ETV Bharat / international

Sri Lanka Crisis: গোতাবায়ার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত, জানাল প্রধানমন্ত্রীর দফতর - শ্রীলঙ্কা সঙ্কট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট (Sri Lanka President) পদ থেকে গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa) পদত্য়াগ করছেনই ৷ বিবৃতি প্রকাশ করে একথা জানাল প্রধানমন্ত্রীর দফতর (Prime Minister's Office) ৷

Sri Lanka PM Office Claims Gotabaya Rajapaksa confirms his resignation
Sri Lanka Crisis: গোতাবায়ার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত, জানাল প্রধানমন্ত্রীর দফতর
author img

By

Published : Jul 11, 2022, 1:54 PM IST

কলম্বো, 11 জুলাই: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট (Sri Lanka President) পদ থেকে তিনি যে ইস্তফা দিতে চলেছেন, সেকথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa) ৷ প্রধানমন্ত্রীর দফতরের (Prime Minister's Office) তরফ থেকে একথা ঘোষণা করা হয়েছে ৷

প্রবল জনরোষের মুখেই যে গোতাবায়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন, তা স্পষ্ট ৷ জনতার আক্রোশ থেকে বাঁচতেই গত শুক্রবার রাতে সরকারি বাসভবন ছেড়ে পালাতে হয় গোতাবায়াকে ৷ তাঁর সেই বিলাসবহুল প্রাসাদ এখন আমজনতার দখলে ৷ ইতিমধ্যেই পার্লামেন্টের স্পিকার জানিয়ে দিয়েছেন, আগামী 13 জুলাই প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেবেন গোতাবায়া ৷ তবে, এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য মিলছে না ৷ একটি সূত্রের দাবি, গোতাবায়াকে সেনাবাহিনীর সদর দফতরে রাখা হয়েছে ৷ অন্য একটি সূত্র বলছে, নৌবাহিনীর কোনও জলযানে আত্মগোপন করে রয়েছেন প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন: Interview: শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি গৃহযুদ্ধের থেকেও খারাপ, উদ্বেগ প্রকাশ সিলোন শিপিং কর্পোরেশনের প্রাক্তন প্রধানের

প্রসঙ্গত, শনিবার যখন পার্লামেন্টের স্পিকার ঘোষণা করেন, গোতাবায়া রাজাপক্ষ শীঘ্রই পদত্যাগ করবেন, তখনও দেশবাসীর অধিকাংশই এ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন ৷ এমনকী, ওয়াকিবহাল মহলের একটা অংশও দাবি করেছিলেন, যে কোনও উপায়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করবেন গোতাবায়া ৷

ইতিমধ্যে সোমবার প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়, আগামী বুধবারই প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেবেন গোতাবায়া রাজাপক্ষ ৷ তবে, এখনও পর্যন্ত সরাসরি গোতাবায়া নিজে কোনও ঘোষণা করেননি ৷ শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট পদে ইস্তফা দিতে গেলে গোতাবায়া রাজাপক্ষকে পার্লামেন্টের স্পিকারকে লিখিত আকারে পদত্যাগপত্র পাঠাতে হবে ৷ কিন্তু, এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ তিনি করেননি ৷

কলম্বো, 11 জুলাই: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট (Sri Lanka President) পদ থেকে তিনি যে ইস্তফা দিতে চলেছেন, সেকথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa) ৷ প্রধানমন্ত্রীর দফতরের (Prime Minister's Office) তরফ থেকে একথা ঘোষণা করা হয়েছে ৷

প্রবল জনরোষের মুখেই যে গোতাবায়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন, তা স্পষ্ট ৷ জনতার আক্রোশ থেকে বাঁচতেই গত শুক্রবার রাতে সরকারি বাসভবন ছেড়ে পালাতে হয় গোতাবায়াকে ৷ তাঁর সেই বিলাসবহুল প্রাসাদ এখন আমজনতার দখলে ৷ ইতিমধ্যেই পার্লামেন্টের স্পিকার জানিয়ে দিয়েছেন, আগামী 13 জুলাই প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেবেন গোতাবায়া ৷ তবে, এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য মিলছে না ৷ একটি সূত্রের দাবি, গোতাবায়াকে সেনাবাহিনীর সদর দফতরে রাখা হয়েছে ৷ অন্য একটি সূত্র বলছে, নৌবাহিনীর কোনও জলযানে আত্মগোপন করে রয়েছেন প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন: Interview: শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি গৃহযুদ্ধের থেকেও খারাপ, উদ্বেগ প্রকাশ সিলোন শিপিং কর্পোরেশনের প্রাক্তন প্রধানের

প্রসঙ্গত, শনিবার যখন পার্লামেন্টের স্পিকার ঘোষণা করেন, গোতাবায়া রাজাপক্ষ শীঘ্রই পদত্যাগ করবেন, তখনও দেশবাসীর অধিকাংশই এ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন ৷ এমনকী, ওয়াকিবহাল মহলের একটা অংশও দাবি করেছিলেন, যে কোনও উপায়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করবেন গোতাবায়া ৷

ইতিমধ্যে সোমবার প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়, আগামী বুধবারই প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেবেন গোতাবায়া রাজাপক্ষ ৷ তবে, এখনও পর্যন্ত সরাসরি গোতাবায়া নিজে কোনও ঘোষণা করেননি ৷ শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট পদে ইস্তফা দিতে গেলে গোতাবায়া রাজাপক্ষকে পার্লামেন্টের স্পিকারকে লিখিত আকারে পদত্যাগপত্র পাঠাতে হবে ৷ কিন্তু, এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ তিনি করেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.