ETV Bharat / international

Chaos in Sri Lanka : দেশ ছাড়তে পারবেন না মাহিন্দা রাজাপক্ষে, নির্দেশ শ্রীলঙ্কার আদালতের - দেশ ছাড়তে পারবেন না মহিন্দা রাজাপক্ষে

বর্তমানে শ্রীলঙ্কার এক সেনা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে ৷ সোমবার তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন (Mahinda Rajapaksa stepped down from his post on Monday) ৷

Sri Lankan former PM Mahinda Rajapaksa
দেশ ছাড়তে পারবেন না মহিন্দা রাজাপক্ষে
author img

By

Published : May 12, 2022, 5:24 PM IST

কলম্বো, 12 মে : দেশ ছাড়তে পারবেন না শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ৷ এই মর্মে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার এক আদালত (Sri Lankan court imposes overseas travel ban on former PM Mahinda Rajapaksa) ৷ জানা গিয়েছে, দ্য ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত মাহিন্দা রাজাপক্ষে, তাঁর ছেলে তথা সাংসদ নামাল রাজাপক্ষে ও অন্য 15 জনকে দেশ ছাড়তে নিষেধ করছে ৷ সরকার বিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে বর্তমানে মামলা চলছে মাহিন্দা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ৷ সেই তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না অভিযুক্তরা ৷ মাহিন্দা রাজাপক্ষে-সহ এই 17 জনকে পাসপোর্ট জমা রাখারও নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন : দেশে স্থিতাবস্থা না-আসা পর্যন্ত নৌ-ঘাঁটিতেই প্রাক্তন প্রধানমন্ত্রী, জানাল শ্রীলঙ্কা প্রতিরক্ষামন্ত্রক

সোমবার গোতাগোগামা ও মাইনাগোগামামে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা ৷ সেই দিনই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে ৷ অভিযোগ, এরপরেই বিক্ষোভকারীদের উপর হামলা চালায় মাহিন্দা রাজাপক্ষের সমর্থকরা ৷ সেই হিংসায় মৃত্যু হয় 9 জনের, আহত হন কমপক্ষে 300 জন ৷ এদিন আদালত মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর ছেলে ছাড়াও যে 15 জনকে দেশ ছাড়তে নিষেধ করেছে তার মধ্যে রয়েছেন মাহিন্দা রাজাপক্ষের দল এসএলপিপি'র 13 জন সদস্য ৷ নাম রয়েছে দেশবন্ধু তেন্নাকুন নামে এক শীর্ষ পুলিশ আধিকারিকেরও ৷

নিরাপত্তাজনিত কারণে বাসভবন থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে ত্রিনকোমালি নৌ-ঘাঁটিতে নিয়ে গিয়েছে সেনা ৷ বর্তমানে সেখানেই রয়েছেন তিনি ৷ এই দ্বীপরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব কমল গুণারত্নে জানিয়েছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী যেখানে ইচ্ছে আশ্রয় নিতে পারেন ৷ তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করবে সেনাই ৷ কিন্তু এদিন আদালতের নির্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার বিষয়টি আটকে গেল বলে মনে করা হচ্ছে ৷ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে জানিয়েছেন শীঘ্রই দেশের নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন ৷

কলম্বো, 12 মে : দেশ ছাড়তে পারবেন না শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ৷ এই মর্মে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার এক আদালত (Sri Lankan court imposes overseas travel ban on former PM Mahinda Rajapaksa) ৷ জানা গিয়েছে, দ্য ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত মাহিন্দা রাজাপক্ষে, তাঁর ছেলে তথা সাংসদ নামাল রাজাপক্ষে ও অন্য 15 জনকে দেশ ছাড়তে নিষেধ করছে ৷ সরকার বিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে বর্তমানে মামলা চলছে মাহিন্দা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ৷ সেই তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না অভিযুক্তরা ৷ মাহিন্দা রাজাপক্ষে-সহ এই 17 জনকে পাসপোর্ট জমা রাখারও নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন : দেশে স্থিতাবস্থা না-আসা পর্যন্ত নৌ-ঘাঁটিতেই প্রাক্তন প্রধানমন্ত্রী, জানাল শ্রীলঙ্কা প্রতিরক্ষামন্ত্রক

সোমবার গোতাগোগামা ও মাইনাগোগামামে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা ৷ সেই দিনই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে ৷ অভিযোগ, এরপরেই বিক্ষোভকারীদের উপর হামলা চালায় মাহিন্দা রাজাপক্ষের সমর্থকরা ৷ সেই হিংসায় মৃত্যু হয় 9 জনের, আহত হন কমপক্ষে 300 জন ৷ এদিন আদালত মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর ছেলে ছাড়াও যে 15 জনকে দেশ ছাড়তে নিষেধ করেছে তার মধ্যে রয়েছেন মাহিন্দা রাজাপক্ষের দল এসএলপিপি'র 13 জন সদস্য ৷ নাম রয়েছে দেশবন্ধু তেন্নাকুন নামে এক শীর্ষ পুলিশ আধিকারিকেরও ৷

নিরাপত্তাজনিত কারণে বাসভবন থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে ত্রিনকোমালি নৌ-ঘাঁটিতে নিয়ে গিয়েছে সেনা ৷ বর্তমানে সেখানেই রয়েছেন তিনি ৷ এই দ্বীপরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব কমল গুণারত্নে জানিয়েছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী যেখানে ইচ্ছে আশ্রয় নিতে পারেন ৷ তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করবে সেনাই ৷ কিন্তু এদিন আদালতের নির্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার বিষয়টি আটকে গেল বলে মনে করা হচ্ছে ৷ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে জানিয়েছেন শীঘ্রই দেশের নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.