ETV Bharat / international

Siblings Reunited in Kartarpur: দেশভাগের সময় ভারতে রয়ে যান দাদা, খুঁজে পেলেন পাকিস্তানবাসী বোন

দেশভাগের যন্ত্রণা নিয়ে স্বাধীনতা, 76 বছর কেটে গিয়েছে ৷ দেশভাগের সময় বিচ্ছিন্ন হওয়া দাদাকে খুঁজে পেলেন পাকিস্তানের বোন ৷ যাঁর জন্ম স্বাধীনতার পর । দাদাকে কোনওদিন চোখে দেখেননি । কাতারপুর করিডরে দেখা হল দু'জনের ৷ এবার ভারত ও পাকিস্তান সরকারের কাছে তাঁদের আর্জি, ভিসা মঞ্জুর হোক ৷ একসঙ্গে ক'টা দিন কাটাবেন তাঁরা ৷

ETV Bharat
কাতারপুর করিডোরে গুরমাইল ও সাকিনা
author img

By

Published : Aug 8, 2023, 3:40 PM IST

অমৃতসর, 8 অগস্ট: আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কখনও প্রেমিকা আসছে ভারতে ৷ কখনও বা ভারত থেকে প্রেমিকা ছুটে গিয়েছে পাকিস্তানের প্রত্যন্ত গ্রামে ৷ এবার দাদা ও বোন একে অপরের খোঁজ পেলেন সামাজিক মাধ্যমেই ৷ দেশভাগের সময় ভারতে ছেড়ে যাওয়া দাদা তাঁর বোনের সঙ্গে দেখা করলেন ৷ বোন পাকিস্তাননিবাসী ৷ কারতারপুর করিডোরে দাদা গুরমাইল সিংকে জড়িয়ে ধরলেন বোন সাকিনা ৷

জানা গিয়েছে, 1947 সালে দেশ ভাগের সময় সাকিনার পরিবার ভারতের পঞ্জাবের লুধিয়ানা ছেড়ে পাকিস্তানে চলে যায় ৷ তখনও সাকিনার জন্ম হয়নি ৷ সেই সময় দাদা গুরমাইলের বয়স মাত্র 5 বছর ৷ যাওয়ার সময় গুরমাইলকে খুঁজে পাননি তার বাবা-মা ৷ বহুবার নাম ধরে ডাকলেও ছোট্ট গুরমাইল কোনও সাড়া দেয়নি ৷ অগত্যা তাকে ছাড়াই পরিবার পাড়ি দেয় পাকিস্তানে ৷ পঞ্জাবের ভারতের অংশেই থেকে যায় গুরমাইল ৷

আরও পড়ুন: ইসলাম গ্রহণ করে অঞ্জু এখন ফতিমা, বিয়ে করলেন পাকিস্তানি ফেসবুক বন্ধুকে

এদিকে পাকিস্তানে 1955 সালে জন্মগ্রহণ করেন সাকিনা ৷ ছোট্ট থেকে দাদা গুরমাইলের নাম শুনেছে সে ৷ দাদা গুরমাইলের ছবিও দেখেছে ৷ 68 বছর বয়সি সাকিনা বলেন, "আমার দাদা মাঝে মাঝে পাকিস্তানে আমাদের চিঠি লিখতেন ৷ তখন আমার বয়স আড়াই বছর ৷ পরে মায়ের মৃত্যু হয় ৷ আর দাদাও চিঠি লেখা বন্ধ করে দেন ৷ আমি বড় হলে বাবা বলেন, আমার এক দাদা আছেন ৷ তিনি আমায় দাদার কয়েকটি ছবিও দেখান ৷"

দাদার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়েছিলেন সাকিনা ৷ তাঁর জামাই জানতেন যে, গুরমাইল ভারতেই বসবাস করেন ৷ তিনি এক ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করেন ৷ ওই ইউটিউবারের নিজস্ব চ্যানেল আছে ৷ সাকিনা বলেন, "দাদা গুরমাইলের পাঠানো চিঠি, তাঁর ছবিগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ৷ এরপরই আমরা দাদা-বোন একে অপরের খোঁজ পাই ৷ 2022 সালের ডিসেম্বর দাদা আমায় ভিডিয়ো কল করেন ৷"

আরও পড়ুন: দিলেন অডিশন, নির্দোষ প্রমাণিত হলেই ভারতীয় গুপ্তচর সংস্থার এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন সীমা

