ETV Bharat / international

Brazil School Shootout: ব্রাজিলের 2টি স্কুলে 16 বছরের বন্দুকবাজের হামলা, মৃত 3

ব্রাজিলের দু’টি স্কুলে এলোপাথাড়ি গুলি চালাল এক 16 বছরের কিশোর (Shootout at Two Schools in Espirito Santo of Brazil) ৷ ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 11 জন ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে স্পিরিতো সান্তো শহরের পুলিশ ৷

Shootout at Two Schools in Espirito Santo of Brazil
Shootout at Two Schools in Espirito Santo of Brazil
author img

By

Published : Nov 26, 2022, 11:19 AM IST

Updated : Nov 26, 2022, 12:55 PM IST

ব্রাজিল, 26 নভেম্বর: ব্রাজিলের দু’টি স্কুলে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ (Brazil School Shootout) ৷ ঘটনায় অন্তত 3 জনের মৃত্যু এবং 11 জন আহত হয়েছেন ৷ পুলিশের সন্দেহ 16 বছরের এক কিশোর ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে ব্রাজিলের স্পিরিতো সান্তো শহরে (Shootout at Two Schools in Espirito Santo of Brazil) ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

স্পিরিতো সান্তো পুলিশের তরফে জানানো হয়েছে, সিসিটিভ ফুটেজে দেখা গিয়েছে ওই কিশোরের হাতে একটি সেমি-অটোম্যাটিক আগ্নেয়াস্ত্র ছিল ৷ আর সে মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল ৷ পরণে ছিল সেনাবাহিনীর পোশাক । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ধরনের নানা তথ্য মিলেছে ৷ স্পিরিতো সান্তো ব্রাজিলের আরাক্রুজ প্রদেশের একটি ছোট শহর ৷ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া থেকে 50 মাইল দূরে জোড়া স্কুলে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ৷

একটি টুইটে স্পিরিতো সান্তোর গভর্নর রেনাতো কাসাগ্রান্দে এই হামলার খবর নিশ্চিত করেছেন ৷ তিনি লেখেন, "নিরাপত্তাবাহিনী ওই হামলাকারীকে ধরে ফেলেছে ৷ সে নৃশংসভাবে আরাক্রুজের দু’টি স্কুলে গুলি চালিয়েছে ৷ আমি এই মর্মান্তিক ঘটনার জন্য আগামী 3দিন সরকারি শোক ঘোষণা করছি ৷ আমরা এই ঘটনার পিছনের কারণ জানতে তদন্ত জারি রেখেছি এবং খুব শীঘ্রই এর জবাবও দেওয়া হবে ৷"

আরও পড়ুন: রাস্তায় আচমকা গুলি, ওয়াশিংটনে প্রাণ হারালেন 2 জন

গভর্নর জানিয়েছেন, প্রিমো বিত্তি স্কুল এবং দ্য প্রাইয়া দে কোয়েরিয়াল এডুকেশনাল সেন্টারে এই হামলা চালায় ওই বন্দুকবাজ ৷ এই ঘটনায় ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা শোকপ্রকাশ করেছেন ৷ এই নৃশংস হামলার ঘটনায় স্পিরিতো সান্তো প্রশাসনকে তদন্তের ক্ষেত্রে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট ৷

ব্রাজিল, 26 নভেম্বর: ব্রাজিলের দু’টি স্কুলে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ (Brazil School Shootout) ৷ ঘটনায় অন্তত 3 জনের মৃত্যু এবং 11 জন আহত হয়েছেন ৷ পুলিশের সন্দেহ 16 বছরের এক কিশোর ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে ব্রাজিলের স্পিরিতো সান্তো শহরে (Shootout at Two Schools in Espirito Santo of Brazil) ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

স্পিরিতো সান্তো পুলিশের তরফে জানানো হয়েছে, সিসিটিভ ফুটেজে দেখা গিয়েছে ওই কিশোরের হাতে একটি সেমি-অটোম্যাটিক আগ্নেয়াস্ত্র ছিল ৷ আর সে মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল ৷ পরণে ছিল সেনাবাহিনীর পোশাক । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ধরনের নানা তথ্য মিলেছে ৷ স্পিরিতো সান্তো ব্রাজিলের আরাক্রুজ প্রদেশের একটি ছোট শহর ৷ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া থেকে 50 মাইল দূরে জোড়া স্কুলে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ৷

একটি টুইটে স্পিরিতো সান্তোর গভর্নর রেনাতো কাসাগ্রান্দে এই হামলার খবর নিশ্চিত করেছেন ৷ তিনি লেখেন, "নিরাপত্তাবাহিনী ওই হামলাকারীকে ধরে ফেলেছে ৷ সে নৃশংসভাবে আরাক্রুজের দু’টি স্কুলে গুলি চালিয়েছে ৷ আমি এই মর্মান্তিক ঘটনার জন্য আগামী 3দিন সরকারি শোক ঘোষণা করছি ৷ আমরা এই ঘটনার পিছনের কারণ জানতে তদন্ত জারি রেখেছি এবং খুব শীঘ্রই এর জবাবও দেওয়া হবে ৷"

আরও পড়ুন: রাস্তায় আচমকা গুলি, ওয়াশিংটনে প্রাণ হারালেন 2 জন

গভর্নর জানিয়েছেন, প্রিমো বিত্তি স্কুল এবং দ্য প্রাইয়া দে কোয়েরিয়াল এডুকেশনাল সেন্টারে এই হামলা চালায় ওই বন্দুকবাজ ৷ এই ঘটনায় ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা শোকপ্রকাশ করেছেন ৷ এই নৃশংস হামলার ঘটনায় স্পিরিতো সান্তো প্রশাসনকে তদন্তের ক্ষেত্রে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট ৷

Last Updated : Nov 26, 2022, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.