ETV Bharat / international

Shootout at Canada: কানাডায় গ্যাস স্টেশনের বাইরে শিখ যুবতীকে গুলি করে হত্যা - গুলি করে হত্যা

কানাডার মিসিসাগায় এক শিখ যুবতীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে (Sikh Girl Shot Dead Outside Gas Station in Canada) ৷ জানা গিয়েছে, আঁততায়ী ঘটনাস্থলে প্রায় 3 ঘণ্টা ধরে অপেক্ষা করছিল ওই যুবতীর ৷ পিল অঞ্চলের পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Sikh Girl Shot Dead Outside Gas Station in Canada
Sikh Girl Shot Dead Outside Gas Station in Canada
author img

By

Published : Dec 6, 2022, 10:11 AM IST

Updated : Dec 6, 2022, 11:06 AM IST

কানাডা, 6 ডিসেম্বর: কানাডার মিসিসাগায় 21 বছর বয়সী এক শিখ যুবতীকে গুলি করে খুন ৷ মিসিসাগার গ্যাস স্টেশনের বাইরে এই ঘটনাটি ঘটেছে (Sikh Girl Shot Dead Outside Gas Station in Canada) ৷ পিল অঞ্চলের পুলিশ মৃত যুবতীকে শনাক্ত করেছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার ওই গ্যাস স্টেশনের কর্মী পবনপ্রীত কৌর নামে ওই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে ৷

পুলিশ জানিয়েছে মৃত যুবতীর বাড়ি ব্রাম্পটন শহরে ৷ পিল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, তিনি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন ৷ সেখানেই তৎক্ষণাত মেডিক্যাল টিমকে ডেকে পাঠানো হয় ৷ তাঁরা জরুরি ভিত্তিতে কিছু চিকিৎসা পরিষেবা প্রদান করেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, সেখানে তাঁর মৃত্যু হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তদন্তকারীদের অনুমান, ওই যুবতীকে আগে থেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে ৷

পিল পুলিশের হোমিসাইড বিভাগ ঘটনার তদন্তভার নিয়েছে ৷ জানা গিয়েছে, পুলিশ এক ব্যক্তিকে এই খুনের ঘটনার জন্য খুঁজছে ৷ আততায়ী খুন করার সময় হাঁটু পর্যন্ত লম্বা একটি শীতের হুড জ্যাকেট, শীতের জুতো ও হাতে সাদা গ্লাভস পরেছিলেন ৷ মোটের উপর তাঁকে যাতে চেনা না যায়, তার সবরকম ব্যবস্থা করে এসেছিল ওই আঁততায়ী ৷ পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত ধূমপান করছিলেন খুনের সময় ৷ তবে, খুনের আগে পর্যন্ত জ্যাকেটের টুপি মাথায় দেওয়া ছিল না তাঁর ৷ যুবতীকে গুলি চালানোর আগের মুহূর্তে জ্যাকেটের টুপি মাথা পরে নেয় শুটার ৷

আরও পড়ুন: ব্রাজিলের 2টি স্কুলে 16 বছরের বন্দুকবাজের হামলা, মৃত 3

পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেছে ৷ জানা গিয়েছে, খুনের প্রায় 3 ঘণ্টা আগে থেকে শুটার ঘটনাস্থলে উপস্থিত ছিল ৷ ওই এলাকাতেই ঘোরাঘুরি করছিল শুটার ৷ পুলিশ জানিয়েছে, কখনও ক্রেডিটভিউ রোড, তো কখনও ব্রিটানিয়া রোডে তাঁকে দেখা গিয়েছে গুলি চালানোর আগে ৷

কানাডা, 6 ডিসেম্বর: কানাডার মিসিসাগায় 21 বছর বয়সী এক শিখ যুবতীকে গুলি করে খুন ৷ মিসিসাগার গ্যাস স্টেশনের বাইরে এই ঘটনাটি ঘটেছে (Sikh Girl Shot Dead Outside Gas Station in Canada) ৷ পিল অঞ্চলের পুলিশ মৃত যুবতীকে শনাক্ত করেছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার ওই গ্যাস স্টেশনের কর্মী পবনপ্রীত কৌর নামে ওই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে ৷

পুলিশ জানিয়েছে মৃত যুবতীর বাড়ি ব্রাম্পটন শহরে ৷ পিল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, তিনি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন ৷ সেখানেই তৎক্ষণাত মেডিক্যাল টিমকে ডেকে পাঠানো হয় ৷ তাঁরা জরুরি ভিত্তিতে কিছু চিকিৎসা পরিষেবা প্রদান করেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, সেখানে তাঁর মৃত্যু হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তদন্তকারীদের অনুমান, ওই যুবতীকে আগে থেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে ৷

পিল পুলিশের হোমিসাইড বিভাগ ঘটনার তদন্তভার নিয়েছে ৷ জানা গিয়েছে, পুলিশ এক ব্যক্তিকে এই খুনের ঘটনার জন্য খুঁজছে ৷ আততায়ী খুন করার সময় হাঁটু পর্যন্ত লম্বা একটি শীতের হুড জ্যাকেট, শীতের জুতো ও হাতে সাদা গ্লাভস পরেছিলেন ৷ মোটের উপর তাঁকে যাতে চেনা না যায়, তার সবরকম ব্যবস্থা করে এসেছিল ওই আঁততায়ী ৷ পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত ধূমপান করছিলেন খুনের সময় ৷ তবে, খুনের আগে পর্যন্ত জ্যাকেটের টুপি মাথায় দেওয়া ছিল না তাঁর ৷ যুবতীকে গুলি চালানোর আগের মুহূর্তে জ্যাকেটের টুপি মাথা পরে নেয় শুটার ৷

আরও পড়ুন: ব্রাজিলের 2টি স্কুলে 16 বছরের বন্দুকবাজের হামলা, মৃত 3

পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেছে ৷ জানা গিয়েছে, খুনের প্রায় 3 ঘণ্টা আগে থেকে শুটার ঘটনাস্থলে উপস্থিত ছিল ৷ ওই এলাকাতেই ঘোরাঘুরি করছিল শুটার ৷ পুলিশ জানিয়েছে, কখনও ক্রেডিটভিউ রোড, তো কখনও ব্রিটানিয়া রোডে তাঁকে দেখা গিয়েছে গুলি চালানোর আগে ৷

Last Updated : Dec 6, 2022, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.