এবার একেবারে চোখের সামনে দেখা ৷ কারতারপুর করিডোরে দাদা গুরমাইলের সঙ্গে দেখা করলেন বোন সাকিনা ৷ স্বাভাবিকভাবে জন্মের পর প্রথম নিজের দাদাকে দেখে চোখের জল আটকাতে পারেননি পাকিস্তানে বড় হওয়া সাকিনা ৷ দু'জনেরই আশা, ভারত-পাকিস্তান তাঁদের দু'জনের ভিসা মঞ্জুর করুক ৷ প্রৌঢ় গুরমাইলের বয়স এখন 80 ৷ তাই যে ক'টা দিন বেঁচে থাকবেন, তার মধ্যে কয়েকটা দিন যদি ভাই-বোন একসঙ্গে কাটাতে পারেন ৷

অমৃতসর, 8 অগস্ট: আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কখনও প্রেমিকা আসছে ভারতে ৷ কখনও বা ভারত থেকে প্রেমিকা ছুটে গিয়েছে পাকিস্তানের প্রত্যন্ত গ্রামে ৷ এবার দাদা ও বোন একে অপরের খোঁজ পেলেন সামাজিক মাধ্যমেই ৷ দেশভাগের সময় ভারতে ছেড়ে যাওয়া দাদা তাঁর বোনের সঙ্গে দেখা করলেন ৷ বোন পাকিস্তাননিবাসী ৷ কারতারপুর করিডোরে দাদা গুরমাইল সিংকে জড়িয়ে ধরলেন বোন সাকিনা ৷

জানা গিয়েছে, 1947 সালে দেশ ভাগের সময় সাকিনার পরিবার ভারতের পঞ্জাবের লুধিয়ানা ছেড়ে পাকিস্তানে চলে যায় ৷ তখনও সাকিনার জন্ম হয়নি ৷ সেই সময় দাদা গুরমাইলের বয়স মাত্র 5 বছর ৷ যাওয়ার সময় গুরমাইলকে খুঁজে পাননি তার বাবা-মা ৷ বহুবার নাম ধরে ডাকলেও ছোট্ট গুরমাইল কোনও সাড়া দেয়নি ৷ অগত্যা তাকে ছাড়াই পরিবার পাড়ি দেয় পাকিস্তানে ৷ পঞ্জাবের ভারতের অংশেই থেকে যায় গুরমাইল ৷

আরও পড়ুন: ইসলাম গ্রহণ করে অঞ্জু এখন ফতিমা, বিয়ে করলেন পাকিস্তানি ফেসবুক বন্ধুকে

এদিকে পাকিস্তানে 1955 সালে জন্মগ্রহণ করেন সাকিনা ৷ ছোট্ট থেকে দাদা গুরমাইলের নাম শুনেছে সে ৷ দাদা গুরমাইলের ছবিও দেখেছে ৷ 68 বছর বয়সি সাকিনা বলেন, "আমার দাদা মাঝে মাঝে পাকিস্তানে আমাদের চিঠি লিখতেন ৷ তখন আমার বয়স আড়াই বছর ৷ পরে মায়ের মৃত্যু হয় ৷ আর দাদাও চিঠি লেখা বন্ধ করে দেন ৷ আমি বড় হলে বাবা বলেন, আমার এক দাদা আছেন ৷ তিনি আমায় দাদার কয়েকটি ছবিও দেখান ৷"

দাদার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়েছিলেন সাকিনা ৷ তাঁর জামাই জানতেন যে, গুরমাইল ভারতেই বসবাস করেন ৷ তিনি এক ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করেন ৷ ওই ইউটিউবারের নিজস্ব চ্যানেল আছে ৷ সাকিনা বলেন, "দাদা গুরমাইলের পাঠানো চিঠি, তাঁর ছবিগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ৷ এরপরই আমরা দাদা-বোন একে অপরের খোঁজ পাই ৷ 2022 সালের ডিসেম্বর দাদা আমায় ভিডিয়ো কল করেন ৷"

আরও পড়ুন: দিলেন অডিশন, নির্দোষ প্রমাণিত হলেই ভারতীয় গুপ্তচর সংস্থার এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন সীমা

এবার একেবারে চোখের সামনে দেখা ৷ কারতারপুর করিডোরে দাদা গুরমাইলের সঙ্গে দেখা করলেন বোন সাকিনা ৷ স্বাভাবিকভাবে জন্মের পর প্রথম নিজের দাদাকে দেখে চোখের জল আটকাতে পারেননি পাকিস্তানে বড় হওয়া সাকিনা ৷ দু'জনেরই আশা, ভারত-পাকিস্তান তাঁদের দু'জনের ভিসা মঞ্জুর করুক ৷ প্রৌঢ় গুরমাইলের বয়স এখন 80 ৷ তাই যে ক'টা দিন বেঁচে থাকবেন, তার মধ্যে কয়েকটা দিন যদি ভাই-বোন একসঙ্গে কাটাতে পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.