ETV Bharat / international

Danish Siddiqui Pulitzer Prize 2022 : পুলিৎজার পেলেন আফগানিস্তানে নিহত চিত্রসাংবাদিক দানিশ

সাংবাদিকতা, সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয় ৷ এ বছর ভারতে 4 জন সাংবাদিক এই পুরস্কার পেয়েছেন ৷ তার মধ্যে অন্য়তম দানিশ সিদ্দিকি, যিনি গত বছর আফগানিস্তানে মারা গিয়েছেন (Danish Siddiqui Pulitzer Prize 2022 ) ৷

author img

By

Published : May 10, 2022, 9:36 AM IST

Danish Siddiqui honoured with Pulitzer Prize
দানিশ পেলেন পুলিৎজার পুরস্কার

নিউইয়র্ক, 10 মে : পুলিৎজার পেলেন নিহত চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি ৷ 2022 সালে তিনি ছাড়াও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর আরও তিন সাংবাদিক আদানান আবিদি (Adnan Abidi), সান্না ইরশাদ মাত্তু (Sanna Irshad Mattoo), অমিত দাভে (Amit Dave) এই পুরস্কার পেয়েছেন ৷ এঁরা সিদ্দিকির সহকর্মী (Slain photojournalist Danish Siddiqui gets Pulitzer Prize 2022) ৷

পুলিৎজার পুরস্কারের ওয়েবসাইট সোমবার এই পুরস্কারের নাম ঘোষণা করে ৷ গত বছর জুলাইতে আফগানিস্তানের কান্দাহারে স্পিন বোলডাক অঞ্চলে আফগান ও তালিবান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ সেই সময় ওই ঘটনাস্থলে ছিলেন সাংবাদিক-চিত্রকার ৷ দুই গোষ্ঠীর গোলাগুলির মাঝে প্রাণ হারান 38 বছরের দানিশ ৷

আরও পড়ুন : Danish Siddiqui : পরিচয় জানার পরই কি দানিশকে হত্যা করে তালিবানরা ?

হাঙ্গেরিয়ান-আমেরিকান সাংবাদিক জোসেফ পুলিৎজার এই পুরস্কারের সূচনা করেন ৷ তাঁর নিজের একটি সংবাদপত্র ছিল ৷ 1911-য় তাঁর মৃত্যুর সময় জোসেফ তাঁর সব অর্থ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে দিয়ে যান ৷ এর একটি অংশ দিয়ে 1912 সালে সাংবাদিকতার একটি স্কুল প্রতিষ্ঠা করা হয় ৷ বাকি অর্থ দিয়ে 1917 সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয় ৷

19 সদস্যের পুলিৎজার পুরস্কার বোর্ডে আমেরিকার তাবড় সাংবাদিক এবং সংবাদমাধ্যমের অন্য বিশিষ্টজনেরা রয়েছেন ৷ এর মধ্যে 5 জন সংস্কৃতি জগৎ অথবা অ্যাকাডেমিক্সের ৷

তবে এটা তাঁর দ্বিতীয়বার পুলিৎজার প্রাপ্তি ৷ এর আগে 2018-য় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর তরফে রোহিঙ্গা সমস্যা নিয়ে খবরের জন্য দানিশ সিদ্দিকিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল ৷ তবে অশান্ত আফগানিস্তান, হংকংয়ে প্রতিবাদ এবং এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপের অন্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলিতেও তাঁর অবদান রয়েছে ৷

নিউইয়র্ক, 10 মে : পুলিৎজার পেলেন নিহত চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি ৷ 2022 সালে তিনি ছাড়াও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর আরও তিন সাংবাদিক আদানান আবিদি (Adnan Abidi), সান্না ইরশাদ মাত্তু (Sanna Irshad Mattoo), অমিত দাভে (Amit Dave) এই পুরস্কার পেয়েছেন ৷ এঁরা সিদ্দিকির সহকর্মী (Slain photojournalist Danish Siddiqui gets Pulitzer Prize 2022) ৷

পুলিৎজার পুরস্কারের ওয়েবসাইট সোমবার এই পুরস্কারের নাম ঘোষণা করে ৷ গত বছর জুলাইতে আফগানিস্তানের কান্দাহারে স্পিন বোলডাক অঞ্চলে আফগান ও তালিবান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ সেই সময় ওই ঘটনাস্থলে ছিলেন সাংবাদিক-চিত্রকার ৷ দুই গোষ্ঠীর গোলাগুলির মাঝে প্রাণ হারান 38 বছরের দানিশ ৷

আরও পড়ুন : Danish Siddiqui : পরিচয় জানার পরই কি দানিশকে হত্যা করে তালিবানরা ?

হাঙ্গেরিয়ান-আমেরিকান সাংবাদিক জোসেফ পুলিৎজার এই পুরস্কারের সূচনা করেন ৷ তাঁর নিজের একটি সংবাদপত্র ছিল ৷ 1911-য় তাঁর মৃত্যুর সময় জোসেফ তাঁর সব অর্থ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে দিয়ে যান ৷ এর একটি অংশ দিয়ে 1912 সালে সাংবাদিকতার একটি স্কুল প্রতিষ্ঠা করা হয় ৷ বাকি অর্থ দিয়ে 1917 সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয় ৷

19 সদস্যের পুলিৎজার পুরস্কার বোর্ডে আমেরিকার তাবড় সাংবাদিক এবং সংবাদমাধ্যমের অন্য বিশিষ্টজনেরা রয়েছেন ৷ এর মধ্যে 5 জন সংস্কৃতি জগৎ অথবা অ্যাকাডেমিক্সের ৷

তবে এটা তাঁর দ্বিতীয়বার পুলিৎজার প্রাপ্তি ৷ এর আগে 2018-য় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর তরফে রোহিঙ্গা সমস্যা নিয়ে খবরের জন্য দানিশ সিদ্দিকিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল ৷ তবে অশান্ত আফগানিস্তান, হংকংয়ে প্রতিবাদ এবং এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপের অন্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলিতেও তাঁর অবদান রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.