এবং দু'জন দেহরক্ষীকে নিয়ে শ্রীলঙ্কা সেনাবাহিনীর একটি বিমানে মালদ্বীপের রাজধানী মালেতে চলে গিয়েছেন ৷ সেখান থেকে এশিয়ার অন্য কোনও দেশেও যেতে পারেন পলাতক রাষ্ট্রপতি ৷ প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর সময় তাঁকে আটকানোর কোনও আইন নেই শ্রীলঙ্কায়, একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক ৷ শুক্রবার থেকেই প্রেসিডেন্টের দেখা মেলেনি ৷ এদিক 20 জুলাই সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে ৷

মঙ্গলবার অভিবাসন দফতর প্রেসিডেন্টের ভাই প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষেকে বিমানবন্দরে আটকায় ৷ তিনিও দেশ ছেড়ে পালাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ আপাতত, বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেই রাষ্ট্রপতির কাজকর্ম সামলাবেন ৷

আরও পড়ুন: গোতাবায়ার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত, জানাল প্রধানমন্ত্রীর দফতর

2019-এর নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজাপক্ষে ৷ 2 কোটি 20 লক্ষেক জনসংখ্যার দ্বীপরাষ্ট্রটি 1948-এর পর এই প্রথম এমন চরম দুর্দশার মুখোমুখি ৷ একে তো কোভিড-19-এর ফলে পর্যটন শিল্প ব্যাপক ধাক্কা খেয়েছে ৷ তার মধ্যে গোতাবায়া রাজাপক্ষে, তাঁর ভাই প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ ৷

এই মুহূর্তে ভারত মহাসাগরের অন্তর্গত দ্বীপরাষ্ট্রটি ভারত এবং চিনের আর্থিক সাহায্যের উপর নির্ভর করে আছে ৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, "চিন তাঁর ক্ষমতা অনুযায়ী শ্রীলঙ্কাকে সাহায্য করবে ৷ যাতে দেশটি তার সামাজিক এবং আর্থিক অবস্থা ফিরে পায় ৷" আর ভারত সরকার শনিবারই জানিয়ে দিয়েছে তারা সবরকম ভাবে সংকটাপন্ন দেশটির পাশে আছে ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য করেছে ও ত্রাণসামগ্রী, জ্বালানি পাঠিয়েছে ৷

আরও পড়ুন: শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি গৃহযুদ্ধের থেকেও খারাপ, উদ্বেগ প্রকাশ সিলোন শিপিং কর্পোরেশনের প্রাক্তন প্রধানের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